পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ফের ভাঙন জগনের দলে, পদত্যাগ ওয়াইএসআরসিপি-র মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডির - YS Jagan Mohan Reddy

YSRCP MP Resign: অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআরসিপি-র আরও একজন সাংসদ পদত্যাগ করে দল ছাড়লেন ৷ এই নিয়ে ওই দলের ছ’জন সাংসদ পদত্যাগ করলেন ৷ এর মধ্য়ে 5 জন লোকসভার ও একজন রাজ্যসভার সাংসদ ৷

YSRCP MP Resign
YSRCP MP Resign

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 2:58 PM IST

অমরাবতী, 28 ফেব্রুয়ারি: নির্বাচনের আগে ধাক্কা খেল অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআরসিপি ৷ ওই রাজ্য়ের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দলের এক সাংসদ পদত্যাগ করেছেন ৷ তিনি দল থেকে ইস্তফা দিয়েছেন ৷ ওই সাংসদের নাম মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি ৷ তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের সাংসদ ৷

অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন হয়৷ ফলে আগামী কয়েকমাসে সেখানে এই দুই ভোটই একসঙ্গে হবে ৷ তার আগে মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডির পদত্যাগ ওয়াইএসআরসিপি-র জন্য চিন্তার কারণ যেমন হল, তেমনই ধাক্কা খেল মুখ্যমন্ত্রী জগনের ভাবমূর্তিও ৷ কারণ, পদত্য়াগের সময় জগনকেই কাঠগড়ায় তুলেছেন মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি ৷

তিনি জানান, পার্টির চেয়ে তাঁর আত্মসম্মান গুরুত্বপূর্ণ । তাঁর কোনও ইগো নেই । এটি আত্মসম্মানের সঙ্গে সম্পর্কিত ৷ আর সবসময় মর্যাদা বজায় রাখা গুরুত্বপূর্ণ । পাশাপাশি তিনি জগনের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির আচরণ সবচেয়ে খারাপ ৷

কিন্তু প্রশ্ন উঠেছে, এর পর কোন পদক্ষেপ করবেন মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি ? তাঁর রাজনৈতিক ভবিষ্যতই বা কি হবে ? এই বিষয়টি তিনি এখনও স্পষ্ট করেননি ৷ শুধু জানিয়েছেন যে তাঁর ছেলে মাগুন্ত রাঘব রেড্ডি ওঙ্গোল থেকে লোকসভার ভোটে প্রার্থী হবেন ৷ কিন্তু কোন দলের প্রার্থী হবেন রাঘব, সেই বিষয়ে কিছু খোলসা করেননি মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি ৷

যদিও সূত্রের খবর, তিনি ছেলেকে নিয়ে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টিতে যোগ দিতে পারেন ৷ এখন দেখার সেটাই সত্যি হয় ? নাকি তাঁর অন্য কোনও রাজনৈতিক পরিকল্পনা রয়েছে !

এ দিকে মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডিকে নিয়ে সাম্প্রতিক সময় ওয়াইএসআরসিপি থেকে ছ’জন সাংসদ পদত্যাগ করলেন ৷ এঁদের মধ্যে পাঁচজন লোকসভার সাংসদ ৷ আর একজন রাজ্যসভার সদস্য ছিলেন ৷ রাজ্যসভার সাংসদ ভেমিরেড্ডি প্রভাকর রেড্ডি সম্প্রতি জগনের দল থেকে পদত্যাগ করেছেন । মাছিলিপত্তনমের সাংসদ বল্লভনেনি বালাসৌরি, কুরনুল সাংসদ সঞ্জীব কুমার, নরসারোপেটের সাংসদ শ্রী কৃষ্ণদেবরায়া ও নরসাপুরমের সাংসদ রঘু রামকৃষ্ণ রাজুও পদত্যাগ করেছেন ওয়াইএসআরসিপি থেকে ।

এখন দেখার এই সংকট সামলে জগন বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোটের ময়দানে কেমন ফল করেন ?

আরও পড়ুন:

  1. পদত্যাগ অসম কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি রানা গোস্বামীর, বিজেপিতে যোগদানের সম্ভাবনা
  2. শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ
  3. ক্যাপ্টেন অমরিন্দর সিং থেকে অশোক চৌহান- একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে; রইল তালিকা

ABOUT THE AUTHOR

...view details