ETV Bharat / state

যোগেশচন্দ্রের ঘটনায় এবার গাইডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট - SARASWATI PUJA 2025

যোগেশচন্দ্র ল’কলেজ ও ডে’কলেজের সরস্বতী পুজোয় একাধিক অভিযোগ ৷ যদিও রাজ্যের রিপোর্ট বলছে, ডে’কলেজের সরস্বতী পুজো ঠিকঠাক হয়েছে ।

Jogesh Chandra Chaudhuri College Issue
যোগেশচন্দ্রের ঘটনায় এবার গাইডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2025, 6:57 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: যোগেশচন্দ্র ল’কলেজ ও ডে’কলেজের সরস্বতী পুজোয় বহিরাগত প্রবেশ নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল ৷ রাজ্যের তরফে রিপোর্ট জমা করা হয়েছে আদালতে । অভিযোগ, সরস্বতী পুজোয় পুলিশের সামনেই কিছু বহিরাগত প্রবেশ করেছিলেন । ডে’কলেজের প্রিন্সিপালকে পুজোয় ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে । তবে রাজ্যের রিপোর্ট বলছে, ডে’কলেজের সরস্বতী পুজো ঠিকঠাক হয়েছে ।

ডে’কলেজের প্রিন্সিপাল এদিন আদালতে জানিয়েছেন, তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে । ওই ঘটনায় এবার কলেজ কর্তৃপক্ষকে নির্দিষ্ট পলিসি তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামিদিনে যাতে কোনও সমস্যা সৃষ্টি না-হয়, সেদিক মাথায় রেখেই এই পলিসি তৈরি করতে হবে ।

এদিন আদালতে ডে’কলেজের ছাত্রদের আইনজীবী ফিরোজ এডুলজি অভিযোগ করেন, তাঁদেরকে রাস্তায় পুজো করতে হয়েছে । তারপরেই বিচারপতি বলেন, ‘‘আমি পুজো করার অনুমতি দিয়েছিলাম । বাকি দায়িত্ব কলেজের । এ ব্যাপারে আদালত কিছু মন্তব্য করবে না ।’’ কলেজের দিবা বিভাগের প্রিন্সিপালের আইনজীবী অর্ক নাগ এদিন আদালতে জানান, প্রিন্সিপালকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে । যদিও বিচারপতি এই বিষয়টি পুজো সংক্রান্ত নয় বলে বিষয়ের মধ্যে ঢুকবেন না বলে জানান ।

উল্লেখ্য, গত 31 জানুয়ারি আদালত নির্দেশ দিয়েছিল সশস্ত্র পুলিশি প্রহরা দিয়ে সরস্বতী পুজো করার ৷ যোগেশচন্দ্র ল’কলেজ ও ডে’কলেজের সরস্বতী পুজোয় জয়েন্ট কমিশনার মর্যাদার আধিকারিককে নিরাপত্তায় নজরদারি করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । একই সঙ্গে গোটা পুজোর ভিডিওগ্রাফি করতে হবে বলেও কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ।

নতুন দায়িত্বে অরূপ বিশ্বাস

অন্যদিকে, যোগেশচন্দ্র ডে’কলেজে পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল অরূপ বিশ্বাসকে । এতদিন এই দায়িত্বে ছিলেন দেবাশিস কুমার । এবার সেই দায়িত্বেই আসলেন অরূপ বিশ্বাস । এর আগে কলকাতা চিত্তরঞ্জন কলেজে পরিচালন সমিতির সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছিল । বিধায়ক বিবেক গুপ্তের জায়গায় সেই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে । আবারও রাজ্যের একটি কলেজে পরিচালন সমিতির সভাপতি বদল করা হল । সরস্বতী পুজোর ঘটনাকে কেন্দ্র করেই এই বদল করা হল কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

সরস্বতী পুজোকে কেন্দ্র করে একাধিক ঘটনা দেখা গিয়েছিল যোগেশচন্দ্র কলেজে । যোগেশচন্দ্র ল’কলেজ বনাম যোগেশচন্দ্র ডে’কলেজের ঝামেলায় উত্তেজনা ছড়ায় ৷ শেষ পর্যন্ত যোগেশচন্দ্র ল’কলেজ ক্যাম্পাসের ভিতরেই পুজো করেন । কিন্তু হাইকোর্টের নির্দেশ মেনে সেখানে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী । অন্যদিকে ক্যাম্পাসের বাইরে পুজো করেন যোগেশচন্দ্র ডে’কলেজের ছাত্রছাত্রীরা ।

