ETV Bharat / state

মালদার তৃণমূল নেতা খুনে পুলিশি ব্যর্থতা, এসপির উপর ক্ষুব্ধ মমতা - MAMATA ON TMC LEADER MURDER

বৃহস্পতিবার সকালে খুন হয়েছেন মালদার তৃণমূল নেতা ৷ এই ঘটনায় পুলিশকেই দায়ী করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্য: মুখ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 7:16 PM IST

Updated : Jan 2, 2025, 10:16 PM IST

কলকাতা ও মালদা 2 জানুয়ারি: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় পুলিশের ব্যর্থতাকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সরাসরি মালদার এসপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ বৃহস্পতিবার সকালে মালদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারের ৷ খুনের ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ । মালদায় এসে এমনটাই জানিয়েছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

এই ঘটনার পর এদিনই নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমার খুব পরিচিত একজন, আমার এক সহযোদ্ধা বাবলা সরকার, আজ খুন হয়েছেন ৷ পুলিশের গাফিলতিতে অবশ্যই ৷ কারণ, তাঁর সিকিউরিটি আগেই তুলে দেওয়া হয়েছিল ৷ তাঁর উপর আগেই আক্রমণ করা হয়েছিল ৷" এখানেই শেষ নয়, প্রশাসনিক বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের গাফিলতি নিয়ে সরব হতে দেখা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর দাবি এসপির অপদার্থতার কারণেই খুন হতে হল এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে ৷

মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনার পর সেখানে পৌঁছলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাবিনা ইয়াসমিন (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন বিকেলে কলকাতা থেকে হেলিকপ্টারে মালদা পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিন ৷ মালদায় নেমে তাঁরা নিহত নেতার বাসভবনে যান ৷ কথা বলেন তাঁর স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে ৷ সেখান থেকে তাঁরা মালদা মেডিক্যালে গিয়ে দুলাল সরকারের মৃতদেহে শ্রদ্ধা জানান ৷

এদিন ফিরহাদ সাংবাদিকদের বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ শীর্ষস্তরে বলেছেন তদন্ত করে যে দোষী, তাকে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ এক্ষেত্রে পুলিশ যেন কোনও গাফিলতি না করে, সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন ৷ আমি এখানে এসে পরিবারের সঙ্গে দেখা করেছি ৷ ময়নাতদন্ত হচ্ছে ৷ এভাবে তৃণমূল নেতাকে খুন করা, আমরা সহ্য করব না ৷"

পুর-নগরোন্নয়ন মন্ত্রী আরও বলেন, “এটা বড়সড় চক্রান্ত ৷ সেই নকশা কে করেছে সেটা পুলিশকে খুঁজে বের করতে হবে ৷ যে ছেলেটি মিষ্টিভাষী, অজাতশত্রু, মানুষের কাছে জনপ্রিয়, পরোপকারী, তাকে এভাবে খুন করার ঘটনা মানতে পারছি না ৷ যে বা যারা এসব করেছে, তাদের গ্রেফতার করতেই হবে ৷ মুখ্যমন্ত্রী ঘটনার প্রেক্ষিতে পুলিশকে যেমন দায়ী করেছেন, তেমনই রাজ্য পুলিশের ডিজিকে সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তবে এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হবে কি না, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন ৷ এই মুহূর্তে পুলিশ জানাল, এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে ৷ একজনের বাড়ি বিহারে ৷" এই ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "এটা একটা বাজে ঘটনা ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন ৷ যা যা নির্দেশ দেওয়ার দিয়েছেন ৷"

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝলঝলিয়া মাতাল মোড়ে আজ সকাল 10টা নাগাদ নিজের অফিস থেকে প্লাইউডের কারখানার দিকে যাচ্ছিলেন দুলাল সরকার ৷ সেই সময় দু'টি মোটরবাইকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় পিছন থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ৷ তৃণমূল নেতার মাথায় একাধিক গুলির আঘাত লেগেছিল খবর ৷ একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথার পিছন দিকে ৷ এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা তৃণমূল নেতাকে তাড়া করে একটি দোকানের ভিতরে ঢুকিয়ে গুলি চালিয়েছে ৷

