ETV Bharat / entertainment

অস্কার দৌড়ে বাংলার 'পুতুল', 'সেরা ছবি' বিভাগে লড়বে ইন্দিরা ধরের ছবি - INDIRA DHAR PUTUL MOVIE AT OSCAR

ফের অস্কার দৌড়ে জায়গা করে নিল ইন্দিরা ধরের 'পুতুল' ৷ আন্তর্জাতিক মঞ্চে প্রথম কোনও বাংলা সিনেমা মনোনয়ন পাওয়ায় গর্বিত সকলে ৷

Etv Bharat
অস্কার দৌড়ে 'পুতুল' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 7, 2025, 12:47 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: ফের অস্কার দৌড়ে ইন্দিরা ধরের বাংলা ছবি 'পুতুল'। 'সেরা ছবি' বিভাগে প্রতিযোগিতায় রয়েছে বাংলার ছবি ৷ মঙ্গলবার 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জায়গা করে নিয়েছে বাংলা সিনেমা ‘পুতুল’। অস্কারে ‘বেস্ট পিকচার’ নমিনেশনে এই প্রথম জায়গা করে নিল কোনও বাংলা ছবি ৷

ইন্দিরা ধর ইটিভি ভারতকে জানিয়েছেন, "আমি কৃতজ্ঞ অস্কার কমিটির কাছে যে তারা আমার ছবিটাকে পছন্দ করেছে ৷ আমার পরিচালনা, লেখা পছন্দ করেছে ৷ কারণ ছবিটা 'বেস্ট পিকচার' ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে প্রতিযোগিতা করার জন্য।

অ্যাকাডেমি ওয়েবসাইটেও সেটা বেরিয়ে গেছে। সেটা সবথেকে বড় কথা। আমি যদি খুব ভুল না করে থাকি তা হলে এই প্রথম কোনও বাংলা ছবি বেস্ট পিকচার ক্যাটাগরিতে সিলেকশন পেল। খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। প্রযোজনা করেছি, পরিচালনা করেছি। আমার ডেবিউ ছবি এটা। কোনও বড় প্রোডিউসারের হাত নেই আমার ছবিতে। একজন ডেবিউট্যান্ট প্রোডিউসার ডিরেক্টরের জন্য এটা বড় ব্যাপারে যে বাংলা ছবিকে আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারলাম।

সিলেকশন করাতে পারলাম ৷ ছবিটা একটা সুন্দর জায়গা, স্বীকৃতি পেল তাও আবার অস্কারে। আমাকে সবাই বলেছিল অস্কারে সিলেকশন পাওয়া উচিত এই ছবির। আর সেটা পেলো। আমি সত্যিই খুব খুশি।"

অ্যাকাডেমি পুরষ্কারের যোগ্য হিসাবে এবার মোট 323টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটাগরিতে রয়েছে 207টি ছবি। তার মধ্যে রয়েছে ইন্দিরার ‘পুতুল’৷ এই সাফল্যকে বাংলা ছবির জয় বলে মনে করছেন ইন্দিরা ধর। আগামী 8 জানুয়ারি থেকে শুরু হবে ছবির নির্বাচন। চলবে 12 তারিখ পর্যন্ত৷

প্রসঙ্গত, এর আগে তীরে এসে তরী ডোবে ৷ ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কারের জন্য মনোনয়নও পেলেও, বাছাই পর্ব থেকে ছিটকে যায় ৷ ইমন জানিয়েছিলেন, অস্কার প্রতিযোগিতার প্রথম 15-তে থাকতে পারেনি ‘ইতি মা’। তবে, পরিচালক বলেছিলেন, অস্কারের মঞ্চ অবধি ‘ইতি মা’ পৌঁছতে পেরেছে, এটাও কম বড় প্রাপ্তি নয় আমাদের জন্য। টপ 79-এ পৌঁছনোর পর ছিটকে যায় পুতুলের ‘ইতি মা’৷ তবে, কাজের মুন্সিয়ানা আর ভাগ্যলক্ষ্মী সঙ্গ দিলে কে আটকায় কার প্রাপ্য সম্মান? আর সেটাই হল পরিচালক ইন্দিরা ধরের 'পুতুল'-এর সঙ্গে।

