ETV Bharat / entertainment

প্রয়াত জাকির হুসেন স্মরণে শহরে শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব - USTAD ZAKIR HUSSAIN

15 ডিসেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ জাকির হুসেন। তাঁকে উৎসর্গ করে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিন ব্যাপী শাস্ত্রীয় নৃত্য গীতের উৎসব।

ustad zakir hussain
জাকির হুসেন স্মরণে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 7, 2025, 1:30 PM IST

কলকাতা, 7 জানুয়ারি: উস্তাদ জাকির হুসেনকে উৎসর্গ করে শহরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিন ব্যাপী শাস্ত্রীয় নৃত্য গীতের উৎসব। 'সম্বন্ধ' শীর্ষক এই অনুষ্ঠানের আসর বসবে 11 এবং 12 জানুয়ারি জিডি বিড়লা সভাঘরে, বিকেল 5টা থেকে। আয়োজনে নৃত্যশিল্পী লুনা পোদ্দার ও তাঁর সাংস্কৃতিক সংস্থা 'প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস, কলকাতা'। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে উস্তাদ জাকির হোসেনকে স্মরণ করে নেওয়া হবে এই উৎসবে।

লুনা পোদ্দার বলেন, "এটা একটা বৈঠকি সংস্কৃতির প্রচার যা আমাদের দীর্ঘ হারানো ঐতিহ্যগুলির মধ্যে একটি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং থিয়েটারের বিভিন্ন রূপকে একত্রিত করে শিল্পকে লালন করার একটি পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের এই উৎসবের নাম 'সম্বন্ধ', যা ভারতীয় ঐতিহ্যকে মেনে চলার পাশাপাশি নতুনত্ব ও অভিনবত্বের মেলবন্ধন ঘটায়।"

অনুষ্ঠান কর্মসূচী

11 জানুয়ারি- প্রথমে শঙ্কর নারায়ণ স্বামী এবং তাঁর সংস্থার শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। তার পরে সেতারে পণ্ডিত অসীম চৌধুরী, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন। উৎসবে বিদুষী প্রীতি প্যাটেলের নান্দনিক নৃত্য পরিচালনায় মণিপুরী নৃত্য মঞ্চস্থ হবে। পরে লুনা পোদ্দারের নির্দেশনায় 'প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস, কলকাতা'র শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। থাকবে আগামীদিনের সম্ভাবনাময় শিল্পী নীলোপা মৈত্রর নাচ।

12 জানুয়ারি- তবলায় পণ্ডিত কুমার বোস, হারমোনিয়ামে পণ্ডিত হিরন্ময় মৈত্র। পরে কণ্ঠ সঙ্গীতে কোয়েল দাশগুপ্ত নাহা, তবলায় ইমন, বিদুষী অরুণা মোহান্তি এবং তাঁর অ্যাকাডেমির শিল্পীরা ওড়িশি নৃত্য পরিবেশন করবেন। এরপরে ভরতনাট্যমে মহুল মুখোপাধ্যায় এবং শেষে গুরু লুনা পোদ্দারের নির্দেশনায় 'প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস, কলকাতা' নিবেদন করবে কোয়েস্ট 9, 5 বীট, যা তালের লয় এবং গতির বিশেষত্বের এক ধারণা তুলে ধরবে। অনুষ্ঠানে আলোর মায়াজাল বুনবেন দীনেশ পোদ্দার।

কলকাতা, 7 জানুয়ারি: উস্তাদ জাকির হুসেনকে উৎসর্গ করে শহরের বুকে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিন ব্যাপী শাস্ত্রীয় নৃত্য গীতের উৎসব। 'সম্বন্ধ' শীর্ষক এই অনুষ্ঠানের আসর বসবে 11 এবং 12 জানুয়ারি জিডি বিড়লা সভাঘরে, বিকেল 5টা থেকে। আয়োজনে নৃত্যশিল্পী লুনা পোদ্দার ও তাঁর সাংস্কৃতিক সংস্থা 'প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস, কলকাতা'। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে উস্তাদ জাকির হোসেনকে স্মরণ করে নেওয়া হবে এই উৎসবে।

লুনা পোদ্দার বলেন, "এটা একটা বৈঠকি সংস্কৃতির প্রচার যা আমাদের দীর্ঘ হারানো ঐতিহ্যগুলির মধ্যে একটি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং থিয়েটারের বিভিন্ন রূপকে একত্রিত করে শিল্পকে লালন করার একটি পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের এই উৎসবের নাম 'সম্বন্ধ', যা ভারতীয় ঐতিহ্যকে মেনে চলার পাশাপাশি নতুনত্ব ও অভিনবত্বের মেলবন্ধন ঘটায়।"

অনুষ্ঠান কর্মসূচী

11 জানুয়ারি- প্রথমে শঙ্কর নারায়ণ স্বামী এবং তাঁর সংস্থার শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। তার পরে সেতারে পণ্ডিত অসীম চৌধুরী, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন। উৎসবে বিদুষী প্রীতি প্যাটেলের নান্দনিক নৃত্য পরিচালনায় মণিপুরী নৃত্য মঞ্চস্থ হবে। পরে লুনা পোদ্দারের নির্দেশনায় 'প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস, কলকাতা'র শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। থাকবে আগামীদিনের সম্ভাবনাময় শিল্পী নীলোপা মৈত্রর নাচ।

12 জানুয়ারি- তবলায় পণ্ডিত কুমার বোস, হারমোনিয়ামে পণ্ডিত হিরন্ময় মৈত্র। পরে কণ্ঠ সঙ্গীতে কোয়েল দাশগুপ্ত নাহা, তবলায় ইমন, বিদুষী অরুণা মোহান্তি এবং তাঁর অ্যাকাডেমির শিল্পীরা ওড়িশি নৃত্য পরিবেশন করবেন। এরপরে ভরতনাট্যমে মহুল মুখোপাধ্যায় এবং শেষে গুরু লুনা পোদ্দারের নির্দেশনায় 'প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস, কলকাতা' নিবেদন করবে কোয়েস্ট 9, 5 বীট, যা তালের লয় এবং গতির বিশেষত্বের এক ধারণা তুলে ধরবে। অনুষ্ঠানে আলোর মায়াজাল বুনবেন দীনেশ পোদ্দার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.