ঘাটাল, 30 মার্চ: সরকারি প্রকল্পের সুবিধা পাননি গ্রামবাসীরা ৷ প্রার্থীর প্রচারে দেখা গেল গ্রামবাসীদের ক্ষোভ ৷ হুডখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচার করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। দেবকে দেখতে মানুষের মধ্যে যেমন একদিকে চরম উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, তেমনই তাঁকে ঘিরে ক্ষোভও দেখা গিয়েছে গ্রামবাসীদের মধ্যে ৷
গ্রামের রাস্তায় পায়ে হেঁটে প্রচার না করে হুড় খোলা গাড়িতে চড়ে গ্রামে প্রচার করে দেব ৷ যার জেরে সঠিকভাবে দেবের সাক্ষাৎ না-পাওয়া এবং সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে দেবকে সরাসরি অভিযোগ জানাতে পারেনি গ্রামবাসীরা ৷ ফলে গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার হুডখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচারে যান লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। আর অভিনেতা দেবকে দেখতে যেমন উৎসাহী গ্রামের মানুষের মধ্যে ছিল চরম উন্মাদনা, তেমনই গ্রামের বেশ কিছু মানুষ রাস্তার ধারে অপেক্ষায় ছিল দেবের সঙ্গে সাক্ষাতের জন্য ৷
পাশাপাশি তাঁর সঙ্গে কথা বলে, তাদের অভাব-অভিযোগ জানানোর জন্যও অপেক্ষায় ছিল গ্রামবাসীরা। কিন্তু ওইদিন হুডখোলা গাড়িতে চড়ে দেব গ্রামের রাস্তা দিয়ে প্রচার সেরে বেরিয়ে যান। এরপরই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দিয়ে জানান, স্থানীয় নেতারা বলেছিল পায়ে হেঁটে গ্রামে প্রচার করবে দেব ৷ কিন্তু হুডখোলা গাড়িতে চড়ে হাত নেড়ে দেব চলে গেল। রাস্তার ধারে দাঁড়িয়ে থেকেও দেবের সঙ্গে সাক্ষাৎ হয়নি ৷ তাদের অভাব অভিযোগের কথাও বলা হয়নি বলেও জানান তাঁরা। দেবের সঙ্গে ঠিকভাবে দেখা করতে না পেরে এ নিয়ে অজবনগর গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।