ETV Bharat / sports

শতরান হাঁকিয়ে বাহুবলী সেলিব্রেশন, মেলবোর্নে একাধিক রেকর্ডে নাম তুললেন নীতীশ - BORDER GAVASKAR TROPHY

শতরান হাঁকিয়ে মেলবোর্নে ভারতের 'সেভিয়ার' তিনিই ৷ কোন কোন কীর্তি গড়লেন নীতীশ? দেখে নিন একনজরে ৷

NITISH REDDY
শতরানের পর নীতীশ (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 15 hours ago

মেলবোর্ন, 28 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার 474 রানের জবাবে তখন 191 রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷ এরপর তৃতীয়দিন মেলবোর্নে এন্ট্রি নেন নীতীশ কুমার রেড্ডি ৷ অজি বোলারদের দাপট থামিয়ে তখন লোয়ার মিডল-অর্ডার কোনও ব্য়াটার শতরান হাঁকিয়ে ভারতকে ম্য়াচে ফেরাবেন, সেটা অলীক স্বপ্ন ৷ সেই অলীক স্বপ্নকেই এদিন বাস্তব রূপ দিলেন নীতীশ ৷ ওয়াশিংটন সুন্দরের সঙ্গে প্রথমে মহামূল্যবান জুটি বেঁধে দলকে ম্য়াচে ফেরানো, এরপর প্রথম টেস্ট শতরান পূর্ণ করে মেলবোর্নে এদিন নায়ক অন্ধ্রের ব্যাটার ৷

দিনের শেষে 105 রানে অপরাজিত নীতীশ ৷ অষ্টম উইকেটে নীতীশ-ওয়াশিংটন জুটিতে এল 127 রান ৷ মাত্র 21 বছর 214 দিনে মেলবোর্নে শতরান হাঁকিয়ে তো নজির গড়লেনই, এছাড়াও মেলবোর্নে এদিন একাধিক কীর্তি গড়ে ফেললেন বাহুবলী'র কায়দায় শতরান উদযাপন করা ভারতীয় ব্যাটার ৷ একনজরে কোন কোন নজির গড়লেন নীতীশ:

  1. তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় শতরান: মাত্র 21 বছর 214 দিন বয়সে শতরান হাঁকিয়ে রেকর্ডবুকে নাম তুললেন নীতীশ ৷ সচিন তেন্ডুলকর এবং ঋষভ পন্তের পর তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করলেন তিনি ৷ 1992 সালে মাত্র 18 বছর 253 দিন বয়সে সিডনিতে শতরান এসেছিল মাস্টার-ব্লাস্টারের ব্য়াটে ৷ দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে 2019 সালে পন্ত সিডনিতেই শতরান করেছিলেন 21 বছর 91 দিন বয়সে ৷
  2. আটে ব্য়াট করতে নেমে শতরান হাঁকানো প্রথম ভারতীয়: মেলবোর্নে এদিন 171 বলে শতরান পূর্ণ করেন নীতীশ ৷ সেইসঙ্গে আট বা তার নীচে ব্য়াট করতে নামা প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় তিন অঙ্কের রান করলেন তিনি ৷
  3. অস্ট্রেলিয়ায় অষ্টম উইকেটে দ্বিতীয় সর্বাধিক রান: ওয়াশিংটন সুন্দরকে নিয়ে অষ্টম উইকেটে এদিন 127 রান যোগ করেন নীতীশ রেড্ডি ৷ যা অস্ট্রেলিয়ার মাটিতে অষ্টম উইকেটে ভারতের দ্বিতীয় সর্বাধিক রান ৷ মাত্র দু'রানের জন্য সচিন তেন্ডুলকর এবং হরভজন সিংয়ের রেকর্ড এদিন ছুঁতে ব্যর্থ হন দু'জনে ৷
  4. সফরকারী ব্যাটার হিসেবে সর্বাধিক ছক্কা: সফরকারী দলের ব্যাটার হিসেবে অজিভূমে একটি টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা (8) হাঁকানোর নজির গড়লেন নীতীশ রেড্ডি ৷ এদিন শতরান পূর্ণ করার পথে একটিই ছক্কা হাঁকিয়ে রেকর্ডে নাম তুলে নেন ভারতীয় ব্যাটার ৷ অবশ্য মাইকেল ভন এবং ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক তিনি ৷

