অমরাবতী, 28 ফেব্রুয়ারি: নির্বাচনের আগে ধাক্কা খেল অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআরসিপি ৷ ওই রাজ্য়ের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির দলের এক সাংসদ পদত্যাগ করেছেন ৷ তিনি দল থেকে ইস্তফা দিয়েছেন ৷ ওই সাংসদের নাম মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি ৷ তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের সাংসদ ৷
অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন হয়৷ ফলে আগামী কয়েকমাসে সেখানে এই দুই ভোটই একসঙ্গে হবে ৷ তার আগে মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডির পদত্যাগ ওয়াইএসআরসিপি-র জন্য চিন্তার কারণ যেমন হল, তেমনই ধাক্কা খেল মুখ্যমন্ত্রী জগনের ভাবমূর্তিও ৷ কারণ, পদত্য়াগের সময় জগনকেই কাঠগড়ায় তুলেছেন মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি ৷
তিনি জানান, পার্টির চেয়ে তাঁর আত্মসম্মান গুরুত্বপূর্ণ । তাঁর কোনও ইগো নেই । এটি আত্মসম্মানের সঙ্গে সম্পর্কিত ৷ আর সবসময় মর্যাদা বজায় রাখা গুরুত্বপূর্ণ । পাশাপাশি তিনি জগনের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির আচরণ সবচেয়ে খারাপ ৷
কিন্তু প্রশ্ন উঠেছে, এর পর কোন পদক্ষেপ করবেন মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি ? তাঁর রাজনৈতিক ভবিষ্যতই বা কি হবে ? এই বিষয়টি তিনি এখনও স্পষ্ট করেননি ৷ শুধু জানিয়েছেন যে তাঁর ছেলে মাগুন্ত রাঘব রেড্ডি ওঙ্গোল থেকে লোকসভার ভোটে প্রার্থী হবেন ৷ কিন্তু কোন দলের প্রার্থী হবেন রাঘব, সেই বিষয়ে কিছু খোলসা করেননি মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি ৷