গুয়াহাটি, 3 জানুয়ারি: পাহাড়ে প্রত্যাবর্তনের অনবদ্য লড়াইয়ে পয়েন্ট এল সাদা-কালো শিবিরে। পরপর দুটো ম্যাচে গোল শূন্য ড্র করে মহামেডান স্পোর্টিং বোঝাচ্ছে নতুন বছরে তাদের নিয়ে লেখা বন্ধ করার সময় আসেনি । যে দল টানা পাঁচ ম্যাচে হারের অন্ধকারে ছিল তারাই এখন রক্ষণের দুর্ভেদ্য প্রাচীর তুলে পয়েন্ট ছিনিয়ে নিচ্ছে ।
নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোল শূন্য ড্র মহামেডান স্পোর্টিংয়ের । এই ড্রয়ে মহামেডানের অবস্থান পয়েন্ট টেবিলে বদল হল না । কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের ডেরায় ঢুকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসা সাদা কালো শিবিরকে সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে অনুপ্রাণিত করবে । কলকাতা ছাড়ার আগে মহামেডান স্পোর্টিং কোচ আন্দ্রে চের্নিশভ বলেছিলেন, ডাগ আউটে মেহেরাজউদ্দিনের সঙ্গে তাঁর একযোগে কাজ দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে । হলও তাই।
যে মহামেডান রক্ষণ ছোট ভুলে গোল খাওয়াকে অভ্যাসে পরিণত করেছিল গত দু'ম্যাচে তারাই দুর্ভেদ্য । রক্ষণের মরিয়া লড়াইকে শিল্পে পরিণত করেছে । পেনাল্টি বক্সের সামনে ভুল করে ফাউল উপহার দেওয়া নয় । বরং দুর্ভেদ্য রক্ষণ থেকে প্রতি আক্রমণের বল সরবরাহ করে গেলেন ইরশাদ, অমরজিত সিং কিয়াম ও বিকাশ সিংরা । তাদের সঙ্গে যোগ্য সঙ্গত ওগেইরে, সামাদ আলি মল্লিক, জুডিকা, জো জোহেরাদের ।
নর্থ ইস্ট ইউনাইটেডের আক্রমণের প্রাণভোমরা আলেইদিন ।
মরোক্কান স্ট্রাইকার গোল করতে এবং করাতে দক্ষ । কিন্তু শুক্রবার ঘরের মাঠে সাদা কালো রক্ষণের চক্রব্যূহে দিগভ্রষ্ট হলেন। শুধু তিনি নন, জিতেন এমএস, পার্থিব গোগোই, নেস্টাররা একইভাবে মহামেডান রক্ষণের চক্রব্যূহ ভাঙতে ব্যর্থ । অন্যদিকে, মহামেডান প্রতি আক্রমণে একাধিকবার নর্থ ইস্ট ইউনাইটেডকে বেকায়দায় ফেলেছিল । অ্যালেক্সিসের দুরন্ত ফুটবলের সামনে বারবার নর্থ ইস্টের রক্ষণ অস্বস্তিতে পড়েছে । 42 মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রেমসাঙ্গা । ফাঁকা গোলে বল ঠেলতে গিয়ে শিশির ভেজা মাঠে পিছলে পড়ে যান ।
একইভাবে রেফারির বদান্যতায় নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত মহামেডান । খেলার শেষ দিকে অ্যালেক্সিসকে বক্সের মধ্যে ফেলে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড ডিফেন্ডাররা । নিশ্চিত পেনাল্টি নাকচ করেন রেফারি । দ্বিতীয়ার্ধে নেমেছিলেন ফ্রাঙ্কার । একসময় অ্যালেক্সিস এবং ফ্রাঙ্কার জুটি গোল করার মতো পরিস্থিতি তৈরি করছিল । তবে সাদা কালো রক্ষণ ভাগ অনবদ্য । ওগেইরো ম্যাচের সেরা । সেরার পুরস্কার ইরশাদের হাতেও উঠতে পারত । এককথায় দলগত ফুটবলের অনবদ্য প্রয়াসে পাহাড়ে পয়েন্ট পেল মহমেডান স্পোর্টিং ।