হায়দরাবাদ, 2 জানুয়ারি: কমেডি, অ্যাকশন-হরর ছবি ছাড়াও টুইস্ট ও রোমাঞ্চে ভরপুর ছবির ঘরানার মজাই আলাদা ৷ সেই সিনেমা দেখার মজা কি, যেখানে আপনার টুইস্ট দেখে লোম খাঁড়া হবে না ৷ হলিউডে এমন ছবির তালিকা নেহাত কম নয় ৷ তবে বলিউডও কম যায় না ৷ 'অন্ধাধুন' বা 'কাহানি'র মতো ছবি দেখার পর তাজ্জব বনে গিয়েছিলেন দর্শকরা ৷
তালিকায় 'দৃশ্যম', 'বদলা' বা 'তলাশ' সিনেমাও রয়েছে ৷ এর বাইরে এমন কিছু ছবিও রয়েছে তা আপনি দেখে না থাকলে আজই রাখতে পারেন ওয়াচলিস্টে ৷
গেম ওভার- ছবিতে রয়েছেন তাপসী পান্নু ৷ তিনি একজন গেম ডিজাইনার ৷ কিন্তু তিনি অন্ধকারকে ভয় পান ৷ এরমধ্যেই শহরে একের পর এক খুন হতে থাকে ৷ যখন ভয় ও বাস্তব মুখোমুখি হয়, তখন টুইস্ট দেখে মাথা ঘুড়ে যাওয়ার জোগার ৷ এই ছবি আপনি দেখতে পাবেন নেটফ্লিক্সে ৷
চেহরে - রুমি জাফরি পরিচালিত অমিতাভ বচ্চন-ইমরান হাশমি অভিনীত এই ছবিতে টার্ন অ্যান্ড টুইস্ট চমকে দেওয়ার মতো ৷ সিনেমা ইউটিউব ও প্রাইম ভিডিয়োতে দেখে নিতে পারবেন ৷
দ্য স্টোনম্যান মার্ডাস- মণীশ গুপ্তা পরিচালিত এই ছবি মুক্তি পায় 2009 সালে ৷ প্রেক্ষাপটে উঠে আসে 8-এর দশকে বোম্বেতে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে ৷ একজন সাসপেন্ড পুলিশ অফিসার এর উত্তর খোঁজার চেষ্টা করেন ৷ কেকে মেনন, আরবাজ খান, রুকসার রেহমান অভিনীত ছবি একবার হলেও দেখা উচিত ৷
ফোবিয়া- রাধিকা আপ্তে অভিনীত এই ছবি দেখতে দেখতে চমকে উঠবেন ৷ কল্পনা ও বাস্তবের মিশেলে ছবির ভুলভুলাইয়ায় হারিয়ে যাবেন আপনিও ৷ থ্রিলার ও সাইকোলজিক্যাল বিষয় ছবির প্লট আরও জমিয়ে দিয়েছে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে রয়েছে এই সিনেমা ৷
অন্ধাধুন- আয়ুষ্মান খুরানা, টাবু, রাধিকা আপ্তে অভিনীত এই ছবি প্রত্যেক মুহূর্তে বদলায় প্লট ৷ কে ঠিক, কোথায় ঠিক, কতটা ঠিক তার বিচার করতে করতেই হাজির হয় ট্যুইস্ট ৷ শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবি অ্যামাজন প্রাইম ও জিফাইভে দেখতে পাবেন ৷