কলকাতা ও মালদা 2 জানুয়ারি: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় পুলিশের ব্যর্থতাকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সরাসরি মালদার এসপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ বৃহস্পতিবার সকালে মালদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারের ৷ খুনের ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ । মালদায় এসে এমনটাই জানিয়েছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

এই ঘটনার পর এদিনই নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, "আমার খুব পরিচিত একজন, আমার এক সহযোদ্ধা বাবলা সরকার, আজ খুন হয়েছেন ৷ পুলিশের গাফিলতিতে অবশ্যই ৷ কারণ, তাঁর সিকিউরিটি আগেই তুলে দেওয়া হয়েছিল ৷ তাঁর উপর আগেই আক্রমণ করা হয়েছিল ৷" এখানেই শেষ নয়, প্রশাসনিক বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের গাফিলতি নিয়ে সরব হতে দেখা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর দাবি এসপির অপদার্থতার কারণেই খুন হতে হল এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে ৷

মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনার পর সেখানে পৌঁছলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাবিনা ইয়াসমিন (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন বিকেলে কলকাতা থেকে হেলিকপ্টারে মালদা পৌঁছন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিন ৷ মালদায় নেমে তাঁরা নিহত নেতার বাসভবনে যান ৷ কথা বলেন তাঁর স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে ৷ সেখান থেকে তাঁরা মালদা মেডিক্যালে গিয়ে দুলাল সরকারের মৃতদেহে শ্রদ্ধা জানান ৷

এদিন ফিরহাদ সাংবাদিকদের বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ শীর্ষস্তরে বলেছেন তদন্ত করে যে দোষী, তাকে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ এক্ষেত্রে পুলিশ যেন কোনও গাফিলতি না করে, সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন ৷ আমি এখানে এসে পরিবারের সঙ্গে দেখা করেছি ৷ ময়নাতদন্ত হচ্ছে ৷ এভাবে তৃণমূল নেতাকে খুন করা, আমরা সহ্য করব না ৷"

পুর-নগরোন্নয়ন মন্ত্রী আরও বলেন, “এটা বড়সড় চক্রান্ত ৷ সেই নকশা কে করেছে সেটা পুলিশকে খুঁজে বের করতে হবে ৷ যে ছেলেটি মিষ্টিভাষী, অজাতশত্রু, মানুষের কাছে জনপ্রিয়, পরোপকারী, তাকে এভাবে খুন করার ঘটনা মানতে পারছি না ৷ যে বা যারা এসব করেছে, তাদের গ্রেফতার করতেই হবে ৷ মুখ্যমন্ত্রী ঘটনার প্রেক্ষিতে পুলিশকে যেমন দায়ী করেছেন, তেমনই রাজ্য পুলিশের ডিজিকে সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তবে এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হবে কি না, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন ৷ এই মুহূর্তে পুলিশ জানাল, এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে ৷ একজনের বাড়ি বিহারে ৷" এই ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "এটা একটা বাজে ঘটনা ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন ৷ যা যা নির্দেশ দেওয়ার দিয়েছেন ৷"

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝলঝলিয়া মাতাল মোড়ে আজ সকাল 10টা নাগাদ নিজের অফিস থেকে প্লাইউডের কারখানার দিকে যাচ্ছিলেন দুলাল সরকার ৷ সেই সময় দু'টি মোটরবাইকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় পিছন থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ৷ তৃণমূল নেতার মাথায় একাধিক গুলির আঘাত লেগেছিল খবর ৷ একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথার পিছন দিকে ৷ এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা তৃণমূল নেতাকে তাড়া করে একটি দোকানের ভিতরে ঢুকিয়ে গুলি চালিয়েছে ৷

Last Updated : Jan 2, 2025, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.