ETV Bharat / sports

মরশুম শেষ হিজাজির, বল পায়ে ক্রেসপোর অনুশীলনে আশা লাল-হলুদে - EAST BENGAL

আশঙ্কা সত্যি করে বাকি মরশুম থেকে ছিটকে গেলেন হিজাজি ৷ বুধবার এক ঘোষণায় জানাল ইস্টবেঙ্গল ৷

SAUL CRESPO
অনুশীলনে ক্রেসপো (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 5, 2025, 6:11 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: আশঙ্কাই সত্যি হল ৷ বাকি মরশুম থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার হিজাজি মাহের ৷ বুধবার বিকেলে জর্ডান ডিফেন্ডারের ছিটকে যাওয়ার কথা অফিসিয়ালি ঘোষণা করা হয় ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ৷ শনিবার চেন্নাইয়িন এফসি ম্য়াচের আগে অবশ্য বল পায়ে অনুশীলন করছেন সল ক্রেসপো ৷ যা আশার আলো ইস্টবেঙ্গল শিবিরে ৷

ইস্টবেঙ্গলের তরফে সোশাল মিডিয়া পোস্টে এদিন লেখা হয়, "হাঁটুর চোটের কারণে বাকি মরশুম থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার হিজাজি মাহের ৷ আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷" মুম্বই ম্য়াচের আগে অনুশীলেন চোট পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন হিজাজি ৷ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাঁর আগের ম্য়াচে হেডে দুরন্ত গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি ৷ গত বছর সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হিজাজির ছিটকে যাওয়া নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা ৷

এমতাবস্থায় স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার সল ক্রেসপোর বল পায়ে অনুশীলনে ফেরা ভালো বিজ্ঞাপন ৷ শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ৷ পাশাপাশি মঙ্গলবার থেকে রিহ্যাব শুরু করেছেন ডিফেন্ডার আনোয়ার আলি ৷ অনুশীলনে শেষে তিনি বলেন, "রিহ্যাব শুরু করলাম, দ্রুত ফিট হওয়ার চেষ্টা করব ৷" বল পায়ে অনুশীলন শুরু করলেন সাইড-ব্যাক মহম্মদ রাকিপও। লিগের শেষ ল্যাপের আগে এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারদের ফিট হয়ে ওঠা বিকল্প বাড়িয়ে দিল অস্কার ব্রুজোঁর। লাল-হলুদ হেডস্যর যদি চান তাহলে ওয়েন কয়েলের দলের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে সল, রাকিপ দু’জনকেই দেখে নিতে পারেন।

প্রথম দফায় চেন্নাইয়ে গিয়ে 2-0 গোলে চেন্নাইয়িনকে হারিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। গত ম্যাচে ভাঙাচোরা দল নিয়ে মুম্বইকে আটকে দেন লালচুংনুঙ্গা, প্রভসুখন গিলরা ৷ দিমিত্রিয়স দিয়ামান্তাকোস যদি সুযোগ কাজে লাগাতে পারতেন তিন পয়েন্ট নিয়েই ফিরত লাল-হলুদ। এক পয়েন্ট পেয়ে অবশ্য লিগ তালিকায় উন্নতি হয়েছে কলকাতা জায়ান্টদের। এগারো থেকে দশম স্থানে উঠে এসেছে দল। শনিবার চেন্নাইয়িন ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেও তালিকায় দশ নম্বরেই থাকতে হবে ৷ তবে চাপ বাড়বে সুপার সিক্সের দৌড়ে থাকা বাকি দলগুলির।

আরও পড়ুন:

কলকাতা, 5 ফেব্রুয়ারি: আশঙ্কাই সত্যি হল ৷ বাকি মরশুম থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার হিজাজি মাহের ৷ বুধবার বিকেলে জর্ডান ডিফেন্ডারের ছিটকে যাওয়ার কথা অফিসিয়ালি ঘোষণা করা হয় ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ৷ শনিবার চেন্নাইয়িন এফসি ম্য়াচের আগে অবশ্য বল পায়ে অনুশীলন করছেন সল ক্রেসপো ৷ যা আশার আলো ইস্টবেঙ্গল শিবিরে ৷

ইস্টবেঙ্গলের তরফে সোশাল মিডিয়া পোস্টে এদিন লেখা হয়, "হাঁটুর চোটের কারণে বাকি মরশুম থেকে ছিটকে গেলেন ইস্টবেঙ্গল ডিফেন্ডার হিজাজি মাহের ৷ আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷" মুম্বই ম্য়াচের আগে অনুশীলেন চোট পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন হিজাজি ৷ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাঁর আগের ম্য়াচে হেডে দুরন্ত গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি ৷ গত বছর সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হিজাজির ছিটকে যাওয়া নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা ৷

এমতাবস্থায় স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার সল ক্রেসপোর বল পায়ে অনুশীলনে ফেরা ভালো বিজ্ঞাপন ৷ শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ৷ পাশাপাশি মঙ্গলবার থেকে রিহ্যাব শুরু করেছেন ডিফেন্ডার আনোয়ার আলি ৷ অনুশীলনে শেষে তিনি বলেন, "রিহ্যাব শুরু করলাম, দ্রুত ফিট হওয়ার চেষ্টা করব ৷" বল পায়ে অনুশীলন শুরু করলেন সাইড-ব্যাক মহম্মদ রাকিপও। লিগের শেষ ল্যাপের আগে এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারদের ফিট হয়ে ওঠা বিকল্প বাড়িয়ে দিল অস্কার ব্রুজোঁর। লাল-হলুদ হেডস্যর যদি চান তাহলে ওয়েন কয়েলের দলের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে সল, রাকিপ দু’জনকেই দেখে নিতে পারেন।

প্রথম দফায় চেন্নাইয়ে গিয়ে 2-0 গোলে চেন্নাইয়িনকে হারিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। গত ম্যাচে ভাঙাচোরা দল নিয়ে মুম্বইকে আটকে দেন লালচুংনুঙ্গা, প্রভসুখন গিলরা ৷ দিমিত্রিয়স দিয়ামান্তাকোস যদি সুযোগ কাজে লাগাতে পারতেন তিন পয়েন্ট নিয়েই ফিরত লাল-হলুদ। এক পয়েন্ট পেয়ে অবশ্য লিগ তালিকায় উন্নতি হয়েছে কলকাতা জায়ান্টদের। এগারো থেকে দশম স্থানে উঠে এসেছে দল। শনিবার চেন্নাইয়িন ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেও তালিকায় দশ নম্বরেই থাকতে হবে ৷ তবে চাপ বাড়বে সুপার সিক্সের দৌড়ে থাকা বাকি দলগুলির।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.