ETV Bharat / sports

আইসিসি'র বিরুদ্ধাচরণ তালিবান সরকারের, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বয়কটের পথে ইংল্যান্ড! - CHAMPIONS TROPHY 2025

তালিবান সরকার আইসিসি'র নিয়ম মানছে না ৷ এই মর্মে আফগানিস্তান ম্য়াচ না-খেলার ডাক ব্রিটেনের পার্লামেন্টে ৷

CHAMPIONS TROPHY
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বয়কটের ডাক (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 7, 2025, 1:45 PM IST

Updated : Jan 7, 2025, 1:59 PM IST

লন্ডন, 7 জানুয়ারি: আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালিবান সরকার আইসিসি'র নিয়মের অবমাননা করছে ৷ এই মর্মে আসন্ন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান বিরুদ্ধে ম্য়াচ বয়কটের দাবি তুললেন ইংল্য়ান্ডের রাজনীতিবিদরা ৷ ব্রিটেনের প্রায় 160 জন সাংসদ একযোগে ইংল্য়ান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে আফগানদের বিরুদ্ধে ম্য়াচ না-খেলার আর্জি জানিয়েছেন ৷

টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী, ম্য়াচ বয়কটের দাবি এসেছে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষ (হাউজ অফ কমনস এবং হাউজ অফ লর্ডস) থেকেই ৷ নাইজেল ফ্যারাজ, জেরেমি করবিন-সহ দেশের শীর্ষস্তরের নেতারা সরব হয়েছেন আফগানিস্তানে তালিবানি শাসনের রীতিনীতির বিরুদ্ধে ৷ তাঁদের দাবি, সেদেশের মহিলাদের পায়ে বেড়ি পরিয়ে রেখেছে তালিবানরা ৷ 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসার পর থেকে রশিদ খানদের দেশে খর্ব হয়েছে মহিলাদের খেলাধুলো করার অধিকার ৷ যা বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির নীতির পরিপন্থী ৷

ব্রিটেনের শীর্ষস্থানীয় নেতারা ইসিবি'কে বিষয়টি নিয়ে সরব হতেও অনুরোধ করেছে ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিচার্ড গুড এই বিষয়ে পদক্ষেপ করার আগে মতানৈক্যের ডাক দিয়েছেন ৷ তিনি বলেন, "তালিবানি শাসনে আফগানিস্তানে যেভাবে মহিলাদের সঙ্গে আচরণ করা হচ্ছে ইসিবি তাঁর কড়া নিন্দা করে ৷" ইসিবি আরও জানিয়েছে, আইসিসি'র সংবিধান মেনে সকল সদস্য দেশগুলি মহিলা ক্রিকেটের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা করতে বাধ্য ৷ কিন্তু তালিবান সরকার তা অমান্য করায় তাঁরা আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না-খেলার সিদ্ধান্তে অনড় থাকবে ৷

আইসিসি'র ঘোষিত সূচি অনুযায়ী আগামী 26 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্য়ান্ডের ৷ এখন দেখার ম্যাচ খেলার ব্য়াপারে নিমরাজি ইংল্য়ান্ড কোনও সমাধান শেষমেশ খুঁজে পায় কি না ৷

আরও পড়ুন:

লন্ডন, 7 জানুয়ারি: আফগানিস্তানে ক্ষমতায় থাকা তালিবান সরকার আইসিসি'র নিয়মের অবমাননা করছে ৷ এই মর্মে আসন্ন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান বিরুদ্ধে ম্য়াচ বয়কটের দাবি তুললেন ইংল্য়ান্ডের রাজনীতিবিদরা ৷ ব্রিটেনের প্রায় 160 জন সাংসদ একযোগে ইংল্য়ান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে আফগানদের বিরুদ্ধে ম্য়াচ না-খেলার আর্জি জানিয়েছেন ৷

টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী, ম্য়াচ বয়কটের দাবি এসেছে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষ (হাউজ অফ কমনস এবং হাউজ অফ লর্ডস) থেকেই ৷ নাইজেল ফ্যারাজ, জেরেমি করবিন-সহ দেশের শীর্ষস্তরের নেতারা সরব হয়েছেন আফগানিস্তানে তালিবানি শাসনের রীতিনীতির বিরুদ্ধে ৷ তাঁদের দাবি, সেদেশের মহিলাদের পায়ে বেড়ি পরিয়ে রেখেছে তালিবানরা ৷ 2021 সালে তালিবানরা ক্ষমতায় আসার পর থেকে রশিদ খানদের দেশে খর্ব হয়েছে মহিলাদের খেলাধুলো করার অধিকার ৷ যা বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির নীতির পরিপন্থী ৷

ব্রিটেনের শীর্ষস্থানীয় নেতারা ইসিবি'কে বিষয়টি নিয়ে সরব হতেও অনুরোধ করেছে ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিচার্ড গুড এই বিষয়ে পদক্ষেপ করার আগে মতানৈক্যের ডাক দিয়েছেন ৷ তিনি বলেন, "তালিবানি শাসনে আফগানিস্তানে যেভাবে মহিলাদের সঙ্গে আচরণ করা হচ্ছে ইসিবি তাঁর কড়া নিন্দা করে ৷" ইসিবি আরও জানিয়েছে, আইসিসি'র সংবিধান মেনে সকল সদস্য দেশগুলি মহিলা ক্রিকেটের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা করতে বাধ্য ৷ কিন্তু তালিবান সরকার তা অমান্য করায় তাঁরা আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না-খেলার সিদ্ধান্তে অনড় থাকবে ৷

আইসিসি'র ঘোষিত সূচি অনুযায়ী আগামী 26 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্য়ান্ডের ৷ এখন দেখার ম্যাচ খেলার ব্য়াপারে নিমরাজি ইংল্য়ান্ড কোনও সমাধান শেষমেশ খুঁজে পায় কি না ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 7, 2025, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.