ETV Bharat / entertainment

রুবেলের কপালে সিঁদুরের টিপ, সিঁথি রাঙা শ্বেতার; নতুন বর-কনেকে কেমন লাগছে ? - RUBEL SHWETA WEDDING

আগুনে ঘি ঢেলে, লালপরী শ্বেতাকে হাত ধরে সাত পাক ঘুরলেন রুবেল ৷ খই পুড়িয়ে রুবেলের কপালে সিঁদুর পরালেন শ্বেতা ৷ শ্বেতার সিথি রাঙালেন রুবেল ৷

RUBEL SHWETA WEDDING
রুবেলের কপালে সিঁদুরের টিপ, সিঁথি রাঙা শ্বেতার (মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহার ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 10:57 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: মধুরেণ সমাপয়েৎ। দীর্ঘ প্রেমজীবন কাটিয়ে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন রুবেল-শ্বেতা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করলেন দু'জনে। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে চার হাত এক হল তাঁদের। বর-কনে দু'জনেই বিয়ের সাজে বেছে নেন সাবেকিয়ানা। রুবেল-শ্বেতার বিয়ের আসর বসেছে নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে।

টলি সেলেব জুটির বিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্বেতার মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহা ৷ তা দেখে নেটাগরিকরা মুগ্ধ ৷ স্টাইলিস্ট রুদ্রের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, সোনালি সুতোর কাজ করা সাদা ধুতি-পাঞ্জাবি মাথায় টোপর, গলায় ফুলের মালা পরে বর হাজির ছাদনাতলায়। এদিকে, লাল বেনারসি আর সোনার গয়নায় শ্বেতাকে লাগছে একেবারে লাল টুকটুকে বউ ৷ খোঁপায় ফুলের মালা জড়ানো, নাকে টানা নথ, মাথায় শোলার মুকট সঙ্গে গা-ভর্তি গয়নায় মোড়া শ্বেতা ৷ একেবারে রাজরানির মতো দেখাচ্ছে ৷

রবিবার সকাল থেকেই রুবেল ও শ্বেতার বাড়িতে ছিল বিয়ের জমকালো প্রস্তুতি। আজ সকালে শ্বেতা ও রুবেলের গায়ে হলুদের ছবি সোশাল মিডিয়ায় দেখার পর সকলেই অপেক্ষায় ছিলেন পর্দার জড়োয়ার ঝুমকো জুটিকে বাস্তব জীবনে কেমন লাগছে তা দেখার ৷ যুগলের বিয়ের ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা।

সন্ধ্যা 7টার গোধূলি লগ্নে চারহাত এক হয় নব দম্পতির ৷ এর আগে শনিবার মা-বাবার কাছে শেষ আইবুড়ো ভাত খান শ্বেতা আর এইদিনই ছিল মেহেন্দির অনুষ্ঠান। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ, বিয়ে শ্বেতাকে সাজিয়ে তুলেছেন রুদ্র দাস ৷ আইবুড়ো ভাত থেকে মেহেন্দি, গায়ে হলুদ ও বিয়ের সমস্ত ভিডিয়ো রিলস বানিয়ে ইনস্টাতে শেয়ার করেছেন রুদ্র ৷

কলকাতা, 19 জানুয়ারি: মধুরেণ সমাপয়েৎ। দীর্ঘ প্রেমজীবন কাটিয়ে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন রুবেল-শ্বেতা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করলেন দু'জনে। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে চার হাত এক হল তাঁদের। বর-কনে দু'জনেই বিয়ের সাজে বেছে নেন সাবেকিয়ানা। রুবেল-শ্বেতার বিয়ের আসর বসেছে নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে।

টলি সেলেব জুটির বিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্বেতার মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহা ৷ তা দেখে নেটাগরিকরা মুগ্ধ ৷ স্টাইলিস্ট রুদ্রের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, সোনালি সুতোর কাজ করা সাদা ধুতি-পাঞ্জাবি মাথায় টোপর, গলায় ফুলের মালা পরে বর হাজির ছাদনাতলায়। এদিকে, লাল বেনারসি আর সোনার গয়নায় শ্বেতাকে লাগছে একেবারে লাল টুকটুকে বউ ৷ খোঁপায় ফুলের মালা জড়ানো, নাকে টানা নথ, মাথায় শোলার মুকট সঙ্গে গা-ভর্তি গয়নায় মোড়া শ্বেতা ৷ একেবারে রাজরানির মতো দেখাচ্ছে ৷

রবিবার সকাল থেকেই রুবেল ও শ্বেতার বাড়িতে ছিল বিয়ের জমকালো প্রস্তুতি। আজ সকালে শ্বেতা ও রুবেলের গায়ে হলুদের ছবি সোশাল মিডিয়ায় দেখার পর সকলেই অপেক্ষায় ছিলেন পর্দার জড়োয়ার ঝুমকো জুটিকে বাস্তব জীবনে কেমন লাগছে তা দেখার ৷ যুগলের বিয়ের ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা।

সন্ধ্যা 7টার গোধূলি লগ্নে চারহাত এক হয় নব দম্পতির ৷ এর আগে শনিবার মা-বাবার কাছে শেষ আইবুড়ো ভাত খান শ্বেতা আর এইদিনই ছিল মেহেন্দির অনুষ্ঠান। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ, বিয়ে শ্বেতাকে সাজিয়ে তুলেছেন রুদ্র দাস ৷ আইবুড়ো ভাত থেকে মেহেন্দি, গায়ে হলুদ ও বিয়ের সমস্ত ভিডিয়ো রিলস বানিয়ে ইনস্টাতে শেয়ার করেছেন রুদ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.