নয়াদিল্লি, 2 জানুয়ারি: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকের খেলরত্ন পুরস্কারের মনোনয়ন থেকে বঞ্চিত ৷ দিনকয়েক আগে এমন একটি রিপোর্টে উত্তাল হয়েছিল দেশের ক্রীড়ামহল ৷ ঘটনায় হতাশা প্রকাশ করেছিলেন পিস্তল শুটারের বাবা রামকিষাণ ভাকের ৷ শেষমেশ আসরে নেমে মনু ভাকের জানিয়েছিলেন, তাঁর তরফেই আবেদন প্রক্রিয়ায় ভুলচুক হয়েছিল ৷ অবশেষে সব বিতর্কের অবসান ৷ মনু ভাকের-সহ দেশের চার অ্য়াথলিটকে চলতি বছর ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ আগামী 17 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হবেন চার কৃতী ৷ মনু ছাড়াও খেলরত্ন পাচ্ছেন দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ ৷ অলিম্পিক্স হকিতে ভারতকে ব্রোঞ্জ এনে দেওয়া অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার ৷ ক্রীড়ামন্ত্রকের বিবৃতি বলছে, "জয়ীরা আগামী 17 জানুয়ারি বেলা 11টায় রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত হবেন ৷"
Ministry of Youth Affairs and Sports announces the Khel Ratna Award for Olympic double medalist Manu Bhaker, Chess World Champion Gukesh D, Hockey team Captain Harmanpreet Singh, and Paralympic Gold medallist Praveen Kumar. pic.twitter.com/VD54E0EtEk
— ANI (@ANI) January 2, 2025
খেলরত্নের পাশাপাশি 32জন অর্জুন পুরস্কার প্রাপক এবং তিনজন দ্রোণাচার্য পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করা হয়েছে ক্রীড়ামন্ত্রকের তরফে ৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় বাইশ গজ থেকে কারও নাম নেই পুরস্কার প্রাপকদের তালিকায় ৷ অ্য়াথলিট জ্য়োতি ইয়ারাজি, শুটার সরবজোৎ জিং, দাবাড়ু বন্তিকা আগরওয়াল, হকি প্লেয়ার সুখজিৎ সিং-সহ আরও 28 জন এবার অর্জুন পুরস্কারে সম্মানিত হচ্ছেন ৷ দ্রোণাচার্য পাচ্ছেন প্য়ারা শুটিং কোচ সুভাষ রানা, শুটিং কোচ দীপালি দেশপাণ্ডে এবং হকি কোচ সন্দীপ সাঙ্গুয়ান ৷ লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কার যাচ্ছে প্রাক্তন ফুটবল কোচ আর্মান্দো কোলাসো এবং ব্যাডমিন্টন কোচ এস মুরলিধরনের ঝুলিতে ৷
একনজরে চার খেলরত্ন প্রাপকের কৃতিত্ব:
- মনু ভাকের: স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে একটি অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন মনু ভাকের ৷ 2024 প্য়ারিস অলিম্পিক্সে 10 মিটার এয়ার পিস্তল সিঙ্গলসের পাশাপাশি সরবজোৎ সিংকে নিয়ে 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মনু ৷
- ডি গুকেশ: ডিসেম্বরে কনিষ্ঠ হিসেবে ক্লাসিক্যাল দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন তামিলনাড়ুর ডোম্মারাজু গুকেশ ৷
- হরমনপ্রীত সিং: চলতি বছর অলিম্পিক্সে ভারতীয় হকি দলকে ব্রোঞ্জ জয়ে নেতৃত্ব দেন হরমনপ্রীত সিং ৷ টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী দলের সদস্য ছিলেন তিনি ৷
- প্রবীণ কুমার: প্যারিস প্যারালিম্পিক্সে টি-64 ক্য়াটেগরিতে সোনা জেতেন হাই-জাম্পার প্রবীণ কুমার ৷ টোকিয়োয় রুপো জিতেছিলেন উত্তরপ্রদেশের প্যারা-অ্যাথলিট ৷