আরামবাগ, 1 মার্চ: গান্ধিজির তিন বাঁদরের মতো ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা চুপ করে বসে আছেন । সন্দেশখালি নিয়ে মুখ বন্ধ করে রেখেছেন তাঁরা । বাংলার শাসক দলের কাছে কোনও জবাব চাওয়ার অধিকার নেই তাঁদের । এভাবেই আরামবাগের সভা থেকে ইন্ডিয়া জোটের শরিক সিপিএম, কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
এ দিন আরামবাগে বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই সন্দেশখালি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী ৷ রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, "সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করেছে তৃণমূল, তা দেখে গোটা দেশ দুঃখিত এবং ক্ষুব্ধ ৷ এরা সন্দেশখালিতে যা করেছে রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে ৷ এরা মহিলাদের সঙ্গে যা করেছে, তা সব সীমা পার করে ফেলেছে ৷"
এর পরেই এ প্রসঙ্গে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের শরিকদের নিশানা করেন মোদি ৷ কংগ্রেস ও সিপিএমকে তুলোধোনা করে তিনি বলেন, "আমি অবাক হচ্ছি ইন্ডি জোটের নেতারা চোখ, কান, মুখ সব বন্ধ করে রেখেছেন দেখে ৷ গান্ধিজির তিন বাঁদরের মতো । জোটের বড় বড় নেতা সন্দেশখালি নিয়ে একটিও উক্তি করছেন না । এ দিকে তাঁরা পটনা ,বেঙ্গালুরু, মুম্বই না জানি কোথায় কোথায় সবাই মিলে বৈঠক করেন । কংগ্রেস আর সিপিএম-এর রাজ্য সরকারের ও এখানকার লোকতন্ত্রের কাছে জবাব যাওয়ার হিম্মত নেই । তারা এই শাসকদলের কাছে সন্দেশখালির মা-বোনেদের জন্য কোনও দাবি জানায়নি ।"