মধ্যমগ্রাম, 29 জানুয়ারি:সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান কোথায় ? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে, তখনই এ নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক তথা দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হাজি নুরুল ইসলাম । তিনি বলেন,"শেখ শাহজাহান পলাতক,বলব না । সে হয়তো আশপাশেই আছে । নিজের গ্রাম ছেড়ে কি আর সে চলে যাবে !"
অর্থাৎ তৃণমূল বিধায়কের কথাতেই স্পষ্ট, শেখ শাহজাহান গা ঢাকা দিয়ে থাকলেও এখনও তিনি আছেন সন্দেশখালিতেই । আগেও এই একই সুর শোনা গিয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারের গলায় । কিন্তু তৃণমূলের বাহুবলী নেতা যদি সত্যিই এলাকায় থেকে থাকেন, তাহলে 23 দিন পরেও পুলিশ কেন তাঁকে ধরতে পারছে না ? কেনই বা তিনি জনসমক্ষে আসছেন না ? এই প্রশ্নে তোলপাড় রাজনৈতিক মহল ৷
উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী গঠিত জেলা কোর কমিটির সদস্যরা । সেই বৈঠকে একদিকে যেমন হাজির ছিলেন কোর কমিটির চেয়ারম্যান তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, মন্ত্রী রথীন ঘোষ, পার্থ ভৌমিকরা, তেমনই ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দমকল মন্ত্রী সুজিত বসু,বিধায়ক হাজি নুরুল ইসলাম,নারায়ণ গোস্বামী-সহ আরও অনেকে । সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে জেলার পাঁচটি সংসদীয় এলাকায় দলের হাল-হকিকত জানতে এবং কোথাও কোনও ত্রুটি-বিচ্যুতি রয়েছে কি না, তা জানতেই এ দিন ফের আলোচনায় বসেন কোর কমিটির সদস্যরা । দলীয় সংগঠন নিয়েও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হয়েছে বৈঠকে । তবে, যে ইস্যুকে কেন্দ্র করে আপাতত বঙ্গ রাজনীতি সরগরম, সেই সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' দলীয় নেতা শেখ শাহজাহানকে নিয়ে কোনও আলোচনা এ দিন হয়নি বলেই খবর তৃণমূল সূত্রে ।