ETV Bharat / bharat

স্ত্রী’কে খুন ! দেহ কয়েক টুকরো করে পুড়িয়ে দিল স্বামী ও শাশুড়ি - MAN BRUTALLY MURDERED WIFE

স্ত্রী’কে মেরে দেহ টুকরো টুকরো করে দেহাংশগুলি পুড়িয়ে দেয় স্বামী ৷ শেষ পর্যন্ত মা’র সাহায্যে পোড়া দেহাংশগুলি মাটিতে পুঁতে দেয় অভিযুক্ত ৷

Man brutally Chopped  his wife in Anantnag
দেহ কয়েক টুকরো করে পুড়িয়ে দিল স্বামী ও শাশুড়ি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2025, 1:45 PM IST

অনন্তনাগ, 11 জানুয়ারি: স্ত্রী’র নৃশংসভাবে খুনের পর দেহ কয়েক টুকরো করে কাটা ৷ তারপর দেহাংশ পুড়িয়ে দেওয়া ৷ শেষে মায়ের সাহায্যে গোশালায় পুঁতে দিল স্বামী ৷ নৃশংস হত্যাকাণ্ডে শিউড়ে উঠল দেশ ৷ ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের আইসমুকাম পহেলগাও এলাকায় ৷ অভিযুক্ত ইমরান খান ও তার মা’কে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইমরান খান অনন্তনাগ জেলার আইসমুকাম এলাকার বাসিন্দা ৷ স্ত্রী শবনম আখতারকে নৃশংসভাবে খুন করে সে । ঘটনাটি ঘটেছিল গত বছরের 8 অক্টোবরে ৷ শেষ পর্যন্ত তিনমাস পর ঘটনাটি সামনে আসার পর 10 জানুয়ারি ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । তদন্তকারীরা জানিয়েছে, প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি খুনের কথা স্বীকার করে নিয়েছে ৷

স্ত্রী’কে খুন করার পর ইমরান স্ত্রী’র নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে ৷ তার 10 দিন পর গোয়ালঘর থেকে স্ত্রী’র দেহ উদ্ধার করে তা টুকরো টুকরো করে ৷ তারপরে দেহাংশগুলি পুড়িয়ে দেয় ৷ শেষ পর্যন্ত মা’র সাহায্যে পোড়া দেহাংশগুলি মাটিতে পুঁতে দেয় সে ৷ পুলিশ জানিয়েছে, শবনম (মৃত মহিলা) ইমরানের দ্বিতীয় স্ত্রী ৷ তাঁকে খুন করার করার পর ফের প্রথম স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেন ইমরান ।

পুলিশ জানিয়েছে যে ম্যাজিস্ট্রেট, তদন্তকারীরা অভিযুক্তের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন । ঘটনাস্থল থেকে মৃত মহিলার চুল, হাড়ের অবশিষ্ঠাংশ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । অভিযুক্ত ব্যক্তি এবং তার মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103(1) BNS, 61(2) BNS ধারায় মামলা করা হয়েছে ।

আরও পড়ুন

অনন্তনাগ, 11 জানুয়ারি: স্ত্রী’র নৃশংসভাবে খুনের পর দেহ কয়েক টুকরো করে কাটা ৷ তারপর দেহাংশ পুড়িয়ে দেওয়া ৷ শেষে মায়ের সাহায্যে গোশালায় পুঁতে দিল স্বামী ৷ নৃশংস হত্যাকাণ্ডে শিউড়ে উঠল দেশ ৷ ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের আইসমুকাম পহেলগাও এলাকায় ৷ অভিযুক্ত ইমরান খান ও তার মা’কে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইমরান খান অনন্তনাগ জেলার আইসমুকাম এলাকার বাসিন্দা ৷ স্ত্রী শবনম আখতারকে নৃশংসভাবে খুন করে সে । ঘটনাটি ঘটেছিল গত বছরের 8 অক্টোবরে ৷ শেষ পর্যন্ত তিনমাস পর ঘটনাটি সামনে আসার পর 10 জানুয়ারি ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । তদন্তকারীরা জানিয়েছে, প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি খুনের কথা স্বীকার করে নিয়েছে ৷

স্ত্রী’কে খুন করার পর ইমরান স্ত্রী’র নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে ৷ তার 10 দিন পর গোয়ালঘর থেকে স্ত্রী’র দেহ উদ্ধার করে তা টুকরো টুকরো করে ৷ তারপরে দেহাংশগুলি পুড়িয়ে দেয় ৷ শেষ পর্যন্ত মা’র সাহায্যে পোড়া দেহাংশগুলি মাটিতে পুঁতে দেয় সে ৷ পুলিশ জানিয়েছে, শবনম (মৃত মহিলা) ইমরানের দ্বিতীয় স্ত্রী ৷ তাঁকে খুন করার করার পর ফের প্রথম স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেন ইমরান ।

পুলিশ জানিয়েছে যে ম্যাজিস্ট্রেট, তদন্তকারীরা অভিযুক্তের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন । ঘটনাস্থল থেকে মৃত মহিলার চুল, হাড়ের অবশিষ্ঠাংশ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । অভিযুক্ত ব্যক্তি এবং তার মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103(1) BNS, 61(2) BNS ধারায় মামলা করা হয়েছে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.