কলকাতা, 3 জানুয়ারি: ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের ওটিতে থাকা যন্ত্র খারাপ । ফলে পিছিয়ে যাচ্ছে হাড়ের একাধিক অস্ত্রোপচার । যন্ত্রণা পোহাতে হচ্ছে রোগীদের ৷ এই সমস্যার কথা জানিয়ে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধানের তরফ থেকে উপাধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে ।
হাসপাতালের উপাধ্যক্ষকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ওটিতে যে সি-আর্ম মেশিনটি রয়েছে, সেটি খারাপ হয়ে গিয়েছে । অর্থোপেডিক বিভাগে অস্ত্রোপচার করার সময় শরীরের ভিতরে হাড়ের ছবি তুলতে সি-আর্ম মেশিনটি ব্যবহার করা হয় ।
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে এমন যন্ত্র রয়েছে দুটি । তার মধ্যে একটি রয়েছে ওটি রুমে, আর অন্যটি জরুরি বিভাগে । ওটি রুমে থাকা মেশিনটি খারাপ গত বছরের সেপ্টেম্বর মাস থেকে । যার ফলে, বহু অপারেশন পিছিয়ে দিতে হচ্ছে । এর জেরে ভোগান্তি বাড়ছে রোগীদের । তবে বর্তমানে জরুরি পরিস্থিতিতে ইমার্জেন্সি বিভাগে থাকা সি-আর্ম মেশিনটি স্থানান্তর করা হয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকের ওটিতে । হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ।
জুনিয়র চিকিৎসকরা তাঁদের আন্দোলনের মধ্যে দিয়ে এই কথা বারবার তুলে ধরেছিলেন । সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে বারবার সতর্ক করতে দেখা গিয়েছে তাঁদের । অনশন আন্দোলনেও এই দাবি জোরালো ভাবে তুলে ধরেন জুনিয়র চিকিৎসকরা । আন্দোলন চলাকালীন সময়ে সরকারি হাসপাতাল থেকে উঠে এসেছে বিভিন্ন গাফিলতির চিত্র । কোনও হাসপাতালে দেখা গিয়েছে ব্যবহার করা গ্লাভস । আবার কোনও হাসপাতালে ভাঙা সিরিঞ্জ । আর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে যন্ত্র অচল থাকায় সেই একই প্রশ্ন ফের মাথাচাড়া দিয়ে উঠল ৷