ETV Bharat / bharat

পদ্মশ্রী পাচ্ছেন মমতা শঙ্কর, অরিজিৎ সিং ! তালিকায় কার্তিক মহারাজও - PADMA AWARDS

সাতজন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ৷ পদ্ম প্রাপকদের তালিকায় রয়েছে মমতা শঙ্কর, অরিজিৎ সিং, রবিচন্দ্রন অশ্বিনের নামও ৷

Arijit Singh Mamata Shankar Kartik Maharaj R Ashwin get Padma Shri
পদ্মশ্রী পাচ্ছেন মমতা শঙ্কর, অরিজিৎ সিং (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jan 25, 2025, 10:47 PM IST

Updated : Jan 25, 2025, 10:59 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি: 76তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মপ্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র ৷ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি জেএস খেহর, প্রয়াত সুজুকি প্রধান ওসামু সুজুকি এবং লোকশিল্পী প্রয়াত শারদা সিনহা-সহ 139 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে । তালিকায় বাংলা থেকে রয়েছেন মমতা শঙ্কর, অরিজিৎ সিংয়ের নামও ৷

বেসামরিক পুরস্কারের মধ্যে সাতজন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন । স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘পুরস্কারপ্রাপকদের মধ্যে 23 জন মহিলা ৷ তালিকায় বিদেশী, অনাবাসী ভারতীয়, পিআইও, ওসিআই এবং 13 জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত রয়েছেন ৷’’

বঙ্গের কারা ?

অরিজিৎ সিং (পদ্মশ্রী)

গোকুল চন্দ্র দাস (পদ্মশ্রী)

মমতা শঙ্কর (পদ্মশ্রী)

নগেন্দ্র নাথ রায় (পদ্মশ্রী)

পবন গোয়েঙ্কা (পদ্মশ্রী)

সজ্জন ভজঙ্কা (পদ্মশ্রী)

স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ (পদ্মশ্রী)

তেজেন্দ্রনারায়ণ মজুমদার (পদ্মশ্রী)

ভিনায়ক লোহানি (পদ্মশ্রী)

পদ্ম পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সকল পদ্ম পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ! ভারত তাঁদের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতে এবং উদযাপন করতে পেরে গর্বিত । তাঁদের নিষ্ঠা এবং অধ্যবসায় সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কঠোর পরিশ্রম, আবেগ এবং উদ্ভাবনের সমার্থক ৷ যা অসংখ্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে । তাঁরা আমাদের উৎকর্ষতার জন্য প্রচেষ্টা এবং নিঃস্বার্থভাবে সমাজের সেবা করার মূল্য শেখায়।"

প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি (অবসরপ্রাপ্ত) জগদীশ সিং খেহরকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে ৷ সুজুকি প্রধান ওসামু সুজুকি, লোকশিল্পী শারদা সিনহা এবং এম টি বাসুদেবন নায়ার (মরণোত্তর) এই সম্মান পাচ্ছেন । দিনমালার প্রকাশক লক্ষ্মীপতি রামাসুব্বাইয়ারকে সাহিত্য, শিক্ষা এবং সাংবাদিকতার জন্য পদ্মশ্রী প্রদান করা হয়েছে ।

এছাড়াও বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি, অর্থনীতিবিদ বিবেক দেবরয়, গজল গায়ক পঙ্কজ উধাসকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর জোশী (মরণোত্তর) এবং চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে পদ্মভূষণ দেওয়া হয়েছে ।

তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণ এবং প্রাক্তন হকি গোলরক্ষক পিআর শ্রীজেশকে পদ্মভূষণ প্রদান করা হয়েছে । পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন এসবিআই চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য এবং অবসরপ্রাপ্ত ক্রিকেটার আর অশ্বিন এবং প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন ৷

আরও পড়ুন

নয়াদিল্লি, 25 জানুয়ারি: 76তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মপ্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র ৷ ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি জেএস খেহর, প্রয়াত সুজুকি প্রধান ওসামু সুজুকি এবং লোকশিল্পী প্রয়াত শারদা সিনহা-সহ 139 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে । তালিকায় বাংলা থেকে রয়েছেন মমতা শঙ্কর, অরিজিৎ সিংয়ের নামও ৷

বেসামরিক পুরস্কারের মধ্যে সাতজন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন । স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘পুরস্কারপ্রাপকদের মধ্যে 23 জন মহিলা ৷ তালিকায় বিদেশী, অনাবাসী ভারতীয়, পিআইও, ওসিআই এবং 13 জন মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত রয়েছেন ৷’’

বঙ্গের কারা ?

অরিজিৎ সিং (পদ্মশ্রী)

গোকুল চন্দ্র দাস (পদ্মশ্রী)

মমতা শঙ্কর (পদ্মশ্রী)

নগেন্দ্র নাথ রায় (পদ্মশ্রী)

পবন গোয়েঙ্কা (পদ্মশ্রী)

সজ্জন ভজঙ্কা (পদ্মশ্রী)

স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ (পদ্মশ্রী)

তেজেন্দ্রনারায়ণ মজুমদার (পদ্মশ্রী)

ভিনায়ক লোহানি (পদ্মশ্রী)

পদ্ম পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সকল পদ্ম পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ! ভারত তাঁদের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতে এবং উদযাপন করতে পেরে গর্বিত । তাঁদের নিষ্ঠা এবং অধ্যবসায় সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কঠোর পরিশ্রম, আবেগ এবং উদ্ভাবনের সমার্থক ৷ যা অসংখ্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে । তাঁরা আমাদের উৎকর্ষতার জন্য প্রচেষ্টা এবং নিঃস্বার্থভাবে সমাজের সেবা করার মূল্য শেখায়।"

প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি (অবসরপ্রাপ্ত) জগদীশ সিং খেহরকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে ৷ সুজুকি প্রধান ওসামু সুজুকি, লোকশিল্পী শারদা সিনহা এবং এম টি বাসুদেবন নায়ার (মরণোত্তর) এই সম্মান পাচ্ছেন । দিনমালার প্রকাশক লক্ষ্মীপতি রামাসুব্বাইয়ারকে সাহিত্য, শিক্ষা এবং সাংবাদিকতার জন্য পদ্মশ্রী প্রদান করা হয়েছে ।

এছাড়াও বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি, অর্থনীতিবিদ বিবেক দেবরয়, গজল গায়ক পঙ্কজ উধাসকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর জোশী (মরণোত্তর) এবং চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে পদ্মভূষণ দেওয়া হয়েছে ।

তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণ এবং প্রাক্তন হকি গোলরক্ষক পিআর শ্রীজেশকে পদ্মভূষণ প্রদান করা হয়েছে । পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন এসবিআই চেয়ারপারসন অরুন্ধতী ভট্টাচার্য এবং অবসরপ্রাপ্ত ক্রিকেটার আর অশ্বিন এবং প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন ৷

আরও পড়ুন

Last Updated : Jan 25, 2025, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.