ETV Bharat / politics

লেনিনের উক্তি টেনে হোলটাইমারদের নিয়ে প্রশ্ন তোলা হল সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে - CPIM KOLKATA CONFERENCE

সিপিএমের হোলটাইমাররা কী করছেন, সেই প্রশ্ন উঠল দলের কলকাতা জেলা সম্মেলনে ৷ লেনিনের উক্তি টেনে এই প্রশ্ন তোলা হয়েছে ৷

CPIM KOLKATA CONFERENCE
লেনিনের উক্তি টেনে হোলটাইমারদের নিয়ে প্রশ্ন তোলা হল সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 8:06 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: ভ্লাদিমির ইলিচ লেনিনের উক্তি উল্লেখ করে সিপিএম কলকাতা জেলা কমিটির হোলটাইমারদের নিয়ে প্রশ্ন উঠল । এই প্রশ্ন উঠেছে সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে ৷

সূত্রের খবর, পার্টির হোলটাইমার বা সর্বক্ষণের কর্মীরা কী করছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের ভূমিকা কী, সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই সম্মেলনে । রবিবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন ৷ সেখানে এই প্রশ্ন ওঠার পাশাপাশি সর্বক্ষণের কর্মীদের পরিচর্যা ও জীবনবোধের মানোন্নয়ন করতে হবেও আলোচনায় বলা হয়েছে ।

CPIM KOLKATA CONFERENCE
সিপিএমের কলকাতা জেলা সম্মেলন (নিজস্ব ছবি)

সিপিএমের উত্তর কলকাতার এক নেতা বলেন, "লেনিন বলেছিলেন, একটা গোটা গ্রাম বা এলাকার মানুষকে বিপ্লবের সঙ্গে যুক্ত করতে একজন প্রকৃত বামপন্থীই যথেষ্ট । কিন্তু, কার্যক্ষেত্রে তার বাস্তব রূপ দেখা যাচ্ছে কী ? পার্টির সর্বক্ষণের কর্মীরা এলাকার বহু কর্মসূচিতে যোগ দিচ্ছেন না । এরিয়া কমিটির পদাধিকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন না । কেউ কেউ রাখলেও অধিকাংশই নিজের ইচ্ছেমতো পার্টির কাজে থাকছেন । অধিকাংশই কী করছেন, কী করবেন, কী করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনাই করেন না । যার প্রভাব সংগঠনে পড়ছে ।"

সিপিএম কলকাতা জেলার তিনদিনের সম্মেলন শুরুর আগে যে রাজনৈতিক খসড়া প্রকাশিত হয়েছে, তাতে দলীয় সংকটের কথা উঠে এসেছে । দলে নতুনদের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না । শাসকের বিরুদ্ধে বেকারি, দুর্নীতি, সন্ত্রাসের ভুড়ি ভুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও মহিলা বা তরুণ প্রজন্মকে দলে টানা যাচ্ছে না বলে দাবি করা হয়েছে । তারই, প্রেক্ষিতে দলীয়কর্মী, সদস্যদের পাশাপাশি হোলটাইমারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।

CPIM KOLKATA CONFERENCE
সিপিএমের কলকাতা জেলা সম্মেলন (নিজস্ব ছবি)

সিপিএম সূত্রের দাবি, বর্তমানে সিপিএম কলকাতা জেলাতে প্রায় সাড়ে পাঁচ হাজার হোলটাইমার আছেন । আন্তর্জাতিক, দেশ কিংবা এলাকার বিভিন্ন ইস্যুতে পার্টির ভূমিকা, সে সব বিষয়ে সাধারণ মানুষের কাছে কী বার্তা দেওয়া উচিত - তা অধিকাংশ জনের কাছে পরিষ্কার নয় । কারণ, আগের মতো হোলটাইমারদের পার্টি, ক্লাস বা ইস্যুভিত্তিক বিষয়ে আলোচনা হচ্ছে না । স্বাভাবিকভাবেই হোলটাইমারদের ব্যক্তিজীবন - সংগঠনে প্রভাব পড়ছে ।"

সূত্রের দাবি, কলকাতা জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে টালিগঞ্জ এরিয়া কমিটির ঝামেলার প্রসঙ্গ ওঠে । সংবাদমাধ্যমে ছবি বেরিয়ে যাওয়া নিয়ে বিতর্ক হয় । সামাজিক যোগাযোগ মাধ্যমেই এক নেতার স্ত্রী লাইভ করেছিলেন ! সেই বিতর্ক নিয়ে ফের চৰ্চা হয়েছে । অন্যদিকে, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারের বিষয়টিও আলোচিত হয়েছে বলে খবর ।

