ঝাড়গ্রাম, 14 মে:আগামী 4 জুন কী হতে চলেছে, ইতিমধ্যেই সেই রায় দিয়ে দিয়েছে ঝাড়গ্রামের মানুষ ৷ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে ঝাড়গ্রামে রোড শো করতে এসে এমনই আত্মবিশ্বাসের সুর শোনা গেল ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের গলায় ।
মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের হিন্দু-মিশন মাঠ থেকে শহরের শিব মন্দির মোড় পর্যন্ত রোড শো হয় দেবের । দেবের সঙ্গে গাড়িতে ছিলেন প্রার্থী কালীপদ সোরেন, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু-সহ অন্যান্য নেতৃবৃন্দ । দেবের রোড শোতে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ের পাশাপাশি শহরের রাস্তার দু'পাশে দেবকে দেখার জন্য উপচে পড়ে ভিড় । দেবের রোড শো চলাকালীন বহু মানুষ দেবের হাতে গোলাপ ফুল তুলে দেন, তাঁর সঙ্গে হাত মেলান ৷ রোড শো শেষে ঝাড়গ্রামের হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন দেব ৷
তিনি বলেন,"আমার মনে হয় ঝাড়গ্রামের মানুষ রায় দিয়ে দিয়েছে, আগামী 4 জুন কী হতে চলেছে । এ বার ঝাড়গ্রাম লোকসভা আসনটি তৃণমূল জিতছে । তৃণমূলের একজন সৈনিক বা কর্মী হিসেবে আমার এটা খুবই ভালো লাগছে ৷"
ঘাটালে তাঁর প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্য়ায় বরাবরই দেবের বিরুদ্ধে সরব হলেও এ দিনও হিরণকে আক্রমণের রাস্তায় হাঁটেননি তৃণমূলের তারকা প্রচারক ৷ দেব বলেন,"হিরণের কোনও দোষ নেই ৷ ও ভাবছে হয়তো এইভাবে জেতা যায় । আমার মনে হয় না কটূ কথা বলে বা কু-কথা বলে অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে জেতা সম্ভব । 4 জুন ভোটের রেজাল্ট বেরোলে ও বুঝতে পারবে । ও ভাবছে যত বেশি অ্যাটাক করবে তত বেশি মানুষের ভোট পাবে । আমার মনে হয় ও (হিরণ ) যত বেশি অ্যাটাক করবে তত ভোটে ও (হিরণ) হারবে বা তত ভোটে আমি জিতব ৷"