ETV Bharat / politics

চব্বিশেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা দিয়েছিলেন অভিষেক, প্রতিশ্রুতি পালন না হওয়ায় সরব বিজেপি - GHATAL MASTER PLAN

অভিষেকের প্রতিশ্রুতি পালন না হওয়ায় ঘাটালে পোস্টার বিজেপি বিধায়কের ৷ শ্বেতপত্র প্রকাশের দাবি ৷

GHATAL MASTER PLAN
চব্বিশেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা দিয়েছিলেন অভিষেক, প্রতিশ্রুতি পালন না হওয়ায় সরব বিজেপি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2025, 5:02 PM IST

ঘাটাল, 1 জানুয়ারি: মাস্টার প্ল্যান নিয়ে বিতর্ক পিছু ছাড়ল না ঘাটালের ৷ পশ্চিম মেদিনীপুরের এই এলাকার বন্যা নিয়ন্ত্রণের মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে, সেই প্রশ্ন তুলল বিজেপি ৷

এই নিয়ে ঘাটালে পোস্টার দিয়েছেন স্থানীয় বিধায়ক বিজেপির শীতল কপাট ৷ প্রশ্ন তুলেছেন, ডেডলাইন তো শেষ, কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান ? যদিও এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা আক্রমণ শানিয়েছে তৃণমূল ৷

কোন ডেডলাইনের কথা বলছেন বিজেপি বিধায়ক ?

2024-এর লোকসভা নির্বাচনের প্রচারে ঘাটালে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে পাশে নিয়ে ঘাটালের বন্যার সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন ৷ বেঁধে দিয়েছিলেন সময়সীমাও ৷

সেদিন অভিষেক বলেন, ‘‘এই বছরে 31 ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান করবে ৷’’ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথাও সেদিন মঞ্চ থেকে জানিয়েছিলেন অভিষেক ৷ আর এই প্রতিশ্রুতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গ্যারান্টি’ বলে উল্লেখ করেছিলেন তিনি ৷

অভিষেকের প্রতিশ্রুতি নিয়ে বিজেপির কটাক্ষ

সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে মঙ্গলবার ৷ বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান ৷ তাই সময়সীমা শেষ হওয়া নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় এই নিয়ে পোস্টার সাঁটিয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট ৷

Ghatal Master Plan
ঘাটাল শহরে পোস্টার বিজেপি বিধায়ক শীতল কপাটের৷ (নিজস্ব চিত্র)

সেখানে প্রশ্ন তোলা হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত করার যে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তা পূরণ করা হল না কেন ? এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও করেছেন তিনি ৷

শীতল কপাট কী বলছেন ?

এই নিয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর কাছে একটা আবেগ ৷ একটা স্বপ্ন ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করছে ৷ বিধায়ক হওয়ার পর বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে ? কেন্দ্রের কাছেও আবেদন করেছিলাম ৷’’

Ghatal Master Plan
ঘাটাল শহরে পোস্টার বিজেপি বিধায়ক শীতল কপাটের৷ (নিজস্ব চিত্র)

এর পরই তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন ৷ তাতে যে ঘাটালবাসী আশাবাদী হয়েছিলেন, সেই কথাও উল্লেখ করেন শীতল কপাট ৷ তাঁর আরও দাবি, কেন প্রতিশ্রুতি পালন হল না, তা জানতে চান ঘাটালবাসী ৷ তাই সাধারণ মানুষের প্রশ্নই পোস্টারের মাধ্যমে তিনি তুলে ধরেছেন বলে শীতল কপাটের দাবি ৷

Ghatal Master Plan
ঘাটাল শহরে পোস্টার বিজেপি বিধায়ক শীতল কপাটের৷ (নিজস্ব চিত্র)

তাঁর আরও বক্তব্য, ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে কেন্দ্র ও রাজ্যের উভয়ের সমন্বয় প্রয়োজন ৷ যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা কেন্দ্রকে ছাড়া সম্ভব নয় ৷ আবার এর জন্য জমির প্রয়োজন ৷ সেই জমির ব্যবহার রাজ্যকেই করতে হবে ৷

কী বলছে তৃণমূল ?

এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা সরব হয়েছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর । তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপির কোনও মাথাব্যাথা নেই ৷ কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে কোনও লাভ হয়নি ৷ সাংসদ দেব বলেছেন লোকসভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার আবেদন করেছেন ৷ তার পরও কোনও কাজ নেই ৷’’

কেন্দ্র কেন কোনও টাকা দিল না, সেই প্রশ্ন তুলেছেন বিকাশ কর ৷ তাঁর বক্তব্য, এভাবে ঘাটালের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি ৷ সেটা না করার জন্য তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির উদ্দেশ্যে ৷

ঘাটাল, 1 জানুয়ারি: মাস্টার প্ল্যান নিয়ে বিতর্ক পিছু ছাড়ল না ঘাটালের ৷ পশ্চিম মেদিনীপুরের এই এলাকার বন্যা নিয়ন্ত্রণের মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে, সেই প্রশ্ন তুলল বিজেপি ৷

এই নিয়ে ঘাটালে পোস্টার দিয়েছেন স্থানীয় বিধায়ক বিজেপির শীতল কপাট ৷ প্রশ্ন তুলেছেন, ডেডলাইন তো শেষ, কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান ? যদিও এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা আক্রমণ শানিয়েছে তৃণমূল ৷

কোন ডেডলাইনের কথা বলছেন বিজেপি বিধায়ক ?

2024-এর লোকসভা নির্বাচনের প্রচারে ঘাটালে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে পাশে নিয়ে ঘাটালের বন্যার সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন ৷ বেঁধে দিয়েছিলেন সময়সীমাও ৷

সেদিন অভিষেক বলেন, ‘‘এই বছরে 31 ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান করবে ৷’’ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথাও সেদিন মঞ্চ থেকে জানিয়েছিলেন অভিষেক ৷ আর এই প্রতিশ্রুতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গ্যারান্টি’ বলে উল্লেখ করেছিলেন তিনি ৷

অভিষেকের প্রতিশ্রুতি নিয়ে বিজেপির কটাক্ষ

সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে মঙ্গলবার ৷ বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান ৷ তাই সময়সীমা শেষ হওয়া নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় এই নিয়ে পোস্টার সাঁটিয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট ৷

Ghatal Master Plan
ঘাটাল শহরে পোস্টার বিজেপি বিধায়ক শীতল কপাটের৷ (নিজস্ব চিত্র)

সেখানে প্রশ্ন তোলা হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত করার যে প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তা পূরণ করা হল না কেন ? এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও করেছেন তিনি ৷

শীতল কপাট কী বলছেন ?

এই নিয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালবাসীর কাছে একটা আবেগ ৷ একটা স্বপ্ন ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করছে ৷ বিধায়ক হওয়ার পর বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে ? কেন্দ্রের কাছেও আবেদন করেছিলাম ৷’’

Ghatal Master Plan
ঘাটাল শহরে পোস্টার বিজেপি বিধায়ক শীতল কপাটের৷ (নিজস্ব চিত্র)

এর পরই তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন ৷ তাতে যে ঘাটালবাসী আশাবাদী হয়েছিলেন, সেই কথাও উল্লেখ করেন শীতল কপাট ৷ তাঁর আরও দাবি, কেন প্রতিশ্রুতি পালন হল না, তা জানতে চান ঘাটালবাসী ৷ তাই সাধারণ মানুষের প্রশ্নই পোস্টারের মাধ্যমে তিনি তুলে ধরেছেন বলে শীতল কপাটের দাবি ৷

Ghatal Master Plan
ঘাটাল শহরে পোস্টার বিজেপি বিধায়ক শীতল কপাটের৷ (নিজস্ব চিত্র)

তাঁর আরও বক্তব্য, ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে কেন্দ্র ও রাজ্যের উভয়ের সমন্বয় প্রয়োজন ৷ যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা কেন্দ্রকে ছাড়া সম্ভব নয় ৷ আবার এর জন্য জমির প্রয়োজন ৷ সেই জমির ব্যবহার রাজ্যকেই করতে হবে ৷

কী বলছে তৃণমূল ?

এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা সরব হয়েছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর । তিনি বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপির কোনও মাথাব্যাথা নেই ৷ কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে কোনও লাভ হয়নি ৷ সাংসদ দেব বলেছেন লোকসভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার আবেদন করেছেন ৷ তার পরও কোনও কাজ নেই ৷’’

কেন্দ্র কেন কোনও টাকা দিল না, সেই প্রশ্ন তুলেছেন বিকাশ কর ৷ তাঁর বক্তব্য, এভাবে ঘাটালের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি ৷ সেটা না করার জন্য তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির উদ্দেশ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.