ETV Bharat / sports

ফুটবলারদের সরকারি চাকরি, সন্তোষজয়ী বাংলা দলকে 50 লক্ষ টাকা পুরস্কার মমতার - BENGAL WIN SANTOSH TROPHY

সন্তোষজয়ী বাংলা ফুটবলারদের জন্য মুক্তহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নে এদিন রবি হাঁসদা, চাকু মাণ্ডিদের সঙ্গে দেখা করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷

MAMATA BANERJEE MEETS BENGAL TEAM
মুখ্যমন্ত্রী সাক্ষাতে বাংলা দল (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 2, 2025, 7:33 PM IST

Updated : Jan 2, 2025, 7:45 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: আগেই অভিনন্দন জানিয়েছিলেন সোশাল মিডিয়ায় ৷ বৃহস্পতিবার বাংলা দলের সঙ্গে নবান্ন সভাঘরে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার হায়দরাবাদে 33 বারের জন্য সন্তোষ জিতে বুধে কলকাতায় পা রেখেছে সঞ্জয় সেনের ছেলেরা ৷ এদিন নবান্নে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা দেওয়া হল রবি হাঁসদা, চাকু মাণ্ডিদের ৷ বাংলা দলকে 50 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করা হয় সেখানে ৷

শুধু কি তাই? বাংলাকে ভারতসেরা করা সকল ফুটবলারের সরকারি চাকরির ঘোষণা এদিন করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন, সন্তোষজয়ী টিমের সদস্যদের ক্রীড়া দফতরে একটা চাকরি দেওয়ার জন্য। ফুটবলারদের সঙ্গে এদিন নবান্নে মুখ্যমন্ত্রী সাক্ষাতে এসেছিলেন দলের কোচ সঞ্জয় সেন-সহ আইএফএ'র উচ্চপদস্থ আধিকারিকরা ৷ ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত।

মুখ্যমন্ত্রী বলেন, "কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে যে দল আজ ভারতসেরা হয়েছে তাঁদের শুভেচ্ছা জানাই। এই ছেলেরাই আগামিদিনে বিশ্বসেরা হবে। এদের যদি ভালো করে প্রশিক্ষণ, খাবারদাবার, প্রয়োজনীয় পরিকাঠামো দেওয়া যায় এরা আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের সম্মান এনে দিতে পারে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "এদের মধ্যে এনার্জি আছে, বোল্ডনেস আছে, সিনসিয়ারিটি আছে। যেহেতু বেশিরভাগ গ্রামের ছেলে। তাই পিছুটান কম। তবে এদের একটু অর্থনৈতিক পিছুটান রয়েছে আমি জানি।"

এরপরেই মনোতোষ, নরহরিদের জন্য মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করতে বলেন ক্রীড়ামন্ত্রীকে ৷ তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট করে বলেন, "এরা চাকরি করবেন এটা ঠিক, তবে এদের মূল কাজ হবে খেলাধুলো করা। তার জন্য সরকারের তরফ থেকে স্পেশাল প্রভিশন রাখা হচ্ছে। ওরা যেখানে খেলবে সেটাই ওদের অ্যাটেনডেন্সের জায়গা।"

মমতার কথায়, "এই ট্রফিটা শুধু একটা ট্রফি নয়। এটা বাংলার গর্ব। আমি মনে করি আপনারা বিশ্বের হয়ে খেলবেন এমন দিন দূরে নয়। তবে এর জন্য সঠিক প্রশিক্ষণ খাওয়া-দাওয়া আর বাড়ির লোকেদের জন্য চিন্তা না-হওয়ার একটা পরিবেশ দরকার। সেই কারণেই সরকার আপনাদের পাশে আছে।"

আরও পড়ুন:

কলকাতা, 2 জানুয়ারি: আগেই অভিনন্দন জানিয়েছিলেন সোশাল মিডিয়ায় ৷ বৃহস্পতিবার বাংলা দলের সঙ্গে নবান্ন সভাঘরে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার হায়দরাবাদে 33 বারের জন্য সন্তোষ জিতে বুধে কলকাতায় পা রেখেছে সঞ্জয় সেনের ছেলেরা ৷ এদিন নবান্নে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা দেওয়া হল রবি হাঁসদা, চাকু মাণ্ডিদের ৷ বাংলা দলকে 50 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করা হয় সেখানে ৷

শুধু কি তাই? বাংলাকে ভারতসেরা করা সকল ফুটবলারের সরকারি চাকরির ঘোষণা এদিন করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন, সন্তোষজয়ী টিমের সদস্যদের ক্রীড়া দফতরে একটা চাকরি দেওয়ার জন্য। ফুটবলারদের সঙ্গে এদিন নবান্নে মুখ্যমন্ত্রী সাক্ষাতে এসেছিলেন দলের কোচ সঞ্জয় সেন-সহ আইএফএ'র উচ্চপদস্থ আধিকারিকরা ৷ ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত।

মুখ্যমন্ত্রী বলেন, "কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে যে দল আজ ভারতসেরা হয়েছে তাঁদের শুভেচ্ছা জানাই। এই ছেলেরাই আগামিদিনে বিশ্বসেরা হবে। এদের যদি ভালো করে প্রশিক্ষণ, খাবারদাবার, প্রয়োজনীয় পরিকাঠামো দেওয়া যায় এরা আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের সম্মান এনে দিতে পারে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "এদের মধ্যে এনার্জি আছে, বোল্ডনেস আছে, সিনসিয়ারিটি আছে। যেহেতু বেশিরভাগ গ্রামের ছেলে। তাই পিছুটান কম। তবে এদের একটু অর্থনৈতিক পিছুটান রয়েছে আমি জানি।"

এরপরেই মনোতোষ, নরহরিদের জন্য মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করতে বলেন ক্রীড়ামন্ত্রীকে ৷ তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট করে বলেন, "এরা চাকরি করবেন এটা ঠিক, তবে এদের মূল কাজ হবে খেলাধুলো করা। তার জন্য সরকারের তরফ থেকে স্পেশাল প্রভিশন রাখা হচ্ছে। ওরা যেখানে খেলবে সেটাই ওদের অ্যাটেনডেন্সের জায়গা।"

মমতার কথায়, "এই ট্রফিটা শুধু একটা ট্রফি নয়। এটা বাংলার গর্ব। আমি মনে করি আপনারা বিশ্বের হয়ে খেলবেন এমন দিন দূরে নয়। তবে এর জন্য সঠিক প্রশিক্ষণ খাওয়া-দাওয়া আর বাড়ির লোকেদের জন্য চিন্তা না-হওয়ার একটা পরিবেশ দরকার। সেই কারণেই সরকার আপনাদের পাশে আছে।"

আরও পড়ুন:

Last Updated : Jan 2, 2025, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.