ETV Bharat / international

ইজরায়েলের পথে তিন অপহৃত তরুণী, প্যালেস্তাইন বন্দিদের অপেক্ষায় ওয়েস্টব্যাঙ্ক - HAMAS ISRAEL TRUCE DEAL

দেরিতে হলেও বহু প্রতীক্ষিত ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে শুরু করেছে ৷ তিনজন অপহৃত তরুণীকে ফিরিয়ে দিয়েছে হামাস ৷

Israel Gaza ceasefire deal
ইজরায়েল-গাজা যুদ্ধবিরতি চুক্তি (ছবি: এপিটিএন)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 10:53 PM IST

Updated : Jan 19, 2025, 11:01 PM IST

দেইর-আল-বালাহ, 19 জানুয়ারি: রেড ক্রস টিমের হাতে তিন অপহৃত তরুণীকে তুলে দিয়েছে হামাস ৷ দেরিতে হলেও স্থানীয় সময় রবিবার সকালে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ও চর্চিত হামাস-ইজরায়েল যুদ্ধবিরতি ৷ একটানা 471 দিন পর ইজরায়েলের পথে রওনা দিয়েছেন তিন তরুণী- রোমি গনেন, ইমিলি দামারি এবং ডোরন স্টেনব্রেচার ৷

19 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের শেষ দিন ৷ আমেরিকার মসনদ ছাড়ার আগে ইজরায়েল-গাজা যুদ্ধবিরতি হোক, চেয়েছিলেন তিনি ৷ সেই অনুযায়ী কাতার, আমেরিকা এবং অন্য কয়েকটি দেশের মধ্যস্থতায় অবশেষে এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হল ৷

সেই অনুযায়ী রবিবার, 19 জানুয়ারি সকাল 11.15 মিনিটে যুদ্ধ বিরতির সূচনা হয়েছে ৷ 2023 সালের 7 অক্টোবর রাতে প্রায় 250 জন মানুষকে অপহরণ করেছিল হামাস ৷ আজ তাঁদের মধ্যে তিনজনকে রেড ক্রস সোসাইটির হাতে তুলে দিল ৷ 24 বছর বয়সি রোমি গোনেন সেই রাতে ইজরায়েলে সুপারনোভা সঙ্গীত উৎসবে ছিলেন ৷ সেখান থেকে তাঁকে অপহরণ করে হামাস জঙ্গিরা ৷ এমিলি দামারির বয়স 28 ৷ তিনি ব্রিটিশ-ইজরায়েল নাগরিক ৷ তাঁকে কিবুৎজ কাফার আজা থেকে অপহরণ করা হয় ৷ আর ডোরন স্টেনব্রেকার পশু হাসপাতালের নার্স ৷ বয়স 31 বছর। তাঁকেও কিবুৎজ কাফার আজায় তাঁর অ্য়াপার্টমেন্ট থেকে অপহরণ করা হয় ৷

এদিন তাঁরা মুক্তি পেলেন ৷ তিন তরুণীকে স্বাগত জানাতে তেল আভিভে অপেক্ষা করছে লক্ষ লক্ষ ইজরায়েলবাসী ৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি পোস্ট করে জানানো হয়েছে, "তিনজন অপহৃতকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা দক্ষিণ ইজরায়েলে এসেছেন ৷ সেখানে তাঁদের স্বাগত জানানো হবে ৷ সেখানে তাঁরা তাঁদের মায়ের সঙ্গে মিলিত হবেন ৷"

অন্যদিকে, ইজরায়েল ভূ-খণ্ডের মাঝে একটুকরো প্যালেস্তাইন ওয়েস্ট ব্যাঙ্কে অপেক্ষ করছেন বহু বাসিন্দা ৷ 90 জন প্যালেস্তাইন বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল প্রশাসন ৷ তাঁদের মধ্যে 69 জনই মহিলা ৷ যুদ্ধবিরতি শুরু হওয়ায় তাঁর শেষ দিনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "গাজায় বন্দুকের শব্দ শান্ত হয়েছে ৷" অন্যদিকে নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এই যুদ্ধবিরতির প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, "আমরা তিন তরুণীকে জীবন্ত ফিরে আসতে দেখতে চাই ৷ অপহৃতরা বেঁচে ফিরছেন ৷ এবার প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেবেন ৷"

