ETV Bharat / sports

সাফল্য-ব্যর্থতা হেঁটেছে হাত ধরাধরি করে, চব্বিশে ভারতীয় ক্রীড়ার সালতামামি - YEARENDER 2024

সাফল্য এলেও 2024 প্য়ারিস অলিম্পিক্স ভারতকে হতাশাই বেশি উপহার দিয়েছে ৷ একনজরে ফেলে আসা বছরে দেশের খেলাধুলো ৷

SPORTS YEARENDER 2024
চব্বিশে ভারতীয় ক্রীড়ার সালতামামি (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : 14 hours ago

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: প্যারিস অলিম্পিক্স, টি-20 ক্রিকেট বিশ্বকাপ, দাবা বিশ্বচ্য়াম্পিয়নশিপ ৷ ফেলে আসা বছরে খেলাধুলোয় ভারতের সাফল্য এসেছে বেশ কিছু ৷ তেমনই বেশ কিছু ক্ষেত্রে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রীড়া ৷ সবমিলিয়ে সাফল্য-হতাশার মিশেলেই ফেলে আসা বছর কাটল ভারতীয় খেলাধুলার জন্য ৷ একনজরে দেখে নেওয়া যাক 2025 সালে ভারতীয় খেলাধুলোর উল্লেখযোগ্য সাফল্য-ব্যর্থতার খতিয়ান ৷

প্রথমেই চোখ বোলানো যাক সাফল্যে-

টি-20'তে বিশ্বজয়: 17 বছরের আগল ভেঙে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বকাপ ধরা দিল ভারতের জন্য ৷ বার্বাডোজে থ্রিলার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ ভারতের দেওয়া 177 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 169 রানে থেমে যায় প্রোটিয়াব্রিগেড ৷

INDIAN CRICKET TEAM WITH PM MODI
বিশ্বজয়ী ভারতীয় দল (ANI)

অলিম্পিক্সে ভারত জিতল ছ'টি পদক: একটি রুপো সহযোগে প্য়ারিস অলিম্পিক্সে ছ'টি পদক জিতল ভারত ৷ টোকিয়োয় জ্যাভলিন থ্রো'য়ে দেশকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া এবার জিতলেন রুপো ৷ জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন শুটার মনু ভাকের ৷ সিঙ্গলসের পাশাপাশি 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলসে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে পদক জিতলেন তিনি ৷ এছাড়া ব্রোঞ্জ জিতল পুরুষ হকি দল, কুস্তিতে পোডিয়াম ফিনিশ করলেন আমন শেরাওয়াত ৷ রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ এল স্বপ্নিল কুশালের হাত ধরে ৷

MANU BHAKER
মনু ভাকের (ANI)

'বুড়ো' বোপান্নার গ্র্যান্ড স্ল্যাম জয়: সার্বিকভাবে ভারতীয় টেনিসের জন্য বছরটা ভালো না-গেলেও বুড়ো হাড়ে ভেলকি দেখালেন রোহন বোপান্না ৷ নজির গড়ে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস জিতলেন তেতাল্লিশের বোপান্না ৷ সেইসঙ্গে সবচেয়ে প্রবীণ প্লেয়ার হিসেবে গ্র্য়ান্ড স্ল্যাম জয়ের নজির গড়লেন তিনি ৷

প্যারালিম্পিক্সে ভারতের জয়জয়কার: সাতটি সোনা-সহ সর্বমোট 29টি পদক জিতে প্যারিসে প্য়ারালিম্পিক্সের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স তুলে ধরল ভারত ৷ প্য়ারিসে ন'টি রুপো ও 13টি ব্রোঞ্জ জিতল তাঁরা ৷ দেশের সর্বকনিষ্ঠ হিসেবে পদক জিতলেন 17 বছরের তিরন্দাজ শীতল দেবী ৷ পদক ধরে রাখলেন রাইফেল শুটার অবনী লেখারা, জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল ৷

avani lekhara
অবনী লেখারা (ANI)

