পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'রোজ চোর বলছে', মানহানি মামলার সঙ্গেই গাছে বাঁধার হুঁশিয়ারি মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

MAMATA BANERJEE: এবার চোরের পালটা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজেই মামলা করবেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী ৷

MAMATA BANERJEE
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব)

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 4:22 PM IST

Updated : May 14, 2024, 4:38 PM IST

শ্রীরামপুর, 14 মে: তিনি নিজেই এবার মামলা করতে চলেছেন ৷ যেভাবে বিজেপি এবং অন্য়ান্য বিরোধীদের তরফে বারবার চোর বলে দেগে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেই এবার মানহানির মামলা করবেন বলে হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে শ্রীরামপুর স্টেডিয়াম ময়দানে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকেই 'চোর চোর' স্লোগানে তিনি যে রুষ্ট, তা স্পষ্ট করে দিলেন মমতা ৷ সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "রোজ বলছে, তৃণমূল চোর ৷ কোথায় চুরি করেছে, কার পকেট চুরি করেছে ? আমি এবার আদালতে যাচ্ছি ৷ আমি নিজে মামলা করব ৷ কোনও প্রমাণ নেই চোর বানিয়ে দিল ! আমি এবার নিজে মানহানির মামলা করব ৷"

একই সঙ্গে, ব্য়ারাকপুরে প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বিতর্কেও এদিন মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শ্রীরামপুরের সভা থেকে তিনি বলেন, "রবীন্দ্রনাথ সম্পর্কে জানে না, ব্য়ারাকপুরে উলটো রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে ৷ লজ্জাও করে না ৷" এরপরই 'চোর চোর' স্লোগান নিয়ে মুখ খোলেন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, "রোজ সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে বলে বেড়াচ্ছে চোর চোর ৷ যেদিন ওদের গাছে বেঁধে ভালো করে আদর করতে পারব সেদিন বুঝবে মিথ্য়া কথা বলার কী দাম !"

গত 2019 সালের ভোটে প্রধানমন্ত্রীকে কোমড়ে দড়ি বাঁধার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার গাছে বাঁধার নিদান দিলেন তিনি ৷ সেই সঙ্গে, বিজেপির ভোটপ্রচার নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমার নামে একটা মেয়েকে এনেছে ৷ বলছে মোদিকে ভোট দিয়ে আসি চলো মা, মোদি জল দিয়েছে ৷ আমার নামে অনেক মেয়ে থাকতে পারে ৷ আমার নামটা আমি নিজেই পছন্দ করি না ৷ মাকে বলতাম কী একটা নাম দিয়েছে !" এর সঙ্গেই তিনি বলেন, "ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে দিল্লিতে ৷ এখানে কংগ্রেস-সিপিএমের সঙ্গে কোনও সম্পর্ক নেই ৷ কারণ এখানে ওরা বিজেপির সঙ্গে আছে ৷"

Last Updated : May 14, 2024, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details