কলকাতা, 15 ফেব্রুয়ারি:সন্দেশখালি ইস্যুতে আবারও বিধানসভায় বিক্ষোভ । অধ্যক্ষ সাসপেন্ড করায় বিধানসভার সিঁড়িতে ধরনায় বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ছয় জন বিধায়ক । মোটের উপর সরস্বতী পুজোর পরদিন বাজেট অধিবেশন শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভার শুরু থেকেই মূল ভবনের বাইরের সিঁড়িতে বসে অধ্যক্ষের সাসপেনশনের নির্দেশের বিরুদ্ধে সরব হন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ছয় বিধায়ক। এ দিন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সিঁড়িতে ধরনায় বসতে দেখা যায় শুভেন্দু অধিকারী, শংকর ঘোষদের । বিজেপির বাকি বিধায়করা বিধানসভার ভেতরেই সন্দেশখালি ইস্যুতে সরব হন । এই নিয়ে বিধানসভায় আলোচনা চান তাঁরা । কিন্তু অধ্যক্ষ অনুমতি না দেওয়ায় কালো কাপড় নিয়ে হইচই করেন বিজেপি বিধায়করা ।
পরে বিধানসভা থেকে ওয়াক আউট করে শুভেন্দু অধিকারীরা যেখানে ধরনায় বসেছিলেন সেখানেই এসে বসে, রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা । আর এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার উত্তপ্ত হয় রাজ্য বিধানসভা ।
প্রসঙ্গত, এ দিন বিজেপি যখন সন্দেশখালি ইস্যুতে বিধানসভার ভবনের সিঁড়িতে বসে বিক্ষোভ করছে, তখন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিধি দল বিধানসভার সাউথ গেট থেকে মিছিল করে রাজভবনে যায় । এ দিন দুপুর 12টায় তাঁদের সময় দিয়েছেন রাজ্যপাল ৷ মূলত তাঁদের সাক্ষাতের কারণ উত্তর দিনাজপুরের চোপড়ার শিশুমৃত্যু । ওই একই সময় বিধানসভা চত্বর শাসক ও বিরোধী উভয় দলের বিধায়কদের তরজায় উত্তপ্ত হয়ে ওঠে ।
আরও পড়ুন:
- নন্দীগ্রাম মমতাকে ক্ষমতায় এনেছিল, চেয়ার খালি করবে সন্দেশখালি, তোপ শুভেন্দুর
- বিজেপি সরকার গড়লে মমতাকে 'মিথ্যাশ্রী' পুরস্কার দেওয়া হবে, বিধানসভায় কটাক্ষ শুভেন্দুর
- সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড