ETV Bharat / state

স্বামী-সন্তান ছেড়ে গাড়ি চালক প্রেমিককে বিয়েতে অনড় তরুণী, বেপাত্তা সেই যুবক - EXTRAMARITAL AFFAIRS

উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ঘটনা ৷ প্রেমিকের বাড়ির সামনে ধরনা দিয়েও হয়নি সুরাহা ৷

Representative Image
স্বামী-সন্তান ছেড়ে গাড়ি চালক প্রেমিককে বিয়েতে অনড় তরুণী, বেপাত্তা সেই যুবক (ETV Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2025, 9:05 PM IST

গাইঘাটা (উত্তর 24 পরগনা), 5 ফেব্রুয়ারি: গাড়ি ব্যবসায়ী স্বামীর কাছে কাজ করা চালকের সঙ্গে পরকীয়া ৷ তার জেরে সম্পর্কের টানাপোড়েনে নাজেহাল এক তরুণী ৷ পরকীয়ার কথা জানাজানি হওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি এবং ফলস্বরূপ শ্বশুরবাড়ি ছাড়তে হয়েছে ওই তরুণীকে ৷ এদিকে প্রেমিকও বেপাত্তা ৷

মঙ্গলবার দুপুর থেকে বুধবার বেলা, প্রায় 24 ঘণ্টা ধরনা দেওয়ার পরও দেখা মেলেনি প্রেমিকের ৷ যদিও ওই যুবকের পরিবার বিষয়টি নিয়ে পরে আলোচনার আশ্বাস দিয়েছেন ৷ সেই আশ্বাস ও প্রেমিকের ঘরে ফেরার অপেক্ষা নিয়ে আপাতত বাপেরবাড়িতে ফিরেছেন তিনি ৷

ঘটনাটি উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকার ৷ মঙ্গলবার দুপুরে সেখানে হাজির হন ওই তরুণী ৷ এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে পৌঁছে যান প্রেমিকের বাড়িতে ৷ তাঁর প্রেমিক সেই সময় বাড়িতে ছিলেন না ৷ ফলে যুবকের পরিবারের কাছেই ঘটনার কথা জানান ওই তরুণী ৷ কিন্তু প্রেমিক বাড়ি না থাকায় তৈরি হয় অচলাবস্থা ৷ শেষে প্রেমিকের বাড়ির সামনেই ধরনায় বসেন ওই তরুণী ৷ সারাদিন সেখানেই বসেছিলেন ৷ রাতে ওই যুবকের এক প্রতিবেশীর বাড়িতে তিনি থাকেন ৷ বুধবার সকাল থেকে আবার ধরনা শুরু করেন ৷

ওই তরুণী জানান, তাঁর স্বামীর গাড়ির ব্যবসা রয়েছে । সেখানেই গাড়ি চালাতেন প্রেমিক ৷ সেই সূত্রে তাঁদের পরিচয় । দু’মাস ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় । গোপনে তাঁকে সিঁদুরও পরায় যুবক ৷ তিনদিন আগে বিষয়টি জানতে পারেন তাঁর স্বামী । যা নিয়ে পরিবারে অশান্তি হয় । অশান্তির জেরে তিনি ডিভোর্সের কথা সাদা কাগজে লিখে এসেছেন ৷

তাঁর স্বামীও গাইঘাটা থানার বাসিন্দা ৷ সেখানে তাঁর দুই মেয়ে রয়েছে ৷ ছ’বছর আগে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই তরুণীর ৷ তাঁর বাপেরবাড়ি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকায় ৷ কিন্তু স্বামীর ঘর ছেড়ে বাপেরবাড়ি না গিয়ে তিনি সরাসরি চলে আসেন প্রেমিকের বাড়িতে ৷ কারণ, তিনি ওই যুবকের সঙ্গে সংসার করতে চান ৷

স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই শুরু হয় ৷ এলাকার লোক জড়ো হয়ে যায় ৷ ঘটনাটি ঠিক কী, সেটাই সকলে জানতে চান ? স্থানীয় থানা থেকে পুলিশও আসে ৷ তবে এই বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ যদিও প্রেমিকের মা জানান, তাঁর ছেলে যে ওই মেয়ের সঙ্গে প্রেম করেছেন, তা তিনি জানতেন না ৷ মেয়েটির শ্বশুরবাড়িতে অশান্তি হওয়ার পর তিনি জানতে পারেন ৷ এর জেরে ছেলেকে তিনি মারধরও করেন ৷ তার পর থেকে ছেলে বেপাত্তা ৷

তবে তিনি জানিয়েছেন যে ছেলে যদি মেয়েটিকে বিয়ে করে সংসার করতে চায়, তাহলে তাঁর কোনও আপত্তি নেই ৷ কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে তিনি ছেলেকে বাড়িতে জায়গা দেবেন না ৷ ওই তরুণী তাই আপাতত বাপেরবাড়িতে ফিরে গিয়েছেন ৷ সেখানেই অপেক্ষা করছেন প্রেমিকের জন্য ৷

