কাঠমান্ডু, 5 ফেব্রুয়ারি: এভারেস্ট অভিযানে নয়া বিধিনিষেধ ৷ আগেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ অভিযানে একাধিক নিয়মাবলী মেনে চলতে হত পর্বতারোহীদের ৷ সেই নিয়মেই এবার সংশোধনী আনল নেপাল ৷ সেদেশের সরকারের সংশোধিত পর্বতারোহণ বিধিমালা অনুযায়ী, মাউন্ট এভারেস্ট এবং 8 হাজার মিটারের বেশি উচ্চতার অন্যান্য পর্বতশৃঙ্গে বন্ধ একক অভিযান (Solo Expedition) । পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, দু’দলের সদস্যের জন্য একজন গাইড থাকা বাধ্যতামূলক ৷
এই নয়া নির্দেশনামার লক্ষ্য পর্বতারোহীদের নিরাপত্তা বাড়ানো ৷ নেপাল সরকারের সরকারি প্রকাশনা-নেপাল গেজেটে প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার থেকে পর্বতারোহণ বিধিমালার ষষ্ঠ সংশোধনী কার্যকর হয়েছে ।
কী রয়েছে নয়া নির্দেশনামায় ?
সংশোধিত বিধিমালায় 8,849 মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট-সহ 8 হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গের জন্য প্রতি দু’জন পর্বতারোহীর জন্য একজন সহায়তা কর্মী বা পর্বত গাইড নিয়োগ করা প্রয়োজন। নেপাল গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, অন্যান্য পর্বতশৃঙ্গের জন্য প্রতি দলে কমপক্ষে একজন গাইড থাকা প্রয়োজন ।
আগের নিয়ম অনুযায়ী, 8 হাজার মিটারের বেশি উঁচু পর্বতে আরোহণের জন্য পর্বতারোহীদের একটি দলের জন্য একজন পর্বত গাইডই যথেষ্ট ছিল ।নেপালের পর্যটন বিভাগের পরিচালক আরতি নুপানে বলেন, ‘‘পাহাড়ে আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার গাইড বাধ্যতামূলক করেছে । পর্বত আরোহণের ঝুঁকি কমাতেই এই সংশোধনী আনা হয়েছে ।’’
পর্যটন সংস্থা ইমাজিন নেপাল ট্রেকসের আধিকারিক মিংমা জি শেরপা বলেন, ‘‘এই নতুন নিয়ম অনেক আগেই করা উচিত ছিল ৷ এটি পাহাড়ি পর্যটনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে ৷ তবে মাউন্ট এভারেস্টে আরোহণের জন্য রয়্যালটি বাড়ানো উচিত নয়, কারণ এটি নেপালে অভিযানকারীদের আসতে নিরুৎসাহিত করবে ।’’
নেপাল সরকার সম্প্রতি মাউন্ট এভারেস্টে আরোহণের রয়্যালটি প্রতি ব্যক্তি 11 হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে 15 হাজার মার্কিন ডলার করেছে ৷ যা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে । সংশোধিত নিয়ম অনুযায়ী
- বসন্ত ঋতুতে (মার্চ-মে) দক্ষিণ রুট থেকে মাউন্ট এভারেস্টে বিদেশী পর্বতারোহীদের জন্য রয়্যালটি ফি 4 হাজার মার্কিন ডলার বাড়ানো হয়েছে ।
- শরৎ ঋতুর (সেপ্টেম্বর-নভেম্বর) আরোহণের ফি 5,500 মার্কিন ডলার থেকে বেড়ে 7,500 মার্কিন ডলার হয়েছে ।
- শীতকাল (ডিসেম্বর-ফেব্রুয়ারি) এবং বর্ষা (জুন-আগস্ট) মরশুমের জন্য ফি 2,750 মার্কিন ডলার থেকে বেড়ে 3,750 মার্কিন ডলার হয়েছে ।