কলকাতা, 6 জানুয়ারি: ভ্লাদিমির ইলিচ লেনিনের উক্তি উল্লেখ করে সিপিএম কলকাতা জেলা কমিটির হোলটাইমারদের নিয়ে প্রশ্ন উঠল । এই প্রশ্ন উঠেছে সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে ৷

সূত্রের খবর, পার্টির হোলটাইমার বা সর্বক্ষণের কর্মীরা কী করছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁদের ভূমিকা কী, সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই সম্মেলনে । রবিবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন ৷ সেখানে এই প্রশ্ন ওঠার পাশাপাশি সর্বক্ষণের কর্মীদের পরিচর্যা ও জীবনবোধের মানোন্নয়ন করতে হবেও আলোচনায় বলা হয়েছে ।

CPIM KOLKATA CONFERENCE
সিপিএমের কলকাতা জেলা সম্মেলন (নিজস্ব ছবি)

সিপিএমের উত্তর কলকাতার এক নেতা বলেন, "লেনিন বলেছিলেন, একটা গোটা গ্রাম বা এলাকার মানুষকে বিপ্লবের সঙ্গে যুক্ত করতে একজন প্রকৃত বামপন্থীই যথেষ্ট । কিন্তু, কার্যক্ষেত্রে তার বাস্তব রূপ দেখা যাচ্ছে কী ? পার্টির সর্বক্ষণের কর্মীরা এলাকার বহু কর্মসূচিতে যোগ দিচ্ছেন না । এরিয়া কমিটির পদাধিকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন না । কেউ কেউ রাখলেও অধিকাংশই নিজের ইচ্ছেমতো পার্টির কাজে থাকছেন । অধিকাংশই কী করছেন, কী করবেন, কী করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনাই করেন না । যার প্রভাব সংগঠনে পড়ছে ।"

সিপিএম কলকাতা জেলার তিনদিনের সম্মেলন শুরুর আগে যে রাজনৈতিক খসড়া প্রকাশিত হয়েছে, তাতে দলীয় সংকটের কথা উঠে এসেছে । দলে নতুনদের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না । শাসকের বিরুদ্ধে বেকারি, দুর্নীতি, সন্ত্রাসের ভুড়ি ভুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও মহিলা বা তরুণ প্রজন্মকে দলে টানা যাচ্ছে না বলে দাবি করা হয়েছে । তারই, প্রেক্ষিতে দলীয়কর্মী, সদস্যদের পাশাপাশি হোলটাইমারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।

CPIM KOLKATA CONFERENCE
সিপিএমের কলকাতা জেলা সম্মেলন (নিজস্ব ছবি)

সিপিএম সূত্রের দাবি, বর্তমানে সিপিএম কলকাতা জেলাতে প্রায় সাড়ে পাঁচ হাজার হোলটাইমার আছেন । আন্তর্জাতিক, দেশ কিংবা এলাকার বিভিন্ন ইস্যুতে পার্টির ভূমিকা, সে সব বিষয়ে সাধারণ মানুষের কাছে কী বার্তা দেওয়া উচিত - তা অধিকাংশ জনের কাছে পরিষ্কার নয় । কারণ, আগের মতো হোলটাইমারদের পার্টি, ক্লাস বা ইস্যুভিত্তিক বিষয়ে আলোচনা হচ্ছে না । স্বাভাবিকভাবেই হোলটাইমারদের ব্যক্তিজীবন - সংগঠনে প্রভাব পড়ছে ।"

সূত্রের দাবি, কলকাতা জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে টালিগঞ্জ এরিয়া কমিটির ঝামেলার প্রসঙ্গ ওঠে । সংবাদমাধ্যমে ছবি বেরিয়ে যাওয়া নিয়ে বিতর্ক হয় । সামাজিক যোগাযোগ মাধ্যমেই এক নেতার স্ত্রী লাইভ করেছিলেন ! সেই বিতর্ক নিয়ে ফের চৰ্চা হয়েছে । অন্যদিকে, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারের বিষয়টিও আলোচিত হয়েছে বলে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.