আসানসোল, 10 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আসানসোল বাস অ্যাসোসিয়েশন ও আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের বড়সড় ঘোষণা। মাধ্যমিক পরীক্ষার্থীরা বাস ও মিনিবাসে ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে বিনা ভাড়ায়। পুরো আসানসোল মহকুমাজুড়ে এই ছাড় মিলবে। ছাত্রছাত্রীদের শুধু সঙ্গে থাকতে হবে অ্যাডমিট কার্ড।
আসানসোলের দু'টি বাস সংগঠনের এমন সিদ্ধান্তে খুশি শহর ও প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। এর ফলে পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে। সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম বর্ধমান জেলা থেকে এবছর 31 হাজার 38 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। শুধুমাত্র আসানসোল মহকুমাতেই পরীক্ষার্থীর সংখ্যা 18 হাজার 798 জন। ছাত্রীর সংখ্যাই বেশি আসানসোলে। 10 হাজার 825 জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবার। ছাত্রের সংখ্যা 7 হাজার 973 জন।
![MADHYAMIK EXAM 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23510418_wb_df12312.jpg)
মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য আসানসোলের দু'টি বাস অ্যাসোসিয়েশনের বড়সড় ঘোষণা করেছে। আসানসোল বাস অ্যাসোসিয়েশন ও আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসানসোল মহকুমাজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনও বাসেই টিকিট লাগবে না।
ইতিমধ্যেই দু'টি বাস সংগঠনের পক্ষ থেকে বিষয়টি আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোলের মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার, ডিসিপি (ট্রাফিক), জেলার আরটিও মৃন্ময় মজুমদার-সহ উচ্চ পুলিশ ও প্রশাসনের আধিকারিকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সবাই স্বাগত জানিয়েছেন এই সিদ্ধান্তকে।
- আসানসোল বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মুখোপাধ্যায় ও আসানসোল মিনিবাস অ্যসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় জানান, 10 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা চলবে। এই সময়কালে পরীক্ষার্থীদের সুবিধার জন্য আসানসোল মহকুমার মধ্যে যে সব এলাকায় বাস ও মিনিবাস পরিষেবা চালু আছে, সে সব এলাকায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য কোনও ভাড়া দিতে হবে না। শুধুমাত্র ছাত্রছাত্রীরা তাদের অ্যাডমিট কার্ড বাস কন্ডাক্টরকে দেখালেই হবে।
- মেয়র বিধান উপাধ্যায় জানান, খুব ভালো উদ্যোগ। এর ফলে দুঃস্থ ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে।" অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রতিটি কেন্দ্রে 2 জন স্বাস্থ্যকর্মী থাকবেন। আসানসোল জেলা হাসপাতালে থাকছে বিশেষ ব্যবস্থা। রাখা হচ্ছে ক্যুইক রেসপন্স টিম। পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বাড়তি নজর দিতে বলা হয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকে। কোনও ইলেকট্রনিক গেজেট, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না।
- পশ্চিম বর্ধমান জেলার স্কুল পরিদর্শক সুনীতি সাঁপুই জানিয়েছেন, সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনও জায়গায় ফাঁক রাখা হয়নি।