পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

বালুরঘাটে ‘শাহী-ভুল’ তুলে ধরে অমিতকে ‘বেলুরঘাট’ খোঁচা তৃণমূলের - Trinamool Congress - TRINAMOOL CONGRESS

Trinamool Congress: বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সভা করেন অমিত শাহ ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় ভুলবশত বালুরঘাটকে তিনি বেলুরঘাট বলেন বেশ কয়েকবার ৷ পরে এই বিষয়টি নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিল তৃণমূল কংগ্রেস ৷

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 6:39 PM IST

কলকাতা, 10 এপ্রিল: বিজেপি বাংলা ও বাঙালির বিরোধী, এই অভিযোগ প্রায়ই শোনা যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে ৷ বুধবার সেই বিষয়টিকেই সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহকে নিশানা করল বাংলার শাসক দল ৷ আর এই ক্ষেত্রে তৃণমূলের হাতিয়ার একটি ‘শাহী-ভুল’ ৷ যে ‘ভুল’ এ দিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভা থেকে বেশ কয়েকবার করেন অমিত শাহ ৷ এই নিয়ে কুণাল ঘোষের কটাক্ষ, ‘‘বাংলাকে চেনেন না । নাম বোঝেন না ৷ বলছেন বাংলার হয়ে কথা বলতে এসেছেন ।’’

বালুরঘাটে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার ৷ তিনি বঙ্গ বিজেপির সভাপতি ৷ ফলে বাংলায় বিজেপির ‘প্রধান’-এর সমর্থনে সভা করেই বুধবার এই রাজ্য়ে নির্বাচনী প্রচার শুরু করলেন অমিত শাহ ৷ এ দিন তিনি সভা করেন বালুরঘাটে ৷ ভাষণ দিতে গিয়ে বেশ কয়েকবার তিনি বালুরঘাটের বদলে বলেন বেলুরঘাট ৷ আর এই ইস্যুটিকেই হাতিয়ার করে পালটা নিশানা করল তৃণমূল কংগ্রেস ৷

শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘অমিত শাহজি আজ দ্বিষাহীন ভাষণ দিয়ে গিয়েছেন । বাংলা এসে বাংলার স্বার্থবিরোধী ভাষণ দিয়ে গিয়েছেন । বলেছেন, সুকান্ত মজুমদার যে জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার নাম নাকি বেলুরঘাট । তিনি বেলুরঘাটে এসেছেন । আমার মনে হয় উনি একটু গুলিয়ে ফেলেছেন, বেলুড় মঠের পাশে যে ঘাটটি আছে, তার সঙ্গে বালুরঘাটকে গুলিয়ে ফেলছেন । বাংলাকে চেনেন না । নাম বোঝেন না ৷ বলছেন বাংলার হয়ে কথা বলতে এসেছেন ।’’

এ দিনের ভাষণে আগাগোড়া তৃণমূল কংগ্রেস ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অমিত শাহ ৷ সিএএ, অনুপ্রবেশ, ভূপতিনগর, সন্দেশখালি নিয়ে সমালোচনা করেছেন বাংলার শাসক দলের ৷ পাশাপাশি তিনি বিজেপিকে 30 আসনে জেতানোর ডাক দিয়েছেন ।

এ দিন পালটা প্রতিক্রিয়া দেওয়ার জন্য মেট্রোপলিটনে থাকা তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সেখানে তাঁরা পয়েন্ট ধরে ধরে এর পালটা জবাব দিয়েছেন । কুণাল ঘোষ বলেন, ‘‘অমিত শাহ যা বলছেন সবটাই উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ভাষণ । কেন্দ্রের বঞ্চনার কোনও সুরাহা এখানে দেখানো হয়নি । বাংলার মানুষকে কেন টাকা দেওয়া হল না, তার কথাও বলা হয়নি । এ দিন রাজ্যে এসে বিজেপির সস্তা রাজনীতি আর মানুষকে ভুল বোঝানো, সেগুলি অমিত শাহ করে গিয়েছেন ।’’

শুধু কুণাল ঘোষ নন, চন্দ্রিমা ভট্টাচার্যও এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন । তিনি বলেন, ‘‘এই প্রথম নয়, আগে এসেও সুকান্ত মজুমদারের নাম ভুল বলেছিলেন অমিত শাহ । কাজেই ওঁর এই ধরনের ভুলে বাংলার মানুষ আশ্চর্য হচ্ছেন না । বাংলার মানুষ জানেন কোথা থেকে আসছেন আর কী বলছেন ।’’ এ দিন অমিত শাহের বিজেপিকে 30 আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েও কটাক্ষ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘আগে বলেছিলেন 35 আসনের কথা এখন বলছেন 30 । আদতে ওরা পাঁচটি আসন পাবে কি না, তাই দেখুন ।’’

এ দিনও শ্বেতপত্রের প্রশ্নে বিজেপিকে দুষেছেন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, ‘‘উনি আসছেন । ওঁর প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) আসছেন । ইতিমধ্যেই 17টি সভার মধ্যে বেশ কয়েকটি করে ফেলেছেন । পথের সাত-সতেরোর গল্প । আজও কেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তার জবাব তাঁরা দিচ্ছেন না । কেন একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না ।’’

একই সঙ্গে এ দিন এই মঞ্চ থেকে তিনি প্রশ্ন করেছেন, ‘‘জলপাইগুড়িতে যে এত বড় ঝড় হয়ে গেল, কেন প্রধানমন্ত্রী বা অমিত শাহ সেসব নিয়ে কিছু বলছেন না ? কেন প্রধানমন্ত্রী জলপাইগুড়ি এলেও তাদের সমস্যা দেখতে গেলেন না ?’’

আরও পড়ুন:

  1. অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক, সিএএ নিয়ে ফের তোপ অমিত শাহের
  2. ভূপতিনগরে বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচার চেষ্টা করছেন মমতা, অভিযোগ অমিত শাহের
  3. আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে

ABOUT THE AUTHOR

...view details