ETV Bharat / international

পদত্যাগ ট্রুডোর, কানাডাকে 51তম মার্কিন প্রদেশ করার প্রস্তাব ট্রাম্পের - DONALD TRUMP

সোমবার পদত্যাগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তবে নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন বলে জানিয়েছেন ট্রুডো ৷

President Elect Donald Trump
নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2025, 12:23 PM IST

ওয়াশিংটন, 7 জানুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম প্রদেশ হওয়া উচিত কানাডার ৷ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের কয়েক ঘণ্টা পর পুরনো প্রস্তাবের পক্ষে সুর চড়ালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

এই প্রসঙ্গে ট্রুথ সোশাল-এ একটি পোস্ট করেন ট্রাম্প ৷ ট্রুডোকে কটাক্ষ করে তিনি লেখেন, "সচল থাকার জন্য বাণিজ্য শুল্ক ও ভর্তুকিতে কানাডার বিশাল ঘাটতি রয়েছে ৷ বছরের পর বছর এর মাশুল গুনতে হচ্ছে আমেরিকাকে ৷ মার্কিন প্রশাসনের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয় ৷ জাস্টিন ট্রুডো বিষয়টি জানতেন এবং সময় মতো তা বুঝেই পদত্যাগ করেছেন ৷"

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী ৷ তাঁর পদত্যাগ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, "আমেরিকার সঙ্গে কানাডা যুক্ত হয়ে গেলে শুল্কের বোঝা আর থাকবে না ৷ করের পরিমাণও অনেক কমে যাবে ৷ আরও শক্তিশালী হয়ে উঠবে দেশের নিরাপত্তা ব্যবস্থা ৷ ফলে, চিন ও রুশ হানার ভয় থাকবে না ৷ এমনকী, এই সমস্ত দিক বিচার বিবেচনা করে এখন কানাডার অধিকাংশ মানুষ চাইছেন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগ হতে ৷"

অবশ্য, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এহেন প্রস্তাবে কানাডা সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এদিকে, মার্কিন মসনদে বসার আগেই কানাডার আমদানি শুল্ক 25 শতাংশ বৃদ্ধির হুমকি দিয়েছেন ট্রাম্প ৷ বৈআইনি মাদক পাচার ও অনুপ্রবেশ বন্ধ না-হলে কানাডার উপর শুল্কের বোঝা চাপাতে পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প ৷ এমনকী, এই বিষয়ে ট্রুডোকে ‘কানাডার মতো মহান প্রদেশের গভর্নর’ বলেও কটাক্ষ করেছেন তিনি ৷

উল্লেখ্য, তাঁর দল লিবারেল পার্টির অভ্যন্তরীণ গোলমালের কারণ দেখিয়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো ৷ তিনি জানান, বাকিদের মধ্যে তিনি হয়তো প্রধানমন্ত্রী পদের জন্য সেরা বিকল্প নন ৷ আর সেকারণেই তাঁকে সরে যেতে হল বলে জানান 53 বছরের ট্রুডো ৷ চলতি বছরে সেই দেশে প্রধানমন্ত্রী নির্বাচন ৷ সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি ৷

পড়ুন: সেরা পছন্দ নই! দলীয় সংঘাতের কথা বলে পদত্যাগ জাস্টিন ট্রুডোর

ওয়াশিংটন, 7 জানুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম প্রদেশ হওয়া উচিত কানাডার ৷ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের কয়েক ঘণ্টা পর পুরনো প্রস্তাবের পক্ষে সুর চড়ালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

এই প্রসঙ্গে ট্রুথ সোশাল-এ একটি পোস্ট করেন ট্রাম্প ৷ ট্রুডোকে কটাক্ষ করে তিনি লেখেন, "সচল থাকার জন্য বাণিজ্য শুল্ক ও ভর্তুকিতে কানাডার বিশাল ঘাটতি রয়েছে ৷ বছরের পর বছর এর মাশুল গুনতে হচ্ছে আমেরিকাকে ৷ মার্কিন প্রশাসনের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয় ৷ জাস্টিন ট্রুডো বিষয়টি জানতেন এবং সময় মতো তা বুঝেই পদত্যাগ করেছেন ৷"

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী ৷ তাঁর পদত্যাগ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, "আমেরিকার সঙ্গে কানাডা যুক্ত হয়ে গেলে শুল্কের বোঝা আর থাকবে না ৷ করের পরিমাণও অনেক কমে যাবে ৷ আরও শক্তিশালী হয়ে উঠবে দেশের নিরাপত্তা ব্যবস্থা ৷ ফলে, চিন ও রুশ হানার ভয় থাকবে না ৷ এমনকী, এই সমস্ত দিক বিচার বিবেচনা করে এখন কানাডার অধিকাংশ মানুষ চাইছেন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগ হতে ৷"

অবশ্য, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এহেন প্রস্তাবে কানাডা সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এদিকে, মার্কিন মসনদে বসার আগেই কানাডার আমদানি শুল্ক 25 শতাংশ বৃদ্ধির হুমকি দিয়েছেন ট্রাম্প ৷ বৈআইনি মাদক পাচার ও অনুপ্রবেশ বন্ধ না-হলে কানাডার উপর শুল্কের বোঝা চাপাতে পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প ৷ এমনকী, এই বিষয়ে ট্রুডোকে ‘কানাডার মতো মহান প্রদেশের গভর্নর’ বলেও কটাক্ষ করেছেন তিনি ৷

উল্লেখ্য, তাঁর দল লিবারেল পার্টির অভ্যন্তরীণ গোলমালের কারণ দেখিয়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো ৷ তিনি জানান, বাকিদের মধ্যে তিনি হয়তো প্রধানমন্ত্রী পদের জন্য সেরা বিকল্প নন ৷ আর সেকারণেই তাঁকে সরে যেতে হল বলে জানান 53 বছরের ট্রুডো ৷ চলতি বছরে সেই দেশে প্রধানমন্ত্রী নির্বাচন ৷ সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি ৷

পড়ুন: সেরা পছন্দ নই! দলীয় সংঘাতের কথা বলে পদত্যাগ জাস্টিন ট্রুডোর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.