কলকাতা, 7 জানুয়ারি: ফের অস্কার দৌড়ে ইন্দিরা ধরের বাংলা ছবি 'পুতুল'। 'সেরা ছবি' বিভাগে প্রতিযোগিতায় রয়েছে বাংলার ছবি ৷ মঙ্গলবার 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জায়গা করে নিয়েছে বাংলা সিনেমা ‘পুতুল’। অস্কারে ‘বেস্ট পিকচার’ নমিনেশনে এই প্রথম জায়গা করে নিল কোনও বাংলা ছবি ৷

ইন্দিরা ধর ইটিভি ভারতকে জানিয়েছেন, "আমি কৃতজ্ঞ অস্কার কমিটির কাছে যে তারা আমার ছবিটাকে পছন্দ করেছে ৷ আমার পরিচালনা, লেখা পছন্দ করেছে ৷ কারণ ছবিটা 'বেস্ট পিকচার' ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে প্রতিযোগিতা করার জন্য।

অ্যাকাডেমি ওয়েবসাইটেও সেটা বেরিয়ে গেছে। সেটা সবথেকে বড় কথা। আমি যদি খুব ভুল না করে থাকি তা হলে এই প্রথম কোনও বাংলা ছবি বেস্ট পিকচার ক্যাটাগরিতে সিলেকশন পেল। খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। প্রযোজনা করেছি, পরিচালনা করেছি। আমার ডেবিউ ছবি এটা। কোনও বড় প্রোডিউসারের হাত নেই আমার ছবিতে। একজন ডেবিউট্যান্ট প্রোডিউসার ডিরেক্টরের জন্য এটা বড় ব্যাপারে যে বাংলা ছবিকে আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারলাম।

সিলেকশন করাতে পারলাম ৷ ছবিটা একটা সুন্দর জায়গা, স্বীকৃতি পেল তাও আবার অস্কারে। আমাকে সবাই বলেছিল অস্কারে সিলেকশন পাওয়া উচিত এই ছবির। আর সেটা পেলো। আমি সত্যিই খুব খুশি।"

অ্যাকাডেমি পুরষ্কারের যোগ্য হিসাবে এবার মোট 323টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটাগরিতে রয়েছে 207টি ছবি। তার মধ্যে রয়েছে ইন্দিরার ‘পুতুল’৷ এই সাফল্যকে বাংলা ছবির জয় বলে মনে করছেন ইন্দিরা ধর। আগামী 8 জানুয়ারি থেকে শুরু হবে ছবির নির্বাচন। চলবে 12 তারিখ পর্যন্ত৷

প্রসঙ্গত, এর আগে তীরে এসে তরী ডোবে ৷ ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’ অস্কারের জন্য মনোনয়নও পেলেও, বাছাই পর্ব থেকে ছিটকে যায় ৷ ইমন জানিয়েছিলেন, অস্কার প্রতিযোগিতার প্রথম 15-তে থাকতে পারেনি ‘ইতি মা’। তবে, পরিচালক বলেছিলেন, অস্কারের মঞ্চ অবধি ‘ইতি মা’ পৌঁছতে পেরেছে, এটাও কম বড় প্রাপ্তি নয় আমাদের জন্য। টপ 79-এ পৌঁছনোর পর ছিটকে যায় পুতুলের ‘ইতি মা’৷ তবে, কাজের মুন্সিয়ানা আর ভাগ্যলক্ষ্মী সঙ্গ দিলে কে আটকায় কার প্রাপ্য সম্মান? আর সেটাই হল পরিচালক ইন্দিরা ধরের 'পুতুল'-এর সঙ্গে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.