এদিকে ইজরায়েল সেনা সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি জায়গা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ ঘরছাড়া গাজার বাসিন্দারা বাড়িতে ফিরতে শুরু করেছেন ৷ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বোঝাই ট্রাকগুলি গাজার মধ্যে প্রবেশ করতে পেরেছে ৷

দেইর-আল-বালাহ, 19 জানুয়ারি: রেড ক্রস টিমের হাতে তিন অপহৃত তরুণীকে তুলে দিয়েছে হামাস ৷ দেরিতে হলেও স্থানীয় সময় রবিবার সকালে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ও চর্চিত হামাস-ইজরায়েল যুদ্ধবিরতি ৷ একটানা 471 দিন পর ইজরায়েলের পথে রওনা দিয়েছেন তিন তরুণী- রোমি গনেন, ইমিলি দামারি এবং ডোরন স্টেনব্রেচার ৷

19 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের শেষ দিন ৷ আমেরিকার মসনদ ছাড়ার আগে ইজরায়েল-গাজা যুদ্ধবিরতি হোক, চেয়েছিলেন তিনি ৷ সেই অনুযায়ী কাতার, আমেরিকা এবং অন্য কয়েকটি দেশের মধ্যস্থতায় অবশেষে এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হল ৷

সেই অনুযায়ী রবিবার, 19 জানুয়ারি সকাল 11.15 মিনিটে যুদ্ধ বিরতির সূচনা হয়েছে ৷ 2023 সালের 7 অক্টোবর রাতে প্রায় 250 জন মানুষকে অপহরণ করেছিল হামাস ৷ আজ তাঁদের মধ্যে তিনজনকে রেড ক্রস সোসাইটির হাতে তুলে দিল ৷ 24 বছর বয়সি রোমি গোনেন সেই রাতে ইজরায়েলে সুপারনোভা সঙ্গীত উৎসবে ছিলেন ৷ সেখান থেকে তাঁকে অপহরণ করে হামাস জঙ্গিরা ৷ এমিলি দামারির বয়স 28 ৷ তিনি ব্রিটিশ-ইজরায়েল নাগরিক ৷ তাঁকে কিবুৎজ কাফার আজা থেকে অপহরণ করা হয় ৷ আর ডোরন স্টেনব্রেকার পশু হাসপাতালের নার্স ৷ বয়স 31 বছর। তাঁকেও কিবুৎজ কাফার আজায় তাঁর অ্য়াপার্টমেন্ট থেকে অপহরণ করা হয় ৷

এদিন তাঁরা মুক্তি পেলেন ৷ তিন তরুণীকে স্বাগত জানাতে তেল আভিভে অপেক্ষা করছে লক্ষ লক্ষ ইজরায়েলবাসী ৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি পোস্ট করে জানানো হয়েছে, "তিনজন অপহৃতকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা দক্ষিণ ইজরায়েলে এসেছেন ৷ সেখানে তাঁদের স্বাগত জানানো হবে ৷ সেখানে তাঁরা তাঁদের মায়ের সঙ্গে মিলিত হবেন ৷"

অন্যদিকে, ইজরায়েল ভূ-খণ্ডের মাঝে একটুকরো প্যালেস্তাইন ওয়েস্ট ব্যাঙ্কে অপেক্ষ করছেন বহু বাসিন্দা ৷ 90 জন প্যালেস্তাইন বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল প্রশাসন ৷ তাঁদের মধ্যে 69 জনই মহিলা ৷ যুদ্ধবিরতি শুরু হওয়ায় তাঁর শেষ দিনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "গাজায় বন্দুকের শব্দ শান্ত হয়েছে ৷" অন্যদিকে নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এই যুদ্ধবিরতির প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, "আমরা তিন তরুণীকে জীবন্ত ফিরে আসতে দেখতে চাই ৷ অপহৃতরা বেঁচে ফিরছেন ৷ এবার প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেবেন ৷"

এদিকে ইজরায়েল সেনা সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি জায়গা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ ঘরছাড়া গাজার বাসিন্দারা বাড়িতে ফিরতে শুরু করেছেন ৷ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বোঝাই ট্রাকগুলি গাজার মধ্যে প্রবেশ করতে পেরেছে ৷

Last Updated : Jan 19, 2025, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.