সিডনি, 2 জানুয়ারি: মেলবোর্ন টেস্টে হারের পর দলের বিশেষ করে ব্য়াটারদের পারফরম্য়ান্সে চরম অখুশি ছিলেন গৌতম গম্ভীর ৷ এমনকী সাজঘরে ক্রিকেটারদের নাকি বকাবকিও করেন টিম ইন্ডিয়ার হেডস্যর ৷ সিডনি টেস্টের আগে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর নিজেই ৷ জানালেন ড্রেসিংরুমের বিষয়ে সংবাদমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তা সত্যি নয় ৷
এমনকী ড্রেসিংরুমে কোচ-ক্রিকেটারদের মধ্যে কী আলোচনা হচ্ছে, সেটা ড্রেসিংরুমের মধ্যেই থাকা উচিত বলে জানান তিনি ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মেলবোর্ন টেস্টের পর দলের ব্য়াটিং পারফরম্যান্স নিয়ে অখুশি গম্ভীর ড্রেসিংরুমে নিজের হতাশা গোপন করেননি ৷ যদিও ক্রিকেটারদের সামনে ধৈর্য্য হারানোর বিষয়টি সম্পর্কে গম্ভীর এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "সমস্ত কিছুই নিয়ন্ত্রণে রয়েছে ৷"
গম্ভীরের কথায়, "ওইসব ঘটনার কোনও সত্যতা নেই ৷ এগুলো সবই সংবাদমাধ্যমের রিপোর্ট ৷ আর আমার মনে হয় না কোনও রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমার উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে ৷ আর সত্যি বলতে সেখানে কিছু প্রয়োজনীয় কথাবার্তা হয়েছিল ৷ এটুকুই আমি বলতে পারি ৷ এক্ষেত্রে সততা খুব প্রয়োজন ৷ কোনও কিছু পেতে গেলে সততা বজায় রাখাটা খুব জরুরি ৷"
Gautam Gambhir in the Press Conference. pic.twitter.com/FQyHYn3fg8
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 2, 2025
পাশাপাশি সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার সিডনি একাদশে রোহিতের থাকার বিযয়টিও নিশ্চিত করেননি কোচ ৷ তিনি জানান, পিচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এরই মধ্যে রিপোর্ট যে, রোহিত নাকি নিজেই সরে দাঁড়িয়েছেন সিডনি টেস্ট থেকে ৷ পরিবর্তে ভারতীয় একাদশে ঢুকছেন শুভমন গিল ৷
সেক্ষেত্রে সিডনিতে জসপ্রীত বুমরা ফের ভারতকে নেতৃত্ব দেবেন বলে রিপোর্টে প্রকাশ ৷ উল্লেখ্য মেলবোর্ন টেস্টে 184 রানে হেরে বর্ডার-গাভাসকর ট্রফিতে 1-2 ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত ৷ যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিরিখে ভারতকে অনেকটাই পিছিয়ে দিয়েছে ৷ যেটুকু আশা রয়েছে, তাতে সিডনি টেস্টে ভারতের জয় আবশ্যক ৷ পাশাপাশি বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতেও শেষ টেস্টে জয় জরুরি ৷