ETV Bharat / state

একাধিক নাম, চূড়ান্ত মতানৈক্যে! গঠন হল না সিপিএমের জেলা কমিটি - CPIM DISTRICT COMMITTE

দক্ষিণ সামলানো গেলেও গোল বাঁধল উত্তর 24 পরগনায় ৷ কলকাতা, দক্ষিণ 24 পরগনায় ভোটাভুটি এড়ানো গেলেও উত্তরে ভোটাভুটিতেই জেলা কমিটি গঠন করবে সিপিএম?

CPIM DISTRICT COMMITTE
উত্তরে ভোটাভুটিতেই জেলা কমিটি গঠন করবে সিপিএম? (সিপিএম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2025, 9:10 AM IST

বারাসত, 10 ফেব্রুয়ারি: সংঘাতের আভাস মিলেছিল সম্মেলনের প্রথম দিনেই ৷ শেষদিনেও উপদলীয় সংঘাত এবং কাজিয়া থেকে বেরতে পারল না সিপিএম। সম্মেলনে চূড়ান্ত মতানৈক্যের জেরে শেষ পর্যন্ত গঠনই করা গেল না সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি। সম্মেলনের শেষ দিনে জেলা কমিটির জন্য একাধিক নাম জমা পড়েছিল রাজ‍্য নেতৃত্বের কাছে।

জেলার বিভিন্ন অংশের প্রতিনিধিরা, নিজেদের পছন্দসই নেতাকে জেলা কমিটিতে অন্তর্ভূক্ত করতে একে একে প্রস্তাব দেওয়া শুরু করে সম্মেলন কক্ষে। ফলে চূড়ান্ত মতানৈক্য দেখা দেয় ৷ যার জেরে সিপিএমের জেলা কমিটি গঠন করতে গিয়ে কার্যত ল‍্যাজে গোবরে অবস্থা হয় মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্যের মতো আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের। গতকাল, রবিবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় আলোচনা করেও মেলেনি কোনও সমাধান সূত্র।

CPIM DISTRICT COMMITTE
আলিমুদ্দিন স্ট্রিটের তাবড়-তাবড় নেতারা (সিপিএম)

ফলে গঠন করা যায়নি সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি। সূত্রের খবর, জেলা কমিটি বাছাই করতে এবার ভোটাভুটির পথে যেতে চলেছেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা। আগামী 16 ফেব্রুয়ারি, রবিবার বারাসতে সিপিএমের জেলা কার্যালয়ে হবে এই ভোটাভুটি। এর মাধ্যমেই বেছে নেওয়া হবে নতুন জেলা কমিটি এবং জেলা সম্পাদক।

শুক্রবার থেকে রবিবার। টানা তিনদিন ধরে বারাসতের রবীন্দ্রভবনে চলে সিপিএমের 26 তম জেলা সম্মেলন। দলের উপদলীয় সংঘাত, কোন্দল এড়াতে সম্মেলনের প্রথম দিন থেকেই সেখানে ঘাঁটি গেড়ে বসেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের তাবড়-তাবড় নেতারা। কে ছিলেন না তাতে! মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্যরা তো ছিলেনই, পুরো আলিমুদ্দিন স্ট্রিটই উঠে এসেছিল, বারাসতে। তারপরও গোষ্ঠী কোন্দল এড়ানো যায়নি।

CPIM DISTRICT COMMITTE
গঠন করা যায়নি সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি (সিপিএম)

সম্মেলনে বর্তমান জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর অপসারণের দাবি যেমন জোরালো হয়েছে। তেমনই আইএসএফ এবং সিপিআইএম লিবারেশন-এর সঙ্গে সিপিএমের জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের একাংশ। শুধু তাই নয়, রাজ‍্যের অন‍্যতম বড় জেলা উত্তর 24 পরগনাতে কাস্তে-হাতুড়ি-তারার আন্দোলন বিমুখ হয়ে পড়ছে বলেও মনে করেন প্রতিনিধিদের একটা বড় অংশ। এর জন্য জেলা সম্পাদককে'ই কাঠগড়ায় তোলা হয়েছে।

জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে সম্পাদকের দাবিদার ঘিরে প্রতিনিধিরা কার্যত তিন ভাগে বিভক্ত হয়েছিলেন। শেষদিন, অর্থাৎ রবিবার নতুন জেলা কমিটি নিয়ে চরমে পৌঁছয় দলের গোষ্ঠী কোন্দল। সমস্যা মেটাতে এদিন অন্তত তিনবার জেলা সম্পাদকমণ্ডলী এবং জেলা কমিটিকে নিয়ে বৈঠক করতে হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের। কিন্তু, তারপরও মেলেনি কোনও রফাসূত্র। তাই, গত জেলা সম্মেলনের মতো এবারও উত্তর 24 পরগনা জেলা কমিটি গঠন নিয়ে সিপিএমের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। যা মেটাতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা হয় আলিমুদ্দিনের ৷