প্য়াডলারদের অনন্য কীর্তি: কাজাখস্তানে এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় মহিলা দলের ৷ প্রথমবার এই প্রতিযোগিতায় দেশকে পদক এনে দিলেন মণিকা বাত্রা, সৃজা আকুলা, ঐহিকা মুখোপাধ্যায়, সুতীর্থা মুখোপাধ্যায়, দিয়া চিতালে ৷

দাবায় বিশ্বজয় গুকেশের: বছরের শেষে 64 খোপের লড়াইয়ে বিশ্বসেরা হলেন তামিলনাড়ুর ডোম্মারাজু গুকেশ ৷ কনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন বছর আঠারোর ছেলে ৷ চিনের ডিং লিরেনকে 14তম রাউন্ডে এসে পরাস্ত করেন গুকেশ ৷

D GUKESH WITH PM MODI
প্রধানমন্ত্রী সাক্ষাতে গুকেশ (ANI)

একনজরে ব্যর্থতা-

অলিম্পিক্সে এল না আশানরূপ সাফল্য: ছ'টি পদক এল বটে ৷ তবে অলিম্পিক্সে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ ভারতীয় দল ৷ প্যারিসে কোনও সোনা জিততে না-পারা ভারত পদক তালিকায় শেষ করল 71 নম্বরে ৷ অথচ টোকিয়ো অলিম্পিক্সে 48তম স্থানে শেষ করেছিল তাঁরা ৷ প্যারিসে ছ'টি ক্ষেত্রে চতুর্থস্থানে শেষ করল ভারত ৷ এর মধ্যে রয়েছে কুস্তিতে ফাইনালে পৌঁছেও ভিনেশ ফোগতের অযোগ্য ঘোষিত হওয়ার বেদনাও ৷

মহিলা বিশ্বকাপে অকাল বিদায়: ফেলে আসা বছরে মহিলা টি-20 বিশ্বকাপ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ কিন্তু 2016 সালের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় হরমনপ্রীত কৌর ব্রিগেড ৷

ব্যর্থ ভারতীয় ফুটবল দল: ছ'ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে 2026 বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে ব্যর্থ ভারত ৷ শেষ ম্য়াচে কাতারের কাছে হেরে গ্রুপ-এ'তে তৃতীয়স্থানে শেষ করে তাঁরা ৷

আরও পড়ুন:

  • খেলিফ থেকে ফোগত, ফেলে আসা বছরে যে সকল বিতর্কের আঁচ লেগেছে খেলাধুলোয়

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: প্যারিস অলিম্পিক্স, টি-20 ক্রিকেট বিশ্বকাপ, দাবা বিশ্বচ্য়াম্পিয়নশিপ ৷ ফেলে আসা বছরে খেলাধুলোয় ভারতের সাফল্য এসেছে বেশ কিছু ৷ তেমনই বেশ কিছু ক্ষেত্রে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রীড়া ৷ সবমিলিয়ে সাফল্য-হতাশার মিশেলেই ফেলে আসা বছর কাটল ভারতীয় খেলাধুলার জন্য ৷ একনজরে দেখে নেওয়া যাক 2025 সালে ভারতীয় খেলাধুলোর উল্লেখযোগ্য সাফল্য-ব্যর্থতার খতিয়ান ৷

প্রথমেই চোখ বোলানো যাক সাফল্যে-

টি-20'তে বিশ্বজয়: 17 বছরের আগল ভেঙে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বকাপ ধরা দিল ভারতের জন্য ৷ বার্বাডোজে থ্রিলার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ ভারতের দেওয়া 177 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 169 রানে থেমে যায় প্রোটিয়াব্রিগেড ৷

INDIAN CRICKET TEAM WITH PM MODI
বিশ্বজয়ী ভারতীয় দল (ANI)

অলিম্পিক্সে ভারত জিতল ছ'টি পদক: একটি রুপো সহযোগে প্য়ারিস অলিম্পিক্সে ছ'টি পদক জিতল ভারত ৷ টোকিয়োয় জ্যাভলিন থ্রো'য়ে দেশকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া এবার জিতলেন রুপো ৷ জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন শুটার মনু ভাকের ৷ সিঙ্গলসের পাশাপাশি 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলসে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে পদক জিতলেন তিনি ৷ এছাড়া ব্রোঞ্জ জিতল পুরুষ হকি দল, কুস্তিতে পোডিয়াম ফিনিশ করলেন আমন শেরাওয়াত ৷ রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ এল স্বপ্নিল কুশালের হাত ধরে ৷