প্রেমিক ফিরে কি তাঁকে স্ত্রীর স্বীকৃতি দেবেন, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন ওই তরুণী ৷

গাইঘাটা (উত্তর 24 পরগনা), 5 ফেব্রুয়ারি: গাড়ি ব্যবসায়ী স্বামীর কাছে কাজ করা চালকের সঙ্গে পরকীয়া ৷ তার জেরে সম্পর্কের টানাপোড়েনে নাজেহাল এক তরুণী ৷ পরকীয়ার কথা জানাজানি হওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি এবং ফলস্বরূপ শ্বশুরবাড়ি ছাড়তে হয়েছে ওই তরুণীকে ৷ এদিকে প্রেমিকও বেপাত্তা ৷

মঙ্গলবার দুপুর থেকে বুধবার বেলা, প্রায় 24 ঘণ্টা ধরনা দেওয়ার পরও দেখা মেলেনি প্রেমিকের ৷ যদিও ওই যুবকের পরিবার বিষয়টি নিয়ে পরে আলোচনার আশ্বাস দিয়েছেন ৷ সেই আশ্বাস ও প্রেমিকের ঘরে ফেরার অপেক্ষা নিয়ে আপাতত বাপেরবাড়িতে ফিরেছেন তিনি ৷

ঘটনাটি উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকার ৷ মঙ্গলবার দুপুরে সেখানে হাজির হন ওই তরুণী ৷ এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে পৌঁছে যান প্রেমিকের বাড়িতে ৷ তাঁর প্রেমিক সেই সময় বাড়িতে ছিলেন না ৷ ফলে যুবকের পরিবারের কাছেই ঘটনার কথা জানান ওই তরুণী ৷ কিন্তু প্রেমিক বাড়ি না থাকায় তৈরি হয় অচলাবস্থা ৷ শেষে প্রেমিকের বাড়ির সামনেই ধরনায় বসেন ওই তরুণী ৷ সারাদিন সেখানেই বসেছিলেন ৷ রাতে ওই যুবকের এক প্রতিবেশীর বাড়িতে তিনি থাকেন ৷ বুধবার সকাল থেকে আবার ধরনা শুরু করেন ৷

ওই তরুণী জানান, তাঁর স্বামীর গাড়ির ব্যবসা রয়েছে । সেখানেই গাড়ি চালাতেন প্রেমিক ৷ সেই সূত্রে তাঁদের পরিচয় । দু’মাস ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় । গোপনে তাঁকে সিঁদুরও পরায় যুবক ৷ তিনদিন আগে বিষয়টি জানতে পারেন তাঁর স্বামী । যা নিয়ে পরিবারে অশান্তি হয় । অশান্তির জেরে তিনি ডিভোর্সের কথা সাদা কাগজে লিখে এসেছেন ৷

তাঁর স্বামীও গাইঘাটা থানার বাসিন্দা ৷ সেখানে তাঁর দুই মেয়ে রয়েছে ৷ ছ’বছর আগে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই তরুণীর ৷ তাঁর বাপেরবাড়ি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকায় ৷ কিন্তু স্বামীর ঘর ছেড়ে বাপেরবাড়ি না গিয়ে তিনি সরাসরি চলে আসেন প্রেমিকের বাড়িতে ৷ কারণ, তিনি ওই যুবকের সঙ্গে সংসার করতে চান ৷

স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই শুরু হয় ৷ এলাকার লোক জড়ো হয়ে যায় ৷ ঘটনাটি ঠিক কী, সেটাই সকলে জানতে চান ? স্থানীয় থানা থেকে পুলিশও আসে ৷ তবে এই বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ যদিও প্রেমিকের মা জানান, তাঁর ছেলে যে ওই মেয়ের সঙ্গে প্রেম করেছেন, তা তিনি জানতেন না ৷ মেয়েটির শ্বশুরবাড়িতে অশান্তি হওয়ার পর তিনি জানতে পারেন ৷ এর জেরে ছেলেকে তিনি মারধরও করেন ৷ তার পর থেকে ছেলে বেপাত্তা ৷

তবে তিনি জানিয়েছেন যে ছেলে যদি মেয়েটিকে বিয়ে করে সংসার করতে চায়, তাহলে তাঁর কোনও আপত্তি নেই ৷ কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে তিনি ছেলেকে বাড়িতে জায়গা দেবেন না ৷ ওই তরুণী তাই আপাতত বাপেরবাড়িতে ফিরে গিয়েছেন ৷ সেখানেই অপেক্ষা করছেন প্রেমিকের জন্য ৷

প্রেমিক ফিরে কি তাঁকে স্ত্রীর স্বীকৃতি দেবেন, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন ওই তরুণী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.