আরও পড়ুন:

মেলবোর্ন, 28 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার 474 রানের জবাবে তখন 191 রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷ এরপর তৃতীয়দিন মেলবোর্নে এন্ট্রি নেন নীতীশ কুমার রেড্ডি ৷ অজি বোলারদের দাপট থামিয়ে তখন লোয়ার মিডল-অর্ডার কোনও ব্য়াটার শতরান হাঁকিয়ে ভারতকে ম্য়াচে ফেরাবেন, সেটা অলীক স্বপ্ন ৷ সেই অলীক স্বপ্নকেই এদিন বাস্তব রূপ দিলেন নীতীশ ৷ ওয়াশিংটন সুন্দরের সঙ্গে প্রথমে মহামূল্যবান জুটি বেঁধে দলকে ম্য়াচে ফেরানো, এরপর প্রথম টেস্ট শতরান পূর্ণ করে মেলবোর্নে এদিন নায়ক অন্ধ্রের ব্যাটার ৷

দিনের শেষে 105 রানে অপরাজিত নীতীশ ৷ অষ্টম উইকেটে নীতীশ-ওয়াশিংটন জুটিতে এল 127 রান ৷ মাত্র 21 বছর 214 দিনে মেলবোর্নে শতরান হাঁকিয়ে তো নজির গড়লেনই, এছাড়াও মেলবোর্নে এদিন একাধিক কীর্তি গড়ে ফেললেন বাহুবলী'র কায়দায় শতরান উদযাপন করা ভারতীয় ব্যাটার ৷ একনজরে কোন কোন নজির গড়লেন নীতীশ:

  1. তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় শতরান: মাত্র 21 বছর 214 দিন বয়সে শতরান হাঁকিয়ে রেকর্ডবুকে নাম তুললেন নীতীশ ৷ সচিন তেন্ডুলকর এবং ঋষভ পন্তের পর তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করলেন তিনি ৷ 1992 সালে মাত্র 18 বছর 253 দিন বয়সে সিডনিতে শতরান এসেছিল মাস্টার-ব্লাস্টারের ব্য়াটে ৷ দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে 2019 সালে পন্ত সিডনিতেই শতরান করেছিলেন 21 বছর 91 দিন বয়সে ৷
  2. আটে ব্য়াট করতে নেমে শতরান হাঁকানো প্রথম ভারতীয়: মেলবোর্নে এদিন 171 বলে শতরান পূর্ণ করেন নীতীশ ৷ সেইসঙ্গে আট বা তার নীচে ব্য়াট করতে নামা প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় তিন অঙ্কের রান করলেন তিনি ৷
  3. অস্ট্রেলিয়ায় অষ্টম উইকেটে দ্বিতীয় সর্বাধিক রান: ওয়াশিংটন সুন্দরকে নিয়ে অষ্টম উইকেটে এদিন 127 রান যোগ করেন নীতীশ রেড্ডি ৷ যা অস্ট্রেলিয়ার মাটিতে অষ্টম উইকেটে ভারতের দ্বিতীয় সর্বাধিক রান ৷ মাত্র দু'রানের জন্য সচিন তেন্ডুলকর এবং হরভজন সিংয়ের রেকর্ড এদিন ছুঁতে ব্যর্থ হন দু'জনে ৷
  4. সফরকারী ব্যাটার হিসেবে সর্বাধিক ছক্কা: সফরকারী দলের ব্যাটার হিসেবে অজিভূমে একটি টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা (8) হাঁকানোর নজির গড়লেন নীতীশ রেড্ডি ৷ এদিন শতরান পূর্ণ করার পথে একটিই ছক্কা হাঁকিয়ে রেকর্ডে নাম তুলে নেন ভারতীয় ব্যাটার ৷ অবশ্য মাইকেল ভন এবং ক্রিস গেইলের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক তিনি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.