হায়দরাবাদ, 28 ডিসেম্বর: নিজামের শহর থেকে তিন পয়েন্ট আদায় করতে ব্যর্থ ৷ প্রথমবার আইএসএলে জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের ৷ শেষ মুহূর্তে গোল হজম করে হায়দরাবাদে দু'পয়েন্ট রেখে এল লাল-হলুদ ৷ সেইসঙ্গে হাতছাড়া হল লিগ টেবিলে উপরে ওঠার সুযোগ ৷ গত দু'ম্যাচ জয়ের পর হায়দরাবাদের বিরুদ্ধে অ্য়াওয়ে ম্য়াচে আটকে গেল অস্কার ব্রুজোঁর ছেলেরা ৷ 64 মিনিটে জিকসন সিংয়ের গোলে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল পয়েন্ট হাতছাড়া করল প্রাক্তনী মনোজ মহম্মদের সমতাসূচক গোলে ৷ ফলাফল 1-1 ৷
দুই প্রান্ত দিয়ে বল ভাসিয়ে চেনা কায়দায় প্রতিপক্ষ রক্ষণকে এদিন বেকায়দায় ফেলার কৌশলে ছিলেন অস্কার ব্রুজোঁ ৷ কিন্তু হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে প্রথম 45 মিনিটে প্রভাব ফেলতে ব্যর্থ সেই রণকৌশল। প্রথমার্ধে বল দখলের পরিসংখ্যানের পাশাপাশি কর্নার আদায়েও এগিয়ে থেকে শেষ করে হায়দরাবাদ ৷ যদিও ফলাফল গোলশূন্য ৷ তবে ইস্টবেঙ্গল এগিয়ে যেতে পারত যদি না 30 মিনিটে গোলমুখী আক্রমণ রুখতে গিয়ে হায়দরাবাদ গোলরক্ষক আর্শদীপ ক্লেইটন সিলভার পেটে লাথি মেরেও পার না-পেতেন। পাশাপাশি দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং পিভি বিষ্ণুর মধ্যে বোঝাপড়ার অভাব লাল-হলুদ আক্রমণকে দানা বাঁধতে দেয়নি।
বিরতির পরেও ইস্টবেঙ্গলের খেলায় বদল হয়েছে বলা যাবে না। তবে 64 মিনিটে ইস্টবেঙ্গল গোলের দরজা খুলে ফেলে ক্লেইটনের বিষাক্ত ফ্রি-কিকের সৌজন্যে। দিয়ামান্তোকোসকে বক্সের বাইরে ফাউল করলে রেফারি ফ্রি-কিক দেন। প্রায় 25 গজ দূর থেকে নেওয়া ব্রাজিলিয়ানের ফ্রি-কিক ক্রসবারে প্রতিহত হলে ফিরতি বল হেডে জালে পাঠান জিকসন।
FT | Spoils shared at the Gachibowli.#ISL #HFCEBFC pic.twitter.com/HosDC7k9ov
— East Bengal FC (@eastbengal_fc) December 28, 2024
গোলের পর ইস্টবেঙ্গল তুলনায় গোছানো। এই সময় বিষ্ণুকে তুলে নাওরেম মহেশকে নামান অস্কার ব্রুজো। এর ফলে নন্দকুমার, মহেশ এবং ক্লেইটনের ত্রিফলা অনেক বেশি সক্রিয় হয়। আপফ্রন্টে সক্রিয় হন দিয়ামান্তোকোসও। কিন্তু গোল আসেনি গ্রিক স্ট্রাইকারের থেকে ৷ আর গোল পায়নি ইস্টবেঙ্গলও ৷ উল্টে নির্ধারিত সময়ের মিনিটে এডমিলসন কোরেয়ার সেন্টার থেকে গোল করে ইস্টবেঙ্গল মুখের গ্রাস তিন পয়েন্ট কেড়ে নেন মনোজ ৷ ফলে 13 ম্যাচ পর 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অবস্থান বদল হল না লাল-হলুদের ৷ আগামী 6 জানুয়ারি মুম্বই সিটি এফসি'র মুখোমুখি তাঁরা ৷