ETV Bharat / sports

বিতর্কের অবসান, খেলরত্ন পাচ্ছেন মনু ভাকের; তালিকায় আরও তিন - KHEL RATNA AWARD

স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে একটি অলিম্পিকে জোড়া পদক জিতেছেন মনু ৷ বিতর্কের আঁধার সরিয়ে প্য়ারিসে তাঁর কীর্তির উপহার পেলেন শুটার ৷

MANU BHAKER
মনু ভাকের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 2, 2025, 3:02 PM IST

Updated : Jan 2, 2025, 3:37 PM IST

নয়াদিল্লি, 2 জানুয়ারি: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের খেলরত্ন পুরস্কারের মনোনয়ন থেকে বঞ্চিত ৷ দিনকয়েক আগে এমন একটি রিপোর্টে উত্তাল হয়েছিল দেশের ক্রীড়ামহল ৷ ঘটনায় হতাশা প্রকাশ করেছিলেন পিস্তল শুটারের বাবা রামকিষাণ ভাকের ৷ শেষমেশ আসরে নেমে মনু ভাকের জানিয়েছিলেন, তাঁর তরফেই আবেদন প্রক্রিয়ায় ভুলচুক হয়েছিল ৷ অবশেষে সব বিতর্কের অবসান ৷ মনু ভাকের-সহ দেশের চার অ্য়াথলিটকে চলতি বছর ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ আগামী 17 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হবেন চার কৃতী ৷ মনু ছাড়াও খেলরত্ন পাচ্ছেন দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ ৷ অলিম্পিক্স হকিতে ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়া অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার ৷ ক্রীড়ামন্ত্রকের বিবৃতি বলছে, "জয়ীরা আগামী 17 জানুয়ারি বেলা 11টায় রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত হবেন ৷"

খেলরত্নের পাশাপাশি 32জন অর্জুন পুরস্কার প্রাপক এবং তিনজন দ্রোণাচার্য পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করা হয়েছে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় বাইশ গজ থেকে কারও নাম নেই পুরস্কার প্রাপকদের তালিকায় ৷ অ্য়াথলিট জ্য়োতি ইয়ারাজি, শুটার সরবজোৎ জিং, দাবাড়ু বন্তিকা আগরওয়াল, হকি প্লেয়ার সুখজিৎ সিং-সহ আরও 28 জন এবার অর্জুন পুরস্কারে সম্মানিত হচ্ছেন ৷ দ্রোণাচার্য পাচ্ছেন প্য়ারা শুটিং কোচ সুভাষ রানা, শুটিং কোচ দীপালি দেশপাণ্ডে এবং হকি কোচ সন্দীপ সাঙ্গুয়ান ৷ লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার যাচ্ছে প্রাক্তন ফুটবল কোচ আর্মান্দো কোলাসো এবং ব্যাডমিন্টন কোচ এস মুরলিধরনের ঝুলিতে ৷

একনজরে চার খেলরত্ন প্রাপকের কৃতিত্ব:

  1. মনু ভাকের: স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে একটি অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু ভাকের ৷ 2024 প্য়ারিস অলিম্পিক্সে 10 মিটার এয়ার পিস্তল সিঙ্গলসের পাশাপাশি সরবজোৎ সিংকে নিয়ে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু ৷
  2. ডি গুকেশ: ডিসেম্বরে কনিষ্ঠ হিসেবে ক্লাসিক্যাল দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন তামিলনাড়ুর ডোম্মারাজু গুকেশ ৷
  3. হরমনপ্রীত সিং: চলতি বছর অলিম্পিক্সে ভারতীয় হকি দলকে ব্রোঞ্জ জয়ে নেতৃত্ব দেন হরমনপ্রীত সিং ৷ টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷
  4. প্রবীণ কুমার: প্যারিস প্যারালিম্পিক্সে টি-64 ক্য়াটেগরিতে সোনা জেতেন হাই-জাম্পার প্রবীণ কুমার ৷ টোকিয়োয় রুপো জিতেছিলেন উত্তরপ্রদেশের প্যারা-অ্যাথলিট ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 2 জানুয়ারি: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের খেলরত্ন পুরস্কারের মনোনয়ন থেকে বঞ্চিত ৷ দিনকয়েক আগে এমন একটি রিপোর্টে উত্তাল হয়েছিল দেশের ক্রীড়ামহল ৷ ঘটনায় হতাশা প্রকাশ করেছিলেন পিস্তল শুটারের বাবা রামকিষাণ ভাকের ৷ শেষমেশ আসরে নেমে মনু ভাকের জানিয়েছিলেন, তাঁর তরফেই আবেদন প্রক্রিয়ায় ভুলচুক হয়েছিল ৷ অবশেষে সব বিতর্কের অবসান ৷ মনু ভাকের-সহ দেশের চার অ্য়াথলিটকে চলতি বছর ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ আগামী 17 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হবেন চার কৃতী ৷ মনু ছাড়াও খেলরত্ন পাচ্ছেন দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ ৷ অলিম্পিক্স হকিতে ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়া অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার ৷ ক্রীড়ামন্ত্রকের বিবৃতি বলছে, "জয়ীরা আগামী 17 জানুয়ারি বেলা 11টায় রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত হবেন ৷"

খেলরত্নের পাশাপাশি 32জন অর্জুন পুরস্কার প্রাপক এবং তিনজন দ্রোণাচার্য পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করা হয়েছে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় বাইশ গজ থেকে কারও নাম নেই পুরস্কার প্রাপকদের তালিকায় ৷ অ্য়াথলিট জ্য়োতি ইয়ারাজি, শুটার সরবজোৎ জিং, দাবাড়ু বন্তিকা আগরওয়াল, হকি প্লেয়ার সুখজিৎ সিং-সহ আরও 28 জন এবার অর্জুন পুরস্কারে সম্মানিত হচ্ছেন ৷ দ্রোণাচার্য পাচ্ছেন প্য়ারা শুটিং কোচ সুভাষ রানা, শুটিং কোচ দীপালি দেশপাণ্ডে এবং হকি কোচ সন্দীপ সাঙ্গুয়ান ৷ লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার যাচ্ছে প্রাক্তন ফুটবল কোচ আর্মান্দো কোলাসো এবং ব্যাডমিন্টন কোচ এস মুরলিধরনের ঝুলিতে ৷

একনজরে চার খেলরত্ন প্রাপকের কৃতিত্ব:

  1. মনু ভাকের: স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে একটি অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু ভাকের ৷ 2024 প্য়ারিস অলিম্পিক্সে 10 মিটার এয়ার পিস্তল সিঙ্গলসের পাশাপাশি সরবজোৎ সিংকে নিয়ে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু ৷
  2. ডি গুকেশ: ডিসেম্বরে কনিষ্ঠ হিসেবে ক্লাসিক্যাল দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন তামিলনাড়ুর ডোম্মারাজু গুকেশ ৷
  3. হরমনপ্রীত সিং: চলতি বছর অলিম্পিক্সে ভারতীয় হকি দলকে ব্রোঞ্জ জয়ে নেতৃত্ব দেন হরমনপ্রীত সিং ৷ টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷
  4. প্রবীণ কুমার: প্যারিস প্যারালিম্পিক্সে টি-64 ক্য়াটেগরিতে সোনা জেতেন হাই-জাম্পার প্রবীণ কুমার ৷ টোকিয়োয় রুপো জিতেছিলেন উত্তরপ্রদেশের প্যারা-অ্যাথলিট ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 2, 2025, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.