সিডনি, 2 জানুয়ারি: মেলবোর্ন টেস্টের পর থেকে যে জল্পনাটা একটু একটু করে দানা বাঁধছিল, সেটাই সম্ভবত সত্যি হতে চলেছে শুক্রবার ৷ সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা ৷ পরিবর্তে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট অর্থাৎ পিঙ্ক টেস্টে ভারতের নেতৃত্বে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট তেমনটাই ৷
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সিডনি টেস্ট শুরু আগেই রোহিত শর্মা কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৷ রিপোর্টে প্রকাশ দু'জনেই রোহিতের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট সত্যি বলে ধরে নিলে মেলবোর্নেই সম্ভবত জীবনের শেষ আন্তর্জাতিক টেস্টটি খেলে ফেলেছেন ভারতের অধিনায়ক ৷ কারণ, খারাপ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে রোহিত শর্মার সাম্প্রতিক যে পরিসংখ্যান, তাতে মুম্বইকরকে আর টেস্ট স্কোয়াডে রাখার পক্ষপাতী নন নির্বাচকরা ৷ মেলবোর্ন টেস্টের পর টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে প্রকাশিত হয়েছিল একটি রিপোর্ট ৷
🚨 TEAM INDIA UPDATES FOR THE SYDNEY TEST MATCH. 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 2, 2025
- Rohit Sharma opted out.
- Jasprit Bumrah to captain.
- Shubman Gill to return.
- KL and Jaiswal to open (Express Sports). pic.twitter.com/w2bFN4F8PU
তারপর থেকেই মনে করা হচ্ছিল সিডনি টেস্টই সম্ভবত কেরিয়ারের শেষ পাঁচদিনের ম্য়াচ হতে চলেছে 'হিটম্যান' রোহিতের ৷ সম্ভাবনা ক্ষীণ হলেও ভারত যদি ডব্লিউটিসি ফাইনালে পৌঁছয়, সেক্ষেত্রে রোহিত নির্বাচকদের কাছে খেলার বিষয়ে আবেদন করতে পারেন বলেও জানানো হয় টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে ৷ কিন্তু সিডনির আগেই টেস্ট কেরিয়ারে যবনিকা পড়তে চলেছে রোহিতের ৷ অন্তত রিপোর্ট সেই কথাই বলছে ৷
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সিডনিতে রোহিত শর্মার পরিবর্তে একাদশে ফিরছেন শুভমন গিল ৷ তিন নম্বরে ব্য়াট করতে নামবেন পঞ্জাব ব্যাটার ৷ সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনে ফিরবেন কান্নুর লোকেশ রাহুল ৷ গত টেস্টে প্রবল সমালোচনার মুখে পড়া ঋষভ পন্ত সিডনির একাদশে থাকলেও আহত আকাশদীপের পরিবর্তে আসছেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