পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

উত্তরে মহারণ ! একইদিনে কোচবিহারে মোদি-মমতা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: 4 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ ওইদিনই কোচবিহারে নীশিথ প্রামাণিকের সমর্থনে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 1:25 PM IST

Updated : Mar 31, 2024, 2:23 PM IST

কলকাতা, 31 মার্চ: ভোটের আগেই উত্তরবঙ্গে মহারণ ! আগামী 4 এপ্রিল একই দিনে কোচবিহারে জোড়া জনসভা মোদি-মমতার ৷ রবিবার থেকেই লোকসভা ভোটের প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কৃষ্ণনগরের পর আগামী 3 তারিখ উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো ৷ আর 4 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ উল্লেখযোগ্যভাবে ওইদিনই কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

ফের ভোট প্রচারে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2024-এর লোকসভা নির্বাচন ঘোষণার পর প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কোচবিহারে নিশীথ প্রামাণিকের হয়ে সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসাবে দেখা যাবে নরেন্দ্র মোদিকে। বিকেল সাড়ে তিনটের সময় কোচবিহারের সভায় আসবেন প্রধানমন্ত্রী। সভা শেষে ওইদিনই তিনি ফিরে যাবেন বলে জানা গিয়েছে ৷ তবে বিজেপি সূত্রে খবর, ফের 7 তারিখ মানে রবিবার বালুরঘাট এবং জলপাইগুড়িতেও সভা করবেন প্রধানমন্ত্রী ৷

লোকসভা ভোটের আগে রাজ্যে তিন দফায় সভা করেছেন প্রধানমন্ত্রী। তখনই তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন নির্বাচনের ঘোষণার পর রাজ্যে আসার বিষয়ে। সেই মতো ভোট শুরুর 15 দিন আগে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের প্রথম দফাতেই ভোট রয়েছে কোচবিহারে। এছাড়াও বিজেপি সূত্রের খবর, এই লোকসভায় বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তাঁরা। ফলে কোচবিহারে প্রধানমন্ত্রীর এই সভা বেশ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বিজেপি সূত্রে খবর, এই লোকসভা ভোটের আগে বাংলায় এসে প্রায় 15টি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদি। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করবেন 12টি সভা।

অপরদিকে এদিন থেকেই নির্বাচনী প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরে প্রথম সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপি এবং বাম- কংগ্রেসকে একাধিক নিশানা করেন মমতা। বাদ যায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও। তাঁদেরও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তবে এই কৃষ্ণনগরেও সভা করতে পারেন প্রধানমন্ত্রী বলেই বিজেপি সূত্রে খবর। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। এখন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে ফোন করে এই ভোট নিয়ে বেশ কিছু কথা বলতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন

  1. রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি
  2. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা
Last Updated : Mar 31, 2024, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details