ETV Bharat / bharat

একই ট্র্যাকে বিপজ্জনকভাবে মুখোমুখি দুটি মেট্রো ! তারপর... - TWO METROS IN SAME TRACK

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ৷ একই ট্র্যাকে দুটি মেট্রো চলে আসার ভিডিয়ো দেখে উদ্বেগ ছড়িয়েছে ৷ যদিও সিবিটিসি সিস্টেম নিয়ে আশ্বস্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

Hyderabad Metro
হায়দরাবাদে একই ট্র্যাকে চলে এল দুটি মেট্রো (ছবি সূত্র-সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2025, 12:56 PM IST

হায়দরাবাদ, 11 জানুয়ারি: একই ট্রাকে দুটি ট্রেন চলে আসার ঘটনা এর আগে ঘটেছে ৷ এবার একই ট্রাকে চলে এল দুটি মেট্রো ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে ৷ যদিও বড় কোনও বিপদ হয়নি ৷ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিস্টেমটের মাধ্যমে যে কোনও ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ৷

সম্প্রতি একই ট্র্যাকে বিপজ্জনকভাবে দুটি মেট্রো কাছাকাছি চলে আসার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রোরেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, বিপদের কোনও কারণ নেই ৷ তারা জোর দিয়ে বলেছে, সিবিটিসি সিস্টেমটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে ।

সিবিটিসি প্রযুক্তি: ভারতে প্রথম হায়দরাবাদ মেট্রো কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) প্রযুক্তি চালু করেছে, যা মেট্রো পরিচালনার পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে । এই প্রযুক্তিটি উৎপলে অবস্থিত অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) থেকে নিয়ন্ত্রিত হয়, যা তিনটি অপারেশনাল করিডোর জুড়ে মেট্রো ট্রেনের গতিবিধি পর্যবেক্ষণ করে ।

সিবিটিসি প্রযুক্তি মেট্রো ট্রেনগুলিকে ওসিস'র সঙ্গে তৎক্ষনাৎ যোগাযোগ করিয়ে দেয় ৷ এর ফলে মেট্রো চলাচলের উপর সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হয় । সিস্টেমটি ট্রেনগুলিকে 30 মিটার পর্যন্ত কাছাকাছি দূরত্বে পর্যন্ত আসতে দেয় এবং গার্ডেল প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা বজায় রাখে । যদি ট্রেনগুলি খুব কাছাকাছি চলে আসে তবে গার্ডরেল স্বয়ংক্রিয়ভাবে ট্রেনগুলিকে থামিয়ে দেয় ৷ এতে সংঘর্ষের কোনও আশঙ্কা থাকে না ।

মেট্রো রেলের আশ্বাস: মেট্রো রেলের এমডি এনভিএস রেড্ডি জনগণকে আশ্বস্ত করেছেন ৷ উদ্বেগের কোনও কারণ নেই বলে তিনি জানিয়েছেন ৷ তাঁর কথায়, "প্রথম ইউরোপে সিবিটিসি প্রযুক্তি দেখেছিলাম আমি । আমরা এল অন্ড টি'কে মেট্রো রেলকে বলেছিলাম যে ওই উন্নত প্রযুক্তি আমাদের ভারতেও নিয়ে আসা উচিত ৷ এরপরেই প্রথমবার দেশে আনা হয় সিবিটিসি প্রযুক্তি । পরে এই প্রযুক্তি সারা দেশে ব্যবহার শুরু হয় । যদি একটি ট্রেন সামনে থাকে এই সিস্টেমের মাধ্যমে আরেকটি ট্রেনকেএক কিলোমিটার দূরত্বে থামানো যায় ৷ মেট্রোর ক্ষেত্রে 30 মিটার পর্যন্ত থামানো যেতে পারে ৷ দিনের ব্যস্ত সময়ে ট্রেনগুলি একে অপরের কাছাকাছি চলে আসতে পারে ৷ এতে চিন্তার কোনও কারণ নেই ৷"

মেট্রো রেলের এমডি এনভিএস রেড্ডি ট্রেন পরিচালনার ক্ষেত্রে ওসিসির অনন্য ভূমিকাকেও তুলে ধরেন ৷ যার মাধ্যমে মেট্রো ট্রেনের প্রতিটি চলাচল, স্টপ এবং অগ্রগতি পর্যবেক্ষণ করা হয় । এটি দুর্ঘটনার ঝুঁকি ছাড়াই যাত্রীদের জন্য মসৃণ এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে । মেট্রো রেল জানিয়েছে, হায়দরাবাদে নিরাপত্তা এবং দক্ষ মেট্রো পরিষেবা নিশ্চিত করার জন্য সিবিটিসি প্রযুক্তি ব্যবহার করা হয় ৷ এর প্রবর্তন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ । একই ট্র্যাকে একাধিক ট্রেন নিরাপদে পরিচালনা করার ক্ষমতা রাখে এই সিবিটিসি সিস্টেম ৷

