দেইর-আল-বালাহ, 19 জানুয়ারি: রেড ক্রস টিমের হাতে তিন অপহৃত তরুণীকে তুলে দিয়েছে হামাস ৷ দেরিতে হলেও স্থানীয় সময় রবিবার সকালে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ও চর্চিত হামাস-ইজরায়েল যুদ্ধবিরতি ৷ একটানা 471 দিন পর ইজরায়েলের পথে রওনা দিয়েছেন তিন তরুণী- রোমি গনেন, ইমিলি দামারি এবং ডোরন স্টেনব্রেচার ৷
19 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেনের শেষ দিন ৷ আমেরিকার মসনদ ছাড়ার আগে ইজরায়েল-গাজা যুদ্ধবিরতি হোক, চেয়েছিলেন তিনি ৷ সেই অনুযায়ী কাতার, আমেরিকা এবং অন্য কয়েকটি দেশের মধ্যস্থতায় অবশেষে এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হল ৷
🟡 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘: The 3 released hostages have arrived at the initial reception point in southern Israel, where they will be reunited with their mothers.
— Israel Defense Forces (@IDF) January 19, 2025
IDF officers from the Manpower Directorate and IDF medical officials are accompanying the released hostages during an initial…
সেই অনুযায়ী রবিবার, 19 জানুয়ারি সকাল 11.15 মিনিটে যুদ্ধ বিরতির সূচনা হয়েছে ৷ 2023 সালের 7 অক্টোবর রাতে প্রায় 250 জন মানুষকে অপহরণ করেছিল হামাস ৷ আজ তাঁদের মধ্যে তিনজনকে রেড ক্রস সোসাইটির হাতে তুলে দিল ৷ 24 বছর বয়সি রোমি গোনেন সেই রাতে ইজরায়েলে সুপারনোভা সঙ্গীত উৎসবে ছিলেন ৷ সেখান থেকে তাঁকে অপহরণ করে হামাস জঙ্গিরা ৷ এমিলি দামারির বয়স 28 ৷ তিনি ব্রিটিশ-ইজরায়েল নাগরিক ৷ তাঁকে কিবুৎজ কাফার আজা থেকে অপহরণ করা হয় ৷ আর ডোরন স্টেনব্রেকার পশু হাসপাতালের নার্স ৷ বয়স 31 বছর। তাঁকেও কিবুৎজ কাফার আজায় তাঁর অ্য়াপার্টমেন্ট থেকে অপহরণ করা হয় ৷
এদিন তাঁরা মুক্তি পেলেন ৷ তিন তরুণীকে স্বাগত জানাতে তেল আভিভে অপেক্ষা করছে লক্ষ লক্ষ ইজরায়েলবাসী ৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি পোস্ট করে জানানো হয়েছে, "তিনজন অপহৃতকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা দক্ষিণ ইজরায়েলে এসেছেন ৷ সেখানে তাঁদের স্বাগত জানানো হবে ৷ সেখানে তাঁরা তাঁদের মায়ের সঙ্গে মিলিত হবেন ৷"
অন্যদিকে, ইজরায়েল ভূ-খণ্ডের মাঝে একটুকরো প্যালেস্তাইন ওয়েস্ট ব্যাঙ্কে অপেক্ষ করছেন বহু বাসিন্দা ৷ 90 জন প্যালেস্তাইন বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল প্রশাসন ৷ তাঁদের মধ্যে 69 জনই মহিলা ৷ যুদ্ধবিরতি শুরু হওয়ায় তাঁর শেষ দিনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "গাজায় বন্দুকের শব্দ শান্ত হয়েছে ৷" অন্যদিকে নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এই যুদ্ধবিরতির প্রশংসা করেছেন ৷ তিনি বলেন, "আমরা তিন তরুণীকে জীবন্ত ফিরে আসতে দেখতে চাই ৷ অপহৃতরা বেঁচে ফিরছেন ৷ এবার প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেবেন ৷"
এদিকে ইজরায়েল সেনা সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি জায়গা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ ঘরছাড়া গাজার বাসিন্দারা বাড়িতে ফিরতে শুরু করেছেন ৷ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বোঝাই ট্রাকগুলি গাজার মধ্যে প্রবেশ করতে পেরেছে ৷