ETV Bharat / state

প্রায় বছর ঘুরতে চললেও জামিন অধরা শাহজাহানের, মুক্তি পেল না ভাই আলমগীরও - SHEIKH SHAHJAHAN

বিশেষ সিবিআই আদালতে ফের জামিনের আবেদন খারিজ শেখ শাহজাহানের । আগামী 7 জানুয়ারি ইডি মামলার শুনানি হবে ।

Sheikh Shahjahan bail plea rejects
জামিন পেলেন না শেখ শাহজাহান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 7:18 PM IST

কলকাতা, 2 জানুয়ারি: প্রায় বছর ঘুরতে চলল, কিন্তু জামিন অধরা সন্দেশখালির একসময়ের 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের । ইডি মামলায় কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল । ফের আগামী 7 জানুয়ারি এই মামলার শুনানি হবে ।

রাজ্যের শাসকদলের নেতার বিরুদ্ধে গত বছর ফুঁসে উঠেছিল সন্দেশখালির মানুষ । সন্দেশখালিতে জোর করে জমি দখল, চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দিয়ে সেখানে ভেড়ি বানানো-সহ নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে । সাধারণ মানুষ বছরের পর বছর তাদের উপর চলতে থাকা নির্যাতনের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন । তারপর গত বছর ফেব্রুয়ারি মাসে একে একে গ্রেফতার হন শিবু হাজরা, উত্তম সর্দার ও তারপর শেখ শাহজাহান ।

প্রায় বছর ঘুরতে চললেও জামিন অধরা শাহজাহানের (ইটিভি ভারত)

গত বছর জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা ৷ শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পথে ইডির আধিকারিকদের গাড়ি আটক করে মারধর করা হয় বলে অভিযোগ । সেসময় সুযোগ বুঝে পালিয়ে যান শেখ শাহজাহান । পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে 29 ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হয় শাহজাহান । তারপর নিম্ন আদালতের পাশাপাশি কলকাতা হাইকোর্টেও জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু বারবার তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত । এ দিন ফের তাঁর জামিনের আবেদন বাতিল করল সিবিআইয়ের বিশেষ আদালত ।

মামলার শুনানিতে জামিনের আবেদন জানান শেখ শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী । তিনি বলেন, "শাহজাহানের একসময়ের কর্মচারী মইদুল মোল্লার বাড়ি থেকে ইডি একটি ডায়েরি উদ্ধার করেছিল । অথচ বলা হয়েছিল সেটি শাহজাহানের ডায়েরি ।" শাহজাহানের গ্রেফতারিতে আইনি ত্রুটি রয়েছে বলে দাবি করেন আইনজীবী । তিনি আরও দাবি করেন, শাহজাহানের ব্যবসা ও সম্পত্তির বৈধ ট্রেড লাইসেন্স আছে । আর্থিক লেনদেনের বৈধ কাগজপত্র রয়েছে ।

শাহজাহানের আইনজীবীর কথায়, "শাহজাহানকে ইডি গ্রেফতার করে গত বছর 10 এপিল । তাঁকে আদালতে পেশ করা হয় 12 এপ্রিল । কিন্তু গ্রেফতারি দেখানো হল 21 এপ্রিল । ইডি মইদুল মোল্লা নামে এক ব্যক্তির বয়ানের ভিত্তিতে শাহজাহানকে গ্রেফতার করে রেখেছে । এইভাবে এক ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে কাউকে দোষী প্রমাণ করা সম্ভব ? আর শাহজাহানের ব্যবসা থেকে শুরু করে আর্থিক লেনদেন সমস্ত বৈধ তা আমরা নথি দিয়ে দেখিয়েছে ।"

ইডির মামলায় এদিন শেখ শাহজাহানের ভাই আলমগীরের জামিনের আবেদন করা হয় ৷ সেই আবেদনও বাতিল করেছে সিবিআইয়ের বিশেষ আদালত ।

কলকাতা, 2 জানুয়ারি: প্রায় বছর ঘুরতে চলল, কিন্তু জামিন অধরা সন্দেশখালির একসময়ের 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের । ইডি মামলায় কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল । ফের আগামী 7 জানুয়ারি এই মামলার শুনানি হবে ।

রাজ্যের শাসকদলের নেতার বিরুদ্ধে গত বছর ফুঁসে উঠেছিল সন্দেশখালির মানুষ । সন্দেশখালিতে জোর করে জমি দখল, চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দিয়ে সেখানে ভেড়ি বানানো-সহ নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে । সাধারণ মানুষ বছরের পর বছর তাদের উপর চলতে থাকা নির্যাতনের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন । তারপর গত বছর ফেব্রুয়ারি মাসে একে একে গ্রেফতার হন শিবু হাজরা, উত্তম সর্দার ও তারপর শেখ শাহজাহান ।

প্রায় বছর ঘুরতে চললেও জামিন অধরা শাহজাহানের (ইটিভি ভারত)

গত বছর জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা ৷ শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পথে ইডির আধিকারিকদের গাড়ি আটক করে মারধর করা হয় বলে অভিযোগ । সেসময় সুযোগ বুঝে পালিয়ে যান শেখ শাহজাহান । পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে 29 ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হয় শাহজাহান । তারপর নিম্ন আদালতের পাশাপাশি কলকাতা হাইকোর্টেও জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু বারবার তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত । এ দিন ফের তাঁর জামিনের আবেদন বাতিল করল সিবিআইয়ের বিশেষ আদালত ।

মামলার শুনানিতে জামিনের আবেদন জানান শেখ শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী । তিনি বলেন, "শাহজাহানের একসময়ের কর্মচারী মইদুল মোল্লার বাড়ি থেকে ইডি একটি ডায়েরি উদ্ধার করেছিল । অথচ বলা হয়েছিল সেটি শাহজাহানের ডায়েরি ।" শাহজাহানের গ্রেফতারিতে আইনি ত্রুটি রয়েছে বলে দাবি করেন আইনজীবী । তিনি আরও দাবি করেন, শাহজাহানের ব্যবসা ও সম্পত্তির বৈধ ট্রেড লাইসেন্স আছে । আর্থিক লেনদেনের বৈধ কাগজপত্র রয়েছে ।

শাহজাহানের আইনজীবীর কথায়, "শাহজাহানকে ইডি গ্রেফতার করে গত বছর 10 এপিল । তাঁকে আদালতে পেশ করা হয় 12 এপ্রিল । কিন্তু গ্রেফতারি দেখানো হল 21 এপ্রিল । ইডি মইদুল মোল্লা নামে এক ব্যক্তির বয়ানের ভিত্তিতে শাহজাহানকে গ্রেফতার করে রেখেছে । এইভাবে এক ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে কাউকে দোষী প্রমাণ করা সম্ভব ? আর শাহজাহানের ব্যবসা থেকে শুরু করে আর্থিক লেনদেন সমস্ত বৈধ তা আমরা নথি দিয়ে দেখিয়েছে ।"

ইডির মামলায় এদিন শেখ শাহজাহানের ভাই আলমগীরের জামিনের আবেদন করা হয় ৷ সেই আবেদনও বাতিল করেছে সিবিআইয়ের বিশেষ আদালত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.