হায়দরাবাদ, 5 ফেব্রুয়ারি: ভালোবাসার সপ্তাহ শুরু হওয়ার অপেক্ষায় ৷ লাল গোলাপ, চকোলেট আর কার্ডে থেমে না থেকে প্রিয়জনকে নিয়ে হারিয়ে যেতে পারেন টিউলিপের রঙিন বাগানে ৷ গুন গুন করে গাইতেই পারেন 'ইয়ে কাহা আ গয়ে হাম...' ৷
কিংবা প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে পূজা-রাহুলের মতো বলে দিতে পারেন মনের কথা ৷ আর সেই সব কিছু না চাইলে ভালোবাসায় আদিত্য-গীতের মতো প্রতিটা মুহূর্ত কীভাবে উপভোগ করতে হয় তাও শিখে নিতে পারেন ৷ আসলে জেন জি টিভির পর্দায় যে সিনেমা দেখে প্রেমের পাঠ পড়েছে সেই সিনেমা আরও একবার দেখতে পারে বড় পর্দায় ৷
ভালোবাসার সপ্তাহ উদযাপনে ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের দারুণ উদ্যোগ ৷ 'চাঁদনি' থেকে 'সিলসিলা', 'দিল তো পাগল হ্যায়' থেকে 'জব উই মেট' আরও একবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ৷ পিভিআর ও আইনক্সে ভালোবাসার সপ্তাহ বা 'ভ্যালেন্টাইনস উইক' উপলক্ষে 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আইকনিক রোমান্টিক সিনেমা দেখার সুযোগ এবার হাতের মুঠোয় ৷ এরমধ্যে 'সিলসিলা', 'চাঁদনি' ও 'আরাধনা'র মতো ছবি সিনেমপ্রেমীরা দেখতে পাবেন 4k- টেকনোলজিতে ৷ ফলে সিনেমা দেখার অভিজ্ঞতা হতে চলেছে আরও মজাদার ৷
7-14 ফেব্রুয়ারি, কোন সিনেমা পুনরায় মুক্তি পাচ্ছে রইল তালিকা:
- সিলসিলা (1981)
- চাঁদনি (1989)
- দিল তো পাগল হ্যায় (1997)
- জব উই মেট (2007)
- বচনা এ হাসিনো (2008)
- বরেলি কি বরফি (2017)
- আরাধনা (1969)
সিনেমার অ্যাডভান্স বুকিং এখনও শুরু হয়নি ৷ তবে খুব শীঘ্রই তা খুলে যাবে বলে জানানো হয়েছে ৷ টিকিট কাটার জন্য পিভিআর ও আইনক্সের অফিসিয়াল সাইটে নজর রাখতে হবে ৷ পাশাপাশি বুক মাই শো থেকেও ছবির টিকিট কাটা যাবে ৷ সেখানেই দেখিয়ে দেওয়া হবে কবে, কোন সিনেমা কখন শো পেয়েছে ৷