নয়াদিল্লি, 25 জানুয়ারি: 76তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মপ্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র ৷ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি জেএস খেহর, প্রয়াত সুজুকি প্রধান ওসামু সুজুকি এবং লোকশিল্পী প্রয়াত শারদা সিনহা-সহ 139 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে । তালিকায় বাংলা থেকে রয়েছেন মমতা শঙ্কর, অরিজিৎ সিংয়ের নামও ৷
বেসামরিক পুরস্কারের মধ্যে সাতজন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন । স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘পুরস্কারপ্রাপকদের মধ্যে 23 জন মহিলা ৷ তালিকায় বিদেশী, অনাবাসী ভারতীয়, পিআইও, ওসিআই এবং 13 জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত রয়েছেন ৷’’
Kindly Visit: https://t.co/Yemla9k8XB#PeoplesPadma#Padmaawards2025 pic.twitter.com/Q6iZyd7SAo
— Padma Awards (@PadmaAwards) January 25, 2025
বঙ্গের কারা ?
|
পদ্ম পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সকল পদ্ম পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ! ভারত তাঁদের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতে এবং উদযাপন করতে পেরে গর্বিত । তাঁদের নিষ্ঠা এবং অধ্যবসায় সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কঠোর পরিশ্রম, আবেগ এবং উদ্ভাবনের সমার্থক ৷ যা অসংখ্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে । তাঁরা আমাদের উৎকর্ষতার জন্য প্রচেষ্টা এবং নিঃস্বার্থভাবে সমাজের সেবা করার মূল্য শেখায়।"
Congratulations to all the Padma awardees! India is proud to honour and celebrate their extraordinary achievements. Their dedication and perseverance are truly motivating. Each awardee is synonymous with hardwork, passion and innovation, which has positively impacted countless…
— Narendra Modi (@narendramodi) January 25, 2025
প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি (অবসরপ্রাপ্ত) জগদীশ সিং খেহরকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে ৷ সুজুকি প্রধান ওসামু সুজুকি, লোকশিল্পী শারদা সিনহা এবং এম টি বাসুদেবন নায়ার (মরণোত্তর) এই সম্মান পাচ্ছেন । দিনমালার প্রকাশক লক্ষ্মীপতি রামাসুব্বাইয়ারকে সাহিত্য, শিক্ষা এবং সাংবাদিকতার জন্য পদ্মশ্রী প্রদান করা হয়েছে ।
এছাড়াও বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি, অর্থনীতিবিদ বিবেক দেবরয়, গজল গায়ক পঙ্কজ উধাসকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর জোশী (মরণোত্তর) এবং চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে পদ্মভূষণ দেওয়া হয়েছে ।
তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণ এবং প্রাক্তন হকি গোলরক্ষক পিআর শ্রীজেশকে পদ্মভূষণ প্রদান করা হয়েছে । পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন এসবিআই চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য এবং অবসরপ্রাপ্ত ক্রিকেটার আর অশ্বিন এবং প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন ৷