কলকাতা, 11 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের আগে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই'। এসভিএফ প্রযোজিত এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। তাঁর মেয়ের চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে ৷ ছবি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় দুই তারকা ৷
অভিনেতা তথা পরিচালক কৌশিক বলেন, "আমার চরিত্রটা মেরুদণ্ডের মতো। 'রুখা হুয়া ফয়সলা' নাটক দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ছবি। তবে, এই নাটকটিকে অতিক্রম করে ভীষণভাবে কন্টেম্পোরারি হয়ে উঠেছে ছবিটা। আজকের দিনের খুব জরুরি ও বোল্ড ছবি বলে আমি মনে করি। নাটকের মতো করে গতানুগতিকভাবে বানায়নি ছবিটা। প্রেজেন্টেশনটাও চমৎকার। সৃজিত বদ্ধ ঘরের রুদ্ধশ্বাস ড্রামাকে খোলা বাতাসে ফেলে দিয়েছে।"
সৌরসেনী বলেন, "সৃজিত দা'র সঙ্গে এটা আমার প্রথম কাজ। এসভিএফ-এর সঙ্গে তিন বছর পর কাজ করলাম। গোটা জার্নিটা আমার কাছে ওয়ার্কশপের মতো ছিল। এখানে আমার চরিত্রের নাম অরুন্ধতী। সে একজন ফিল্ম মেকার। শুটিংয়ের সময়ে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে। কৌশিক দা (গাঙ্গুলি) তো বলেই ফেলল আমার পরিবারটাকে তোরা দেখিস।"
প্রসঙ্গত, মানুষ এখন মশলাদার ছবি দেখতে চায়। এই প্রসঙ্গ তুললে কৌশিক বলেন, "সিনেমা শুধু শহুরে দর্শকের কাছে আটকে থাকলে ইন্ডাস্ট্রিকে সাহায্য করে না। বাণিজ্যিক ছবির সাফল্য খুব জরুরি। গত 15 বছরে বাংলার কোনও সুপারস্টারের ছবি 17 কোটি টাকা ব্যবসা করেনি, যা 'বহুরূপী' করল। বহুরূপীতে যে মশলা আছে সেই মশলার সঙ্গে মানুষের চাওয়া মশলার মিল নেই।"
পরিচালক কৌশিক আরও বলেন, "যেখানে কোনও সুপারস্টার নেই, সুইৎজারল্যন্ডে গানের শুটিং নেই। বাংলা ছবিতে তাই অন্য মশলা ব্যবহারের সময় এসেছে। আশা করি একদিন বাংলা ছবির বাজেটও আকাশছোঁয়া হবে।" সৃজিতেই এই ছবি প্রসঙ্গে কৌশিক বলেন, "আমার মনে হয় সৃজিত যেভাবে এই গল্পটা শুরু করেছে যে 12টা পেশার লোক একটা জায়গাতে এসেছে ৷ প্রত্যেকটা মানুষ জাজমেন্টাল একটা পার্টিকুলার ভার্ডিক নিয়ে ৷ তাঁরা তাঁদের জীবন-দর্শন, তাঁদের ইতিহাস সবকিছু বিচার করে একটা ভার্ডিককে নিয়ে চ্যালেঞ্জ করছে ৷ তাই সবাই কিন্তু এই ছবিতে এক আইনের জগতেই রয়েছে ৷ প্রত্যেকেই এখানে বিচারক ৷"
বহুরূপী কথা প্রসঙ্গে উঠে আসে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে অভিনেতা দেবের অনুরাগীদের ট্রলিংয়ের কথাও ৷ কৌশিক বলেন, "সেটাই কিছু অসুবিধা নেই ৷ ক্রিকেটের মাঠে স্লেজিং চলে দেখো না ৷ এ ওকে বাজে কথা বলছে ৷ খেলার মাঠে ওইগুলো হবেই ৷ এখানে কেউ ভাই-বোন নয় ৷ পাশাপাশি বসে রাখি পরাবে, ভাইফোঁটা দেবে ৷ তুমি যদি কারোর ডি বক্সে ঢুকে পরো, সেখানে যারা ডিফেন্ডার থাকে তারা তো মেরে পা খুলে রেখে দেবে ৷ মেসি এত বড় ফুটবলার কারণ ও যানে কেউ পা চালালে কীভাবে বেরিয়ে যেতে হবে ৷ আমি বিশ্বাস করি শিবু সেটা জানে এবং সেটা পারবে ৷"
উল্লেখ্য, একই দিনে মুক্তি পাচ্ছে রুক্মিণী মৈত্র অভিনেত্রী 'বিনোদিনী:এক নটীর উপাখ্যান' ৷ বাংলার বক্সঅফিসে কোন ছবি দর্শকদের কাছে টানবে তা সময় বলবে ৷