সেখানেই সমাপ্তি নয় । ওইদিন কলেজে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন ল’কলেজের ছাত্রীরা । ডে’কলেজের ছাত্র তথা তৃণমূল যুব নেতা সাব্বির আলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তাঁরা । সেই অভিযোগকে সামনে রেখে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ছাত্রীরা । তবে সমস্ত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত । যদিও কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় বলেছিলেন, ল’কলেজের ছাত্রীরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

আরও পড়ুন

কলকাতা, 5 ফেব্রুয়ারি: যোগেশচন্দ্র ল’কলেজ ও ডে’কলেজের সরস্বতী পুজোয় বহিরাগত প্রবেশ নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল ৷ রাজ্যের তরফে রিপোর্ট জমা করা হয়েছে আদালতে । অভিযোগ, সরস্বতী পুজোয় পুলিশের সামনেই কিছু বহিরাগত প্রবেশ করেছিলেন । ডে’কলেজের প্রিন্সিপালকে পুজোয় ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে । তবে রাজ্যের রিপোর্ট বলছে, ডে’কলেজের সরস্বতী পুজো ঠিকঠাক হয়েছে ।

ডে’কলেজের প্রিন্সিপাল এদিন আদালতে জানিয়েছেন, তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে । ওই ঘটনায় এবার কলেজ কর্তৃপক্ষকে নির্দিষ্ট পলিসি তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামিদিনে যাতে কোনও সমস্যা সৃষ্টি না-হয়, সেদিক মাথায় রেখেই এই পলিসি তৈরি করতে হবে ।

এদিন আদালতে ডে’কলেজের ছাত্রদের আইনজীবী ফিরোজ এডুলজি অভিযোগ করেন, তাঁদেরকে রাস্তায় পুজো করতে হয়েছে । তারপরেই বিচারপতি বলেন, ‘‘আমি পুজো করার অনুমতি দিয়েছিলাম । বাকি দায়িত্ব কলেজের । এ ব্যাপারে আদালত কিছু মন্তব্য করবে না ।’’ কলেজের দিবা বিভাগের প্রিন্সিপালের আইনজীবী অর্ক নাগ এদিন আদালতে জানান, প্রিন্সিপালকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে । যদিও বিচারপতি এই বিষয়টি পুজো সংক্রান্ত নয় বলে বিষয়ের মধ্যে ঢুকবেন না বলে জানান ।

উল্লেখ্য, গত 31 জানুয়ারি আদালত নির্দেশ দিয়েছিল সশস্ত্র পুলিশি প্রহরা দিয়ে সরস্বতী পুজো করার ৷ যোগেশচন্দ্র ল’কলেজ ও ডে’কলেজের সরস্বতী পুজোয় জয়েন্ট কমিশনার মর্যাদার আধিকারিককে নিরাপত্তায় নজরদারি করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । একই সঙ্গে গোটা পুজোর ভিডিওগ্রাফি করতে হবে বলেও কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ।

নতুন দায়িত্বে অরূপ বিশ্বাস

অন্যদিকে, যোগেশচন্দ্র ডে’কলেজে পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল অরূপ বিশ্বাসকে । এতদিন এই দায়িত্বে ছিলেন দেবাশিস কুমার । এবার সেই দায়িত্বেই আসলেন অরূপ বিশ্বাস । এর আগে কলকাতা চিত্তরঞ্জন কলেজে পরিচালন সমিতির সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছিল । বিধায়ক বিবেক গুপ্তের জায়গায় সেই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে । আবারও রাজ্যের একটি কলেজে পরিচালন সমিতির সভাপতি বদল করা হল । সরস্বতী পুজোর ঘটনাকে কেন্দ্র করেই এই বদল করা হল কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷

সরস্বতী পুজোকে কেন্দ্র করে একাধিক ঘটনা দেখা গিয়েছিল যোগেশচন্দ্র কলেজে । যোগেশচন্দ্র ল’কলেজ বনাম যোগেশচন্দ্র ডে’কলেজের ঝামেলায় উত্তেজনা ছড়ায় ৷ শেষ পর্যন্ত যোগেশচন্দ্র ল’কলেজ ক্যাম্পাসের ভিতরেই পুজো করেন । কিন্তু হাইকোর্টের নির্দেশ মেনে সেখানে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী । অন্যদিকে ক্যাম্পাসের বাইরে পুজো করেন যোগেশচন্দ্র ডে’কলেজের ছাত্রছাত্রীরা ।

সেখানেই সমাপ্তি নয় । ওইদিন কলেজে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন ল’কলেজের ছাত্রীরা । ডে’কলেজের ছাত্র তথা তৃণমূল যুব নেতা সাব্বির আলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তাঁরা । সেই অভিযোগকে সামনে রেখে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ছাত্রীরা । তবে সমস্ত অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত । যদিও কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় বলেছিলেন, ল’কলেজের ছাত্রীরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.