শিলিগুড়ি, 7 জানুয়ারি: সিপিএমের জেলা সম্মেলনের জন্য আবেদন করেও মিলল না বাঘাযতীন পার্ক । ভাড়া দিতে অস্বীকার করল শাসকদল পরিচালিত শিলিগুড়ি পুরনিগম । আর এবার তাই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করল সিপিএমের জেলাস্তরের নেতারা ।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলা সিপিএমের আহ্বায়ক জীবেশ সরকার বলেন, "এটা শিলিগুড়িবাসীর জন্য লজ্জাজনক যে একটি স্বীকৃত রাজনৈতিক দল শহরের মধ্যে তাদের সম্মেলন করতে পারল না । আমরা আবেদন করেও বাঘাযতীন পার্ক সম্মেলনের জন্য পেলাম না । অথচ পার্কে সরকারি অনুষ্ঠানের নামে মেলা খেলা সবই হচ্ছে ।" যদিও মেয়র গৌতম দেব পালটা বলেন, "এই মাঠ রাজনৈতিক সভার জন্য আর ভাড়া দেওয়া হয় না ।"
শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্রে রয়েছে বাঘাযতীন পার্ক । শহরের যাবতীয় রাজনৈতিক সভা এখানেই করা হতো । কিন্তু তৃণমূল কংগ্রেস পুরনিগমের ক্ষমতায় আসার পর ওই পার্ককে নতুন করে গড়ে তোলা হয়েছে । তাই মাঠ যাতে নষ্ট না হয়, তার জন্য আইন করা হয় যে ওই মাঠে আর কোনও রাজনৈতিক সভার জন্য ভাড়া দেওয়া হবে না । শুধুমাত্র সরকারি অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থাদের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে ।
এদিকে সিপিএম নেতৃত্ব 24 ও 25 জানুয়ারি তাদের জেলা সম্মেলনের জন্য ওই পার্ক ভাড়া চায় । যদিও পুরনিগম তাদের অনুমতি দেয়নি । তাই তারা বাধ্য হয়ে দেশবন্ধু পাড়ার টিকিয়াপাড়ায় রেলের জমি ভাড়া করে । তার পর দলীয় দফতর অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করেন সিপিএমের জীবেশ সরকার ৷
তিনি বলেন, "আমাদের জেলা সম্মেলনের মূল বক্তা রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । কিন্তু তিনি এসে শহরের মাঝে বক্তব্য রাখতে পারবে না, এটা সত্যি দুঃখজনক । মাঠে বইমেলা, অন্যান্য মেলা হতে পারে ৷ কিন্তু সভা কেন নয় ! আমাদের জেলা সম্মেলনে নানা বিষয়ে আলোচনা হবে, তার মধ্যে এটাও অবশ্যই থাকবে । প্রয়োজনে এর বিরুদ্ধে আমরা আন্দোলনেও নামব ।"
যদিও মেয়র গৌতম দেব বলেন, "সকলের জানা ওই মাঠে রাজনৈতিক সভার জন্য ভাড়া দেওয়া হয় না । তারপরেও ওরা ভাড়া চেয়েছিল । তাই আমরা অনুমতি দিতে পারিনি । তবে বিকল্প দু’টো জায়গার নাম বলেছিলাম । ওরা রাজি হয়নি । আমরা তো দীনবন্ধু মঞ্চেও রাজনৈতিক সভা করিনি । ওরা সেটাও করেছিল । তার জন্য আমরা অনুমতি দিয়েছিলাম । এখন সাংবাদিক সম্মেলন করে এসব বলা বেদনাদায়ক ।"