সিপিএমের একটি সূত্র থেকে জানা গিয়েছে, জেলা সম্মেলনে মহম্মদ সেলিম'রা শেষ দিন পর্যন্ত ভোটাভুটি এড়ানোর চেষ্টা করে গিয়েছেন। তাঁরা চেয়েছিলেন সকলের ঐক্যমত‍্যের ভিত্তিতে নতুন জেলা কমিটি গঠন হোক! কিন্তু, তা আর হল না! আগামী রবিবার ভোটাভুটির মাধ্যমেই গঠিত হতে চলেছে সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি।

বারাসত, 10 ফেব্রুয়ারি: সংঘাতের আভাস মিলেছিল সম্মেলনের প্রথম দিনেই ৷ শেষদিনেও উপদলীয় সংঘাত এবং কাজিয়া থেকে বেরতে পারল না সিপিএম। সম্মেলনে চূড়ান্ত মতানৈক্যের জেরে শেষ পর্যন্ত গঠনই করা গেল না সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি। সম্মেলনের শেষ দিনে জেলা কমিটির জন্য একাধিক নাম জমা পড়েছিল রাজ‍্য নেতৃত্বের কাছে।

জেলার বিভিন্ন অংশের প্রতিনিধিরা, নিজেদের পছন্দসই নেতাকে জেলা কমিটিতে অন্তর্ভূক্ত করতে একে একে প্রস্তাব দেওয়া শুরু করে সম্মেলন কক্ষে। ফলে চূড়ান্ত মতানৈক্য দেখা দেয় ৷ যার জেরে সিপিএমের জেলা কমিটি গঠন করতে গিয়ে কার্যত ল‍্যাজে গোবরে অবস্থা হয় মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্যের মতো আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের। গতকাল, রবিবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় আলোচনা করেও মেলেনি কোনও সমাধান সূত্র।

CPIM DISTRICT COMMITTE
আলিমুদ্দিন স্ট্রিটের তাবড়-তাবড় নেতারা (সিপিএম)

ফলে গঠন করা যায়নি সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি। সূত্রের খবর, জেলা কমিটি বাছাই করতে এবার ভোটাভুটির পথে যেতে চলেছেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা। আগামী 16 ফেব্রুয়ারি, রবিবার বারাসতে সিপিএমের জেলা কার্যালয়ে হবে এই ভোটাভুটি। এর মাধ্যমেই বেছে নেওয়া হবে নতুন জেলা কমিটি এবং জেলা সম্পাদক।

শুক্রবার থেকে রবিবার। টানা তিনদিন ধরে বারাসতের রবীন্দ্রভবনে চলে সিপিএমের 26 তম জেলা সম্মেলন। দলের উপদলীয় সংঘাত, কোন্দল এড়াতে সম্মেলনের প্রথম দিন থেকেই সেখানে ঘাঁটি গেড়ে বসেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের তাবড়-তাবড় নেতারা। কে ছিলেন না তাতে! মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্যরা তো ছিলেনই, পুরো আলিমুদ্দিন স্ট্রিটই উঠে এসেছিল, বারাসতে। তারপরও গোষ্ঠী কোন্দল এড়ানো যায়নি।

CPIM DISTRICT COMMITTE
গঠন করা যায়নি সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি (সিপিএম)

সম্মেলনে বর্তমান জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর অপসারণের দাবি যেমন জোরালো হয়েছে। তেমনই আইএসএফ এবং সিপিআইএম লিবারেশন-এর সঙ্গে সিপিএমের জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের একাংশ। শুধু তাই নয়, রাজ‍্যের অন‍্যতম বড় জেলা উত্তর 24 পরগনাতে কাস্তে-হাতুড়ি-তারার আন্দোলন বিমুখ হয়ে পড়ছে বলেও মনে করেন প্রতিনিধিদের একটা বড় অংশ। এর জন্য জেলা সম্পাদককে'ই কাঠগড়ায় তোলা হয়েছে।

জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে সম্পাদকের দাবিদার ঘিরে প্রতিনিধিরা কার্যত তিন ভাগে বিভক্ত হয়েছিলেন। শেষদিন, অর্থাৎ রবিবার নতুন জেলা কমিটি নিয়ে চরমে পৌঁছয় দলের গোষ্ঠী কোন্দল। সমস্যা মেটাতে এদিন অন্তত তিনবার জেলা সম্পাদকমণ্ডলী এবং জেলা কমিটিকে নিয়ে বৈঠক করতে হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের। কিন্তু, তারপরও মেলেনি কোনও রফাসূত্র। তাই, গত জেলা সম্মেলনের মতো এবারও উত্তর 24 পরগনা জেলা কমিটি গঠন নিয়ে সিপিএমের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। যা মেটাতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা হয় আলিমুদ্দিনের ৷

সিপিএমের একটি সূত্র থেকে জানা গিয়েছে, জেলা সম্মেলনে মহম্মদ সেলিম'রা শেষ দিন পর্যন্ত ভোটাভুটি এড়ানোর চেষ্টা করে গিয়েছেন। তাঁরা চেয়েছিলেন সকলের ঐক্যমত‍্যের ভিত্তিতে নতুন জেলা কমিটি গঠন হোক! কিন্তু, তা আর হল না! আগামী রবিবার ভোটাভুটির মাধ্যমেই গঠিত হতে চলেছে সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.