কলকাতা, 18 মে: লোকসভা নির্বাচন যত শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে, ততোই বাড়ছে শাসক বিরোধী পরস্পরের বিরুদ্ধে আক্রমণ । আর এসবের মাঝেই শনিবার সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, সাধারণ গরিব মানুষের উন্নয়নের টাকা আটকে, মিথ্যে প্রচারের জন্য জলের মতো করে অর্থ খরচ পাপ । তাঁর দাবি, বাংলার মানুষ এই অন্যায়ের জবাব অবশ্যই দেবে । ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুরের মানুষ স্পষ্ট বার্তা দিচ্ছে৷ বাংলা বিরোধীদের বিসর্জন নিশ্চিত ।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে থেকেই 100 দিনের কাজের টাকা-সহ একের পর এক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী । মূলত এই দাবিকে হাতিয়ার করে দিল্লিতে দরবার পর্যন্ত করেছেন মমতা । কিন্তু তাতেও রাজ্যের প্রাপ্য মেলেনি বলে অভিযোগ ।
লোকসভা নির্বাচনে সাম্প্রতিক কয়েকদিন ধরেই জঙ্গলমহলে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই প্রচারের ভিডিয়ো পোস্ট করেই এ দিন এই বার্তা দিয়েছেন মমতা । ওই ভিডিয়ো তিনি জানান, জঙ্গলমহলে তিনি প্রথম ছত্রধর মাহাতোর হাত ধরেই প্রবেশ করেছিলেন । আদিবাসীদের জমি কাড়া চলবে না । আদিবাসীদের সম্পত্তি নিয়ে নেওয়া যাবে না । কোনোভাবেই আদিবাসীদের অসম্মান করা যাবে না । আদিবাসীদের জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ।