কলকাতা, 10 এপ্রিল: বিজেপি বাংলা ও বাঙালির বিরোধী, এই অভিযোগ প্রায়ই শোনা যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে ৷ বুধবার সেই বিষয়টিকেই সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহকে নিশানা করল বাংলার শাসক দল ৷ আর এই ক্ষেত্রে তৃণমূলের হাতিয়ার একটি ‘শাহী-ভুল’ ৷ যে ‘ভুল’ এ দিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভা থেকে বেশ কয়েকবার করেন অমিত শাহ ৷ এই নিয়ে কুণাল ঘোষের কটাক্ষ, ‘‘বাংলাকে চেনেন না । নাম বোঝেন না ৷ বলছেন বাংলার হয়ে কথা বলতে এসেছেন ।’’
বালুরঘাটে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার ৷ তিনি বঙ্গ বিজেপির সভাপতি ৷ ফলে বাংলায় বিজেপির ‘প্রধান’-এর সমর্থনে সভা করেই বুধবার এই রাজ্য়ে নির্বাচনী প্রচার শুরু করলেন অমিত শাহ ৷ এ দিন তিনি সভা করেন বালুরঘাটে ৷ ভাষণ দিতে গিয়ে বেশ কয়েকবার তিনি বালুরঘাটের বদলে বলেন বেলুরঘাট ৷ আর এই ইস্যুটিকেই হাতিয়ার করে পালটা নিশানা করল তৃণমূল কংগ্রেস ৷
শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘অমিত শাহজি আজ দ্বিষাহীন ভাষণ দিয়ে গিয়েছেন । বাংলা এসে বাংলার স্বার্থবিরোধী ভাষণ দিয়ে গিয়েছেন । বলেছেন, সুকান্ত মজুমদার যে জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার নাম নাকি বেলুরঘাট । তিনি বেলুরঘাটে এসেছেন । আমার মনে হয় উনি একটু গুলিয়ে ফেলেছেন, বেলুড় মঠের পাশে যে ঘাটটি আছে, তার সঙ্গে বালুরঘাটকে গুলিয়ে ফেলছেন । বাংলাকে চেনেন না । নাম বোঝেন না ৷ বলছেন বাংলার হয়ে কথা বলতে এসেছেন ।’’
এ দিনের ভাষণে আগাগোড়া তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অমিত শাহ ৷ সিএএ, অনুপ্রবেশ, ভূপতিনগর, সন্দেশখালি নিয়ে সমালোচনা করেছেন বাংলার শাসক দলের ৷ পাশাপাশি তিনি বিজেপিকে 30 আসনে জেতানোর ডাক দিয়েছেন ।
এ দিন পালটা প্রতিক্রিয়া দেওয়ার জন্য মেট্রোপলিটনে থাকা তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সেখানে তাঁরা পয়েন্ট ধরে ধরে এর পালটা জবাব দিয়েছেন । কুণাল ঘোষ বলেন, ‘‘অমিত শাহ যা বলছেন সবটাই উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ভাষণ । কেন্দ্রের বঞ্চনার কোনও সুরাহা এখানে দেখানো হয়নি । বাংলার মানুষকে কেন টাকা দেওয়া হল না, তার কথাও বলা হয়নি । এ দিন রাজ্যে এসে বিজেপির সস্তা রাজনীতি আর মানুষকে ভুল বোঝানো, সেগুলি অমিত শাহ করে গিয়েছেন ।’’
শুধু কুণাল ঘোষ নন, চন্দ্রিমা ভট্টাচার্যও এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন । তিনি বলেন, ‘‘এই প্রথম নয়, আগে এসেও সুকান্ত মজুমদারের নাম ভুল বলেছিলেন অমিত শাহ । কাজেই ওঁর এই ধরনের ভুলে বাংলার মানুষ আশ্চর্য হচ্ছেন না । বাংলার মানুষ জানেন কোথা থেকে আসছেন আর কী বলছেন ।’’ এ দিন অমিত শাহের বিজেপিকে 30 আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েও কটাক্ষ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘আগে বলেছিলেন 35 আসনের কথা এখন বলছেন 30 । আদতে ওরা পাঁচটি আসন পাবে কি না, তাই দেখুন ।’’
এ দিনও শ্বেতপত্রের প্রশ্নে বিজেপিকে দুষেছেন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘উনি আসছেন । ওঁর প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) আসছেন । ইতিমধ্যেই 17টি সভার মধ্যে বেশ কয়েকটি করে ফেলেছেন । পথের সাত-সতেরোর গল্প । আজও কেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তার জবাব তাঁরা দিচ্ছেন না । কেন একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না ।’’
একই সঙ্গে এ দিন এই মঞ্চ থেকে তিনি প্রশ্ন করেছেন, ‘‘জলপাইগুড়িতে যে এত বড় ঝড় হয়ে গেল, কেন প্রধানমন্ত্রী বা অমিত শাহ সেসব নিয়ে কিছু বলছেন না ? কেন প্রধানমন্ত্রী জলপাইগুড়ি এলেও তাদের সমস্যা দেখতে গেলেন না ?’’
আরও পড়ুন:
- অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক, সিএএ নিয়ে ফের তোপ অমিত শাহের
- ভূপতিনগরে বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচার চেষ্টা করছেন মমতা, অভিযোগ অমিত শাহের
- আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে