হায়দরাবাদ, 11 জানুয়ারি: বলিউডের অন্যতম কমিক অভিনেতা টিকু তালসানিয়া হৃদরোগে আক্রান্ত হন ৷ প্রথমে তাঁর অবস্থা গুরুতর বলে জানা যায় ৷ তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন ৷ অভিনেতার স্বাস্থ্য নিয়ে তাঁর সেক্রেটারি মুখ খুলেছেন ৷
জনপ্রিয় কমেডিয়ানের সেক্রেটারি অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, অভিনেতা আচমকাই অসুস্থবোধ করেন ৷ কোকিলাবেন হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে আক্রান্ত অভিনেতা ৷ বেশ কিছুক্ষণ হাসপাতালে থাকার পর চিকিৎসকরা অভিনেতাকে ছেড়ে দেন ৷ অভিনেতাকে বাড়িতে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
সিনেমা ও টেলিভিশন জগতে সুপরিচিত নাম টিকু ৷ 70 বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অনুরাগীরাও ৷ তবে পরিবার ও বন্ধুদের তরফে এখনও পর্যন্ত তাঁর স্বাস্থ্য সংক্রান্ত কোনও খবর পাওয়া যায়নি ৷ নয়ের দশকে 'আন্দাজ আপনা আপনা', 'কুলি নম্বর 1', 'জোড়ি নম্বর 1'-এর মতো হিট ছবিতে কাজ করেছেন ৷
1954 সালে জন্ম এই অভিনেতার ৷ 1984 সালে 'ইয়ে জো হ্যায় জিন্দেগী' ধারাবাহিক দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু করেন ৷ হিন্দি সিনেমা জগতে তাঁর কমিস সেন্স ও অভিনয় আজও মুগ্ধ করে ও হাসায় দর্শকদের ৷ তিনি একাধিক থিয়েটারও করেছেন ৷ 1986 সালে তিনি প্রথমবার রূপোলি পর্দায় কাজের সুযোগ পান ৷ ছবির নাম 'প্যায়ার কে দো পল' ৷ মিঠুন চক্রবর্তী, জয়াপ্রদা ও সিম্পল কাপাডিয়া অভিনীত ছবিতে দেখা যায় টিকুকে ৷ তিনি সঞ্জয় লীলা বনশালি 'দেবদাস' ছবিতে শাহরুখ খানের কাছের মানুষ তথা সেবকের ভূমিকায় অভিনয় করেন ৷
তাঁর অভিনীত একাধিক সিনেমা রয়েছে ৷ তালিকায় রয়েছে 'বোল রাধা বোল', 'কুলি নম্বর 1', 'রাজা হিন্দিস্তানি', 'হিরো নম্বর 1', 'বড়ে মিঞা ছোটে মিঞা', 'হাঙ্গামা 2'- এর মতো হিট ছবি ৷ টেলিভিশন ধারাবাহিকের মধ্যে তিনি জনপ্রিয় হয়েছেন 'গোলমাল হ্যায় ভাই সব গোলমাল গ্যায়', 'জিন্দেগী আভি বাকি হ্যায় মেরে দোস্ত', 'সজন রে ফির ঝুট মত বোলো'-তে ৷