বোলপুর, 2 জানুয়ারি: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বৃহস্পতিবার উত্তেজনা কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে । পঞ্চায়েত দফতরে বসে উপ-প্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ।
প্রায় 2 মাস পর পঞ্চায়েত অফিসে ঢুকলেন উপ-প্রধান। তাঁর পাল্টা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে লোক জড়ো করে বিক্ষোভ দেখানো হচ্ছে ৷ অনুব্রত ও কাজল শেখ গোষ্ঠীর ঠান্ডা লড়াইয়ে পঞ্চায়েতের উত্তেজনা সামাল দিয়ে পুলিশ মোতায়েন করতে হয় ৷
তৃণমূল-কংগ্রেসের নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন, "দীর্ঘ দিন ধরে একচ্ছত্রভাবে পঞ্চায়েত চালিয়েছে উপ-প্রধান ৷ আমাদের কাছে অভিযোগ এসেছে দোকানঘর করে দেওয়ার নামে এক একজনের কাছে 95 হাজার থেকে 1-2 লক্ষ টাকা নিয়েছে ৷ কোনও রসিদ নেই ৷ কোটি টাকার দুর্নীতি ৷ তাই আগেই উপ-প্রধানকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়েছি ৷ মানুষ আজ বিক্ষোভ দেখাচ্ছে নিজেদের টাকা ফেরত পেতে।"
2013 থেকে তিনিই অঞ্চল সভাপতি। অনুব্রতর প্রত্যাবর্তনে কঙ্কালীতলা মন্দির সংলগ্ন রাস্তা-সহ আশেপাশের এলাকা ফেস্টুন-ব্যানারে ছেয়ে যায় ৷ এরপরেই অনুব্রতর যুযুধান হিসাবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের রোষানলে পড়েন উপ-প্রধান মামন ৷
অভিযোগ, প্রায় 2 মাস ধরে পঞ্চায়েতে ঢুকতেই পারছেন না তিনি ৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়েরও করেছেন মামন ৷ এদিন, পঞ্চায়েতে আসেন উপ-প্রধান । তার আগে থেকেই দেখা যায় নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি ও বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ লোকজনকে নিয়ে পঞ্চায়েত দফতরে বসেছিলেন ৷ উপ-প্রধান ঢুকতেই বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা ৷
অভিযোগ, দোকানঘর করে দেওয়া নামে টাকা নিয়ে রসিদ দেয়নি উপ-প্রধান। পঞ্চায়েত দফতরে বসেই উপ-প্রধান মামনের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন বিধায়ক ৷ এদিন, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বোলপুরের সিআই ও শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করতে হয় ৷
কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখ বলেন, "আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে তার প্রমাণ কই ৷ মুখে অনেক কিছু বলা যায় ৷ বিধায়ক প্রমাণ দিক ৷ বরং আমার কাছে অভিযোগপত্র আছে তাতে ব্যবসায়ীরা শান্তিনিকেতন থানায় জানিয়েছেন উপ-প্রধানের বিরুদ্ধে মামলা করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে ৷ আমি এখনও প্রাণ সংশয়েই আছি ৷ দেখছেন তো সরকারি পঞ্চায়েত দফতরে কত লোক জড়ো হয়ে আছে ৷" উল্লেখ্য, অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ঠান্ডা লড়াইয়ে বেশ কিছুদিন ধরে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা রয়েছে ৷