ETV Bharat / politics

বিজেপির লক্ষ্য ছাব্বিশের ভোট, উত্তরবঙ্গের উন্নয়নে সাংসদদের কাছে প্রস্তাব চাইল দিল্লি

উত্তরবঙ্গের আটটি জেলায় উন্নয়ন নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বিজেপির থিংক ট্যাংক ৷ ছয় সাংসদকে নিয়ে গোপনে সেরেছে বৈঠক ৷

Assembly Elections 2026
2026 বিধানসভা নির্বাচন নিয়ে কাজ শুরু বিজেপির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 7:11 PM IST

মালদা, 13 নভেম্বর: লোকসভা নির্বাচনে কার্যত নাক কেটেছে ৷ নিজেদের হিসাব মেলাতে পারেনি গেরুয়া শিবির ৷ এবার মিশন পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা নির্বাচন ৷ উত্তরবঙ্গের উন্নয়ন কী করা যায়, দলীয় সাংসদদের কাছে প্রস্তাব চাইল বিজেপির কেন্দ্রীয় শিবির ৷

গত লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্য ও জাতীয় স্তরের অনেক নেতাই পশ্চিমবঙ্গে এসে বার্তা দিয়েছেন, ছাব্বিশের নির্বাচন তাঁদের মূল লক্ষ্য ৷ গত লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে বিজেপির থিংক ট্যাংক পরিষ্কার বুঝতে পেরেছে, শুধুমাত্র মমতা-অভিষেক কিংবা তৃণমূলের বাপবাপান্ত করলে চলবে না ৷

Assembly Elections 2026
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

তাদের দুর্নীতি অস্ত্রও এ'রাজ্যের মানুষ ভোঁতা করে দিয়েছে ৷ মানুষের মন পেতে চাই উন্নয়ন ৷ তাই এবার উন্নয়নকে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন পদ্মনেতারা ৷ রাজ্যের উত্তরে গেরুয়া প্রভাব দক্ষিণের চেয়ে বেশি ৷ তাই প্রথমেই তাঁরা বেছে নিয়েছেন উত্তরবঙ্গকেই ৷ এ নিয়ে ইতিমধ্যেই দিল্লি থেকে বঙ্গ বিজেপির নেতাদের যাবতীয় নির্দেশ চলে এসেছে ৷

বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গের আটটি জেলায় কী কী উন্নয়নমূলক কাজ করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বিজেপির থিংক ট্যাংক ৷ গঙ্গার উত্তরে বিজেপির ছ'জন সাংসদ ৷ দিল্লির নির্দেশে সম্প্রতি এই ছয় সাংসদকে নিয়ে গোপন বৈঠক সেরেছে রাজ্য নেতৃত্ব ৷ সাংসদরাও কাজের খসড়া তৈরির কাজ শুরু করে দিয়েছেন ৷ খসড়ায় প্রাধান্য পেয়েছে রেল ও সড়ক যোগাযোগ, চিকিৎসা, পর্যটন, গঙ্গা ভাঙন রোধ, সীমান্ত সুরক্ষার মতো বিষয় ৷

Assembly Elections 2026
মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু (ইটিভি ভারত)

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা পাহাড় ও ডুয়ার্সের পর্যটন নিয়ে একাধিক রূপরেখা তৈরি করেছেন ৷ আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা ও জলপাইগুড়ির জয়ন্তকুমার রায়ের নকশাতেও এই দু’টি বিষয় উঠে এসেছে ৷ তার সঙ্গে রয়েছে চা শ্রমিকদের সমস্যা ৷ মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু গঙ্গা ভাঙন রোধের কাজকে অগ্রাধিকার দিচ্ছেন ৷ রায়গঞ্জের কার্তিকচন্দ্র পালের নজরে সেখানে এইমস ধাঁচের হাসপাতাল ৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের রেল ব্যবস্থা আরও উন্নত করতে চাইছেন ৷

Assembly Elections 2026
জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় (ইটিভি ভারত)

মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু বলেন, "এলাকার উন্নয়নের জন্য প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছে ৷ আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন ৷ তাই ভাঙন রোধের কাজকেই আমি অগ্রাধিকার দিচ্ছি ৷ তার সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ, চিকিৎসার মতো বিষয় তো অবশ্যই রয়েছে ৷"

Assembly Elections 2026
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (ইটিভি ভারত)

গোটা ঘটনাটি কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের রাজ্য সভাপতি হিসাবে আমি দলীয় সাংসদদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছি ৷ মূলত উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে ৷ প্রত্যেক সাংসদকে তাঁর এলাকার সমস্যা এবং কী কী উন্নয়নমূলক কাজ করা যায়, তার প্রস্তাব জমা দিতে বলা হয়েছে ৷ সবার প্রস্তাব জমা পড়ার পর, তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে ৷"

Assembly Elections 2026
আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা (ইটিভি ভারত)

বিজেপি সূত্রে খবর, সুকান্ত মজুমদার যেটা জানাননি তা হল, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ রয়েছে, চলতি নভেম্বরের মধ্যেই উত্তরের ছয় সাংসদের প্রস্তাব একত্রিত করে রিপোর্ট আকারে দিল্লিতে পাঠাতে হবে ৷ ওই প্রস্তাব অনুযায়ী যত দ্রুত সম্ভব, কাজ শুরু করে দেওয়া হবে ৷ কিছু ক্ষেত্রে রাজ্যের বিরোধিতা হতে পারে বলে অনুমান রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের ৷ সেক্ষেত্রে তৃণমূলের বিরোধিতা মানুষের সামনে তুলে ধরা হবে ৷

Assembly Elections 2026
রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল (ইটিভি ভারত)

রাজনৈতিক মহল বলছে, এই নির্বাচনী নকশা কতটা কাজে দেবে, তা সময় বলবে ৷ কিন্তু বিজেপির মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আবাস প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত করা ৷ আর সেই অস্ত্রে ধার দিয়ে ছাব্বিশের ভোটে ময়দানে নামবে তৃণমূল ৷ আর শুধুমাত্র উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ভাবলে ঘাসফুল শিবির যে রাজ্য ভাগের ইস্যুকে সামনে নিয়ে আসবে, তা বলাই বাহুল্য ৷

মালদা, 13 নভেম্বর: লোকসভা নির্বাচনে কার্যত নাক কেটেছে ৷ নিজেদের হিসাব মেলাতে পারেনি গেরুয়া শিবির ৷ এবার মিশন পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা নির্বাচন ৷ উত্তরবঙ্গের উন্নয়ন কী করা যায়, দলীয় সাংসদদের কাছে প্রস্তাব চাইল বিজেপির কেন্দ্রীয় শিবির ৷

গত লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্য ও জাতীয় স্তরের অনেক নেতাই পশ্চিমবঙ্গে এসে বার্তা দিয়েছেন, ছাব্বিশের নির্বাচন তাঁদের মূল লক্ষ্য ৷ গত লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে বিজেপির থিংক ট্যাংক পরিষ্কার বুঝতে পেরেছে, শুধুমাত্র মমতা-অভিষেক কিংবা তৃণমূলের বাপবাপান্ত করলে চলবে না ৷

Assembly Elections 2026
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

তাদের দুর্নীতি অস্ত্রও এ'রাজ্যের মানুষ ভোঁতা করে দিয়েছে ৷ মানুষের মন পেতে চাই উন্নয়ন ৷ তাই এবার উন্নয়নকে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন পদ্মনেতারা ৷ রাজ্যের উত্তরে গেরুয়া প্রভাব দক্ষিণের চেয়ে বেশি ৷ তাই প্রথমেই তাঁরা বেছে নিয়েছেন উত্তরবঙ্গকেই ৷ এ নিয়ে ইতিমধ্যেই দিল্লি থেকে বঙ্গ বিজেপির নেতাদের যাবতীয় নির্দেশ চলে এসেছে ৷

বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গের আটটি জেলায় কী কী উন্নয়নমূলক কাজ করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বিজেপির থিংক ট্যাংক ৷ গঙ্গার উত্তরে বিজেপির ছ'জন সাংসদ ৷ দিল্লির নির্দেশে সম্প্রতি এই ছয় সাংসদকে নিয়ে গোপন বৈঠক সেরেছে রাজ্য নেতৃত্ব ৷ সাংসদরাও কাজের খসড়া তৈরির কাজ শুরু করে দিয়েছেন ৷ খসড়ায় প্রাধান্য পেয়েছে রেল ও সড়ক যোগাযোগ, চিকিৎসা, পর্যটন, গঙ্গা ভাঙন রোধ, সীমান্ত সুরক্ষার মতো বিষয় ৷

Assembly Elections 2026
মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু (ইটিভি ভারত)

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা পাহাড় ও ডুয়ার্সের পর্যটন নিয়ে একাধিক রূপরেখা তৈরি করেছেন ৷ আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা ও জলপাইগুড়ির জয়ন্তকুমার রায়ের নকশাতেও এই দু’টি বিষয় উঠে এসেছে ৷ তার সঙ্গে রয়েছে চা শ্রমিকদের সমস্যা ৷ মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু গঙ্গা ভাঙন রোধের কাজকে অগ্রাধিকার দিচ্ছেন ৷ রায়গঞ্জের কার্তিকচন্দ্র পালের নজরে সেখানে এইমস ধাঁচের হাসপাতাল ৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরের রেল ব্যবস্থা আরও উন্নত করতে চাইছেন ৷

Assembly Elections 2026
জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় (ইটিভি ভারত)

মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু বলেন, "এলাকার উন্নয়নের জন্য প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছে ৷ আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন ৷ তাই ভাঙন রোধের কাজকেই আমি অগ্রাধিকার দিচ্ছি ৷ তার সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ, চিকিৎসার মতো বিষয় তো অবশ্যই রয়েছে ৷"

Assembly Elections 2026
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (ইটিভি ভারত)

গোটা ঘটনাটি কার্যত স্বীকার করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দলের রাজ্য সভাপতি হিসাবে আমি দলীয় সাংসদদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছি ৷ মূলত উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে ৷ প্রত্যেক সাংসদকে তাঁর এলাকার সমস্যা এবং কী কী উন্নয়নমূলক কাজ করা যায়, তার প্রস্তাব জমা দিতে বলা হয়েছে ৷ সবার প্রস্তাব জমা পড়ার পর, তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে ৷"

Assembly Elections 2026
আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা (ইটিভি ভারত)

বিজেপি সূত্রে খবর, সুকান্ত মজুমদার যেটা জানাননি তা হল, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ রয়েছে, চলতি নভেম্বরের মধ্যেই উত্তরের ছয় সাংসদের প্রস্তাব একত্রিত করে রিপোর্ট আকারে দিল্লিতে পাঠাতে হবে ৷ ওই প্রস্তাব অনুযায়ী যত দ্রুত সম্ভব, কাজ শুরু করে দেওয়া হবে ৷ কিছু ক্ষেত্রে রাজ্যের বিরোধিতা হতে পারে বলে অনুমান রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের ৷ সেক্ষেত্রে তৃণমূলের বিরোধিতা মানুষের সামনে তুলে ধরা হবে ৷

Assembly Elections 2026
রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল (ইটিভি ভারত)

রাজনৈতিক মহল বলছে, এই নির্বাচনী নকশা কতটা কাজে দেবে, তা সময় বলবে ৷ কিন্তু বিজেপির মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আবাস প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত করা ৷ আর সেই অস্ত্রে ধার দিয়ে ছাব্বিশের ভোটে ময়দানে নামবে তৃণমূল ৷ আর শুধুমাত্র উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ভাবলে ঘাসফুল শিবির যে রাজ্য ভাগের ইস্যুকে সামনে নিয়ে আসবে, তা বলাই বাহুল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.