ঢাকা, 25 জানুয়ারি: নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বাংলাদেশের ‘ক্ষমতাচ্যুত’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে ৷ শনিবার জানিয়ে দিয়েছেন মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা । তিনি সাফ জানিয়েছেন, ‘‘দেশের নির্বাচন কেবল বাংলাদেশপন্থী গোষ্ঠীগুলির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করা হবে ৷’’
বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতা মাহফুজ আলম ৷ গত বছরের 5 অগস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে সেদেশে হওয়া গণঅভ্যুত্থান ৷ সেই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন আলম । চাঁদপুর জেলায় এক পথসভায় ভাষণ দিতে গিয়ে আলম বলেন, ‘‘দেশে কেবল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত-ই-ইসলাম এবং অন্যান্য বাংলাদেশপন্থী গোষ্ঠীগুলিই তাদের রাজনীতি চালিয়ে যাবে । এদের মধ্যে কোনওটিই একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে । এদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের অনুমতি দেওয়া হবে না ৷’’
একই সঙ্গে তিনি জানান, ‘ন্যূনতম সংস্কার’ বাস্তবায়ন না-করা এবং ‘ফ্যাসিবাদী হাসিনা সরকার কর্তৃক ধ্বংসপ্রাপ্ত’ প্রতিষ্ঠানগুলি পুনর্গঠন না-করা পর্যন্ত কোনও নির্বাচন হবে না । প্রথমে ইউনূস কর্তৃক তাঁর সরকারের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত আলম পরে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান । গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে এক অনুষ্ঠানে ইউনূস আলমকে ‘সূক্ষ্মভাবে’ পরিকল্পিত ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের পিছনে ‘প্রধান মস্তিষ্ক’ হিসেবে অভিহিত করেছিলেন ।
আওয়ামী লীগ গত বছরের 5 অগস্ট থেকে কার্যত উন্মুক্ত রাজনৈতিক দৃশ্যপটের বাইরে ৷ দলের বেশিরভাগ নেতা এবং হাসিনার মন্ত্রিসভার সদস্যদের অনেকেই খুন হয়েছেন ৷ কয়েকজন ফৌজদারি অভিযোগে জেলে আছেন ৷ বাকিরা বিদেশে আশ্রয় নিয়েছেন । যদিও এর আগে বিএনপি জানিয়েছিল যে তারা যে কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ৷ ফলে রাজনৈতিক ক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অস্তিত্বের প্রতি তাদের সমর্থন স্পষ্ট করে দেয় । ন্যূনতম সংস্কারের পরে দ্রুততম সময়ে নির্বাচনের দাবিও করেছিল খালেদা জিয়ার দল ৷
গত মাসে ইউনূস বলেছিলেন যে দেশে পরবর্তী সাধারণ নির্বাচন 2025 সালের শেষের দিকে বা 2026 সালের প্রথমার্ধে হতে পারে । তবে তিনি বলেছিলেন যে নির্বাচনের সময় মূলত রাজনৈতিক ঐকমত্য এবং এর আগে কী ধরণের সংস্কার করা হবে তার উপর নির্ভর করবে ।