পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

গান্ধিজির তিন বাঁদর হল ইন্ডিয়া জোট, সন্দেশখালি নিয়ে কংগ্রেস-সিপিএমকে কটাক্ষ মোদির - নরেন্দ্র মোদি

PM Modi Slams INDIA Bloc: গান্ধিজির তিন বাঁদর হল ইন্ডিয়া জোট ৷ আরামবাগের সভা থেকে সন্দেশখালি নিয়ে আজ এই ভাষাতেই কংগ্রেস ও সিপিএমকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 7:59 PM IST

আরামবাগের সভায় ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদির

আরামবাগ, 1 মার্চ: গান্ধিজির তিন বাঁদরের মতো ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা চুপ করে বসে আছেন । সন্দেশখালি নিয়ে মুখ বন্ধ করে রেখেছেন তাঁরা । বাংলার শাসক দলের কাছে কোনও জবাব চাওয়ার অধিকার নেই তাঁদের । এভাবেই আরামবাগের সভা থেকে ইন্ডিয়া জোটের শরিক সিপিএম, কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এ দিন আরামবাগে বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই সন্দেশখালি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী ৷ রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, "সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করেছে তৃণমূল, তা দেখে গোটা দেশ দুঃখিত এবং ক্ষুব্ধ ৷ এরা সন্দেশখালিতে যা করেছে রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে ৷ এরা মহিলাদের সঙ্গে যা করেছে, তা সব সীমা পার করে ফেলেছে ৷"

এর পরেই এ প্রসঙ্গে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের শরিকদের নিশানা করেন মোদি ৷ কংগ্রেস ও সিপিএমকে তুলোধোনা করে তিনি বলেন, "আমি অবাক হচ্ছি ইন্ডি জোটের নেতারা চোখ, কান, মুখ সব বন্ধ করে রেখেছেন দেখে ৷ গান্ধিজির তিন বাঁদরের মতো । জোটের বড় বড় নেতা সন্দেশখালি নিয়ে একটিও উক্তি করছেন না । এ দিকে তাঁরা পটনা ,বেঙ্গালুরু, মুম্বই না জানি কোথায় কোথায় সবাই মিলে বৈঠক করেন । কংগ্রেস আর সিপিএম-এর রাজ্য সরকারের ও এখানকার লোকতন্ত্রের কাছে জবাব যাওয়ার হিম্মত নেই । তারা এই শাসকদলের কাছে সন্দেশখালির মা-বোনেদের জন্য কোনও দাবি জানায়নি ।"

এ প্রসঙ্গে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ সন্দেশখালি নিয়ে যা মন্তব্য করছেন, তা শুনলে অবাক হয়ে যাবেন । তিনি বলেছেন, বাংলায় নাকি এই ধরনের ঘটনা চলতেই থাকে । এটা বাংলার অপমান । এটা বাংলার মহান পরম্পরার অপমান । বাংলার বীরপুরুষদের অপমান । সমস্ত সংস্কারপ্রিয় নাগরিকদের অপমান । এটাই কংগ্রেস ও ইন্ডিয়া জোটের সত্যিকারের অবস্থান ।"

প্রসঙ্গত, দিল্লিতে খাড়গেকে সন্দেশখালি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সে প্রসঙ্গে বেশি কিছু বলতে চাননি ৷ জবাব দিতে গিয়ে তিনি চলে গিয়েছিলেন মণিপুর ও অন্যান্য ঘটনার কথায় ৷ সেই কথাকেই আজ হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. মণিপুরে নীরব, সন্দেশখালি নিয়ে চোখের জল! মোদিকে পালটা তৃণমূল
  2. 'তৃণমূলের মন্ত্রীদের ঘরে টাকার বান্ডিল সিনেমাকেও হার মানায়' পার্থর উদাহরণ টেনে মোদির খোঁচা
  3. সব সীমা পার তৃণমূলের! মোদির হুঙ্কার 'চোটের জবাব, ভোটে দেবেন মানুষ'

ABOUT THE AUTHOR

...view details