কলকাতা, 18 জুন: সাদা কালো জার্সি ছেড়ে নতুন মরশুমে লাল-হলুদে ডেভিড। গত মরশুমের মাঝামাঝি সময় থেকে ইস্টবেঙ্গলে ডেভিডের যোগদানের খবর রটেছিল। নতুন মরশুমে সেই খবর বাস্তবের রূপ পেল। মঙ্গলবার ইস্টবেঙ্গল এফসি সরকারিভাবে মহামেডান স্পোর্টিং থেকে ডেভিডের যোগদানের খবর ঘোষণা করে। গত মরশুমে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিডকে দলে পেতে একাধিক ক্লাব আগ্রহী ছিল।
আই লিগ জিতে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করার পরে মহামেডান স্পোর্টিংও ডেভিডকে দলে রাখতে আগ্রহী ছিল। কিন্তু মিজোরামের স্ট্রাইকার ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। ক্লেইটন সিলভা, দিমিত্রিওস দিয়ামান্টাকোসের পাশে ভারতীয় স্ট্রাইকার হিসেবে ডেভিডের যোগদানে শক্তি বাড়ল ইস্টবেঙ্গল আক্রমণভাগের। কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, "ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর থেকেই ডেভিড আমার নজরে ছিল। আমাদের রিক্রুটাররা দীর্ঘদিন ধরে ওকে নেওয়ার জন্য পড়ে ছিল। ভবিষ্যতের কথা ভেবে ডেভিডকে আমাদের দলে নেওয়া হয়েছে ৷"