পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

পলাতক নন, শাহজাহান আছেন সন্দেশখালিতেই ! চাঞ্চল‍্যকর দাবি তৃণমূল বিধায়কের - সন্দেশখালি

Sheikh Shahjahan: শেখ শাহাজাহান পলাতক নন ৷ তিনি সন্দেশখালিতেই আছেন ৷ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম । তিনি ঠিক কী বলেছেন, তা জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 8:09 PM IST

Updated : Jan 29, 2024, 8:20 PM IST

চাঞ্চল‍্যকর দাবি তৃণমূল বিধায়কের

মধ‍্যমগ্রাম, 29 জানুয়ারি:সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান কোথায় ? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে, তখনই এ নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক তথা দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হাজি নুরুল ইসলাম । তিনি বলেন,"শেখ শাহজাহান পলাতক,বলব না । সে হয়তো আশপাশেই আছে । নিজের গ্রাম ছেড়ে কি আর সে চলে যাবে !"

অর্থাৎ তৃণমূল বিধায়কের কথাতেই স্পষ্ট, শেখ শাহজাহান গা ঢাকা দিয়ে থাকলেও এখনও তিনি আছেন সন্দেশখালিতেই । আগেও এই একই সুর শোনা গিয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারের গলায় । কিন্তু তৃণমূলের বাহুবলী নেতা যদি সত্যিই এলাকায় থেকে থাকেন, তাহলে 23 দিন পরেও পুলিশ কেন তাঁকে ধরতে পারছে না ? কেনই বা তিনি জনসমক্ষে আসছেন না ? এই প্রশ্নে তোলপাড় রাজনৈতিক মহল ৷

উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী গঠিত জেলা কোর কমিটির সদস্যরা । সেই বৈঠকে একদিকে যেমন হাজির ছিলেন কোর কমিটির চেয়ারম্যান তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, মন্ত্রী রথীন ঘোষ, পার্থ ভৌমিকরা, তেমনই ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দমকল মন্ত্রী সুজিত বসু,বিধায়ক হাজি নুরুল ইসলাম,নারায়ণ গোস্বামী-সহ আরও অনেকে । সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে জেলার পাঁচটি সংসদীয় এলাকায় দলের হাল-হকিকত জানতে এবং কোথাও কোনও ত্রুটি-বিচ‍্যুতি রয়েছে কি না, তা জানতেই এ দিন ফের আলোচনায় বসেন কোর কমিটির সদস্যরা । দলীয় সংগঠন নিয়েও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হয়েছে বৈঠকে । তবে, যে ইস্যুকে কেন্দ্র করে আপাতত বঙ্গ রাজনীতি সরগরম, সেই সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' দলীয় নেতা শেখ শাহজাহানকে নিয়ে কোনও আলোচনা এ দিন হয়নি বলেই খবর তৃণমূল সূত্রে ।

তবে বৈঠক শেষে শেখ শাহজাহান সম্পর্কে বলতে গিয়ে সংগঠনে তাঁর অভাবের কথাই উঠে এল কোর কমিটির অন‍্যতম সদস্য তথা তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলামের কথায় । তিনি বলেন, "লোকসভা নির্বাচনের আগে শেখ শাহজাহানের দলে না থাকলে ক্ষতিই হবে সংগঠনের । তিনি ফের আগের মতো সংগঠনের কাজে যুক্ত হন, সেটাই চাইব । তবে, আইন মেনে ৷"

সন্দেশখালি কাণ্ডের পর থেকে তাঁকে আর দেখা যাচ্ছে না । তিনি কি দলীয় শৃঙ্খলা মানছেন না ?এই প্রশ্নের উত্তরে বিধায়ক হাজি নুরুল ইসলাম বলেন, "সেটা দলের রাজ‍্য নেতৃত্ব চিন্তাভাবনা করছেন । তাঁরা যে রকম নির্দেশ দেবেন সেই মতো আমরা চলব । আমরা ও'র বিষয়ে খবরাখবর নিচ্ছি । তবে, সংগঠনগতভাবে এখনও আমরা কোনও সিদ্ধান্ত নিইনি । এটুকু বলতে পারি, ভোটের আগে শাহজাহানের না থাকাটা অবশ্যই সমস্যা হবে দলের জন্য ৷" কতটা সমস্যা হবে ? সন্দেশখালি বিধানসভা এলাকায় দল কী কী ক্ষতির মুখে পড়তে পারে ?তা নিয়ে অবশ্য খোলসা করে কিছু বলতে চাননি বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হাজি নুরুল ইসলাম ।

অন‍্যদিকে, শেখ শাহজাহানের তৃণমূল দলে অন্তর্ভুক্তির বিষয়ে হাড়োয়ার বিধায়ক বলেন, "ও'র দলে আসার বিষয়টি আমি চাইনি এ কথা ভুল । ও (শাহজাহান) আমার কাছে যখন এসেছিল তখন আমি বসিরহাটের সাংসদ । বালু (জ‍্যোতিক্রিয়)-দা তখন দলের জেলা সভাপতি । সকলের সঙ্গে আলোচনা করেই ওকে নেওয়া হয়েছিল । আমিও সমর্থন করেছিলাম তাতে । সময় হলেই ও(শাহজাহান)-কে পাওয়া যাবে ! সব ঠিক হয়ে যাবে । দলের নজর রয়েছে । ওকে নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব নিশ্চয় ভাবছে ৷"

আরও পড়ুন:

  1. শাহজাহান গ্রেফতার হবেই, এটা দায়বদ্ধতা; মন্তব্য রাজ্যপালের
  2. তিন মিনিটের ফোনে তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ছক শাহজাহানের ?
  3. তৃণমূল নেতা শাহজাহান অন্যায় করেছেন, প্রথমবার জনসমক্ষে মন্তব্য ফিরহাদের
Last Updated : Jan 29, 2024, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details