MANU BHAKER
মনু ভাকের (ANI)

'বুড়ো' বোপান্নার গ্র্যান্ড স্ল্যাম জয়: সার্বিকভাবে ভারতীয় টেনিসের জন্য বছরটা ভালো না-গেলেও বুড়ো হাড়ে ভেলকি দেখালেন রোহন বোপান্না ৷ নজির গড়ে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস জিতলেন তেতাল্লিশের বোপান্না ৷ সেইসঙ্গে সবচেয়ে প্রবীণ প্লেয়ার হিসেবে গ্র্য়ান্ড স্ল্যাম জয়ের নজির গড়লেন তিনি ৷

প্যারালিম্পিক্সে ভারতের জয়জয়কার: সাতটি সোনা-সহ সর্বমোট 29টি পদক জিতে প্যারিসে প্য়ারালিম্পিক্সের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স তুলে ধরল ভারত ৷ প্য়ারিসে ন'টি রুপো ও 13টি ব্রোঞ্জ জিতল তাঁরা ৷ দেশের সর্বকনিষ্ঠ হিসেবে পদক জিতলেন 17 বছরের তিরন্দাজ শীতল দেবী ৷ পদক ধরে রাখলেন রাইফেল শুটার অবনী লেখারা, জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল ৷

avani lekhara
অবনী লেখারা (ANI)

প্য়াডলারদের অনন্য কীর্তি: কাজাখস্তানে এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় মহিলা দলের ৷ প্রথমবার এই প্রতিযোগিতায় দেশকে পদক এনে দিলেন মণিকা বাত্রা, সৃজা আকুলা, ঐহিকা মুখোপাধ্যায়, সুতীর্থা মুখোপাধ্যায়, দিয়া চিতালে ৷

দাবায় বিশ্বজয় গুকেশের: বছরের শেষে 64 খোপের লড়াইয়ে বিশ্বসেরা হলেন তামিলনাড়ুর ডোম্মারাজু গুকেশ ৷ কনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন বছর আঠারোর ছেলে ৷ চিনের ডিং লিরেনকে 14তম রাউন্ডে এসে পরাস্ত করেন গুকেশ ৷

D GUKESH WITH PM MODI
প্রধানমন্ত্রী সাক্ষাতে গুকেশ (ANI)

একনজরে ব্যর্থতা-

অলিম্পিক্সে এল না আশানরূপ সাফল্য: ছ'টি পদক এল বটে ৷ তবে অলিম্পিক্সে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ ভারতীয় দল ৷ প্যারিসে কোনও সোনা জিততে না-পারা ভারত পদক তালিকায় শেষ করল 71 নম্বরে ৷ অথচ টোকিয়ো অলিম্পিক্সে 48তম স্থানে শেষ করেছিল তাঁরা ৷ প্যারিসে ছ'টি ক্ষেত্রে চতুর্থস্থানে শেষ করল ভারত ৷ এর মধ্যে রয়েছে কুস্তিতে ফাইনালে পৌঁছেও ভিনেশ ফোগতের অযোগ্য ঘোষিত হওয়ার বেদনাও ৷

মহিলা বিশ্বকাপে অকাল বিদায়: ফেলে আসা বছরে মহিলা টি-20 বিশ্বকাপ ঘিরে আশায় বুক বেঁধেছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ কিন্তু 2016 সালের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় হরমনপ্রীত কৌর ব্রিগেড ৷

ব্যর্থ ভারতীয় ফুটবল দল: ছ'ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে 2026 বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছতে ব্যর্থ ভারত ৷ শেষ ম্য়াচে কাতারের কাছে হেরে গ্রুপ-এ'তে তৃতীয়স্থানে শেষ করে তাঁরা ৷

আরও পড়ুন:

  • খেলিফ থেকে ফোগত, ফেলে আসা বছরে যে সকল বিতর্কের আঁচ লেগেছে খেলাধুলোয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.