হায়দরাবাদ, 11 জানুয়ারি: একই ট্রাকে দুটি ট্রেন চলে আসার ঘটনা এর আগে ঘটেছে ৷ এবার একই ট্রাকে চলে এল দুটি মেট্রো ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে ৷ যদিও বড় কোনও বিপদ হয়নি ৷ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিস্টেমটের মাধ্যমে যে কোনও ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ৷

সম্প্রতি একই ট্র্যাকে বিপজ্জনকভাবে দুটি মেট্রো কাছাকাছি চলে আসার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রোরেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, বিপদের কোনও কারণ নেই ৷ তারা জোর দিয়ে বলেছে, সিবিটিসি সিস্টেমটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে ।

সিবিটিসি প্রযুক্তি: ভারতে প্রথম হায়দরাবাদ মেট্রো কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) প্রযুক্তি চালু করেছে, যা মেট্রো পরিচালনার পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে । এই প্রযুক্তিটি উৎপলে অবস্থিত অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি) থেকে নিয়ন্ত্রিত হয়, যা তিনটি অপারেশনাল করিডোর জুড়ে মেট্রো ট্রেনের গতিবিধি পর্যবেক্ষণ করে ।

সিবিটিসি প্রযুক্তি মেট্রো ট্রেনগুলিকে ওসিস'র সঙ্গে তৎক্ষনাৎ যোগাযোগ করিয়ে দেয় ৷ এর ফলে মেট্রো চলাচলের উপর সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হয় । সিস্টেমটি ট্রেনগুলিকে 30 মিটার পর্যন্ত কাছাকাছি দূরত্বে পর্যন্ত আসতে দেয় এবং গার্ডেল প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা বজায় রাখে । যদি ট্রেনগুলি খুব কাছাকাছি চলে আসে তবে গার্ডরেল স্বয়ংক্রিয়ভাবে ট্রেনগুলিকে থামিয়ে দেয় ৷ এতে সংঘর্ষের কোনও আশঙ্কা থাকে না ।

মেট্রো রেলের আশ্বাস: মেট্রো রেলের এমডি এনভিএস রেড্ডি জনগণকে আশ্বস্ত করেছেন ৷ উদ্বেগের কোনও কারণ নেই বলে তিনি জানিয়েছেন ৷ তাঁর কথায়, "প্রথম ইউরোপে সিবিটিসি প্রযুক্তি দেখেছিলাম আমি । আমরা এল অন্ড টি'কে মেট্রো রেলকে বলেছিলাম যে ওই উন্নত প্রযুক্তি আমাদের ভারতেও নিয়ে আসা উচিত ৷ এরপরেই প্রথমবার দেশে আনা হয় সিবিটিসি প্রযুক্তি । পরে এই প্রযুক্তি সারা দেশে ব্যবহার শুরু হয় । যদি একটি ট্রেন সামনে থাকে এই সিস্টেমের মাধ্যমে আরেকটি ট্রেনকেএক কিলোমিটার দূরত্বে থামানো যায় ৷ মেট্রোর ক্ষেত্রে 30 মিটার পর্যন্ত থামানো যেতে পারে ৷ দিনের ব্যস্ত সময়ে ট্রেনগুলি একে অপরের কাছাকাছি চলে আসতে পারে ৷ এতে চিন্তার কোনও কারণ নেই ৷"

মেট্রো রেলের এমডি এনভিএস রেড্ডি ট্রেন পরিচালনার ক্ষেত্রে ওসিসির অনন্য ভূমিকাকেও তুলে ধরেন ৷ যার মাধ্যমে মেট্রো ট্রেনের প্রতিটি চলাচল, স্টপ এবং অগ্রগতি পর্যবেক্ষণ করা হয় । এটি দুর্ঘটনার ঝুঁকি ছাড়াই যাত্রীদের জন্য মসৃণ এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে । মেট্রো রেল জানিয়েছে, হায়দরাবাদে নিরাপত্তা এবং দক্ষ মেট্রো পরিষেবা নিশ্চিত করার জন্য সিবিটিসি প্রযুক্তি ব্যবহার করা হয় ৷ এর প্রবর্তন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ । একই ট্র্যাকে একাধিক ট্রেন নিরাপদে পরিচালনা করার ক্ষমতা রাখে এই সিবিটিসি সিস্টেম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.