ETV Bharat / politics

সংসদে রাহুলের পাশে এবার প্রিয়াঙ্কা, লোকসভায় আরেক ভাই-বোনের জুটি! - WAYANAD BYE ELECTION

প্রথমবার সংসদে পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ৷ এবার লোকসভায় রাহুলের পাশে থাকতে দেখা যাবে তাঁকে ৷

WAYANAD BYE ELECTION
সংসদে রাহুলের পাশে এবার প্রিয়াঙ্কা, লোকসভায় আরেক ভাই-বোনের জুটি! (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 8:25 PM IST

কলকাতা, 23 নভেম্বর: সংসদীয় রাজনীতিতে অভিষেক হল প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ৷ কেরালার ওয়েনাড় লোকসভা আসন থেকে জিতে প্রথমবারের জন্য সাংসদ হলেন তিনি ৷ যা ভারতীয় রাজনীতির ইতিহাসে তৈরি করতে চলেছে এক নতুন ইতিহাস ৷ লোকসভায় সম্ভবত প্রথমবার একই দলে কোনও ভাই-বোনের জুটি দেখা যেতে চলেছে ৷

এর আগে অবশ্য মাধবরাও সিন্ধিয়া ও বসুন্ধরা রাজে ভাই-বোন হিসেবে একই সঙ্গে লোকসভায় ছিলেন ৷ তবে তাঁরা একই দলের সদস্য ছিলেন না ৷ মাধবরাও কংগ্রেসের আর বসন্ধুরা বিজেপির সাংসদ হিসেবে লোকসভার সদস্য হয়েছিলেন ৷

ভাই-বোন বা দুই ভাই বা দুই বোন, যাঁরা কোনও দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা একসঙ্গে লোকসভার সদস্য হয়েছেন, এমন নজির নিশ্চিতভাবেই নেই ৷ সেদিক থেকে দিনকয়েক পর শুরু হতে চলা শীতকালীন অধিবেশনেই এই চিত্র ধরা পড়তে চলেছে ৷

যদিও ভারতীয় রাজনীতিতে একই পরিবারের দুই ভাই বা দুই বোন কিংবা ভাই-বোনের সংখ্যা কিন্তু কম নয় ৷ বিভিন্ন রাজনৈতিক দলেই এই ধরনের উদাহরণ হয়েছে ৷ কংগ্রেসের কথাই যদি ধরা যায়, তাহলে জওহরলাল নেহরুর পর উত্তর প্রদেশের ফুলপুর কেন্দ্র থেকে জয়ী হন তাঁর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত ৷ কিন্তু একসঙ্গে তাঁরা লোকসভায় ছিলেন না ৷ রাজীব গান্ধি যে সময় প্রধানমন্ত্রী পদে বসেন, তার অনেক আগেই প্রয়াত হন তাঁর ভাই সঞ্জয় গান্ধি ৷

2004 থেকে 2024 সাল পর্যন্ত লোকসভায় একই সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷ সেই সময় লোকসভায় মা-ছেলের আরও একটি জুটি ছিল ৷ তাঁরাও গান্ধি পরিবারের অংশ ৷ তাঁরা হলেন মানেকা গান্ধি ও তাঁর ছেলে বরুণ গান্ধি ৷ তাঁরা অবশ্য রাহুল-সোনিয়ার প্রতিপক্ষ শিবির বিজেপির সাংসদ ছিলেন ৷

বিহারে অবশ্য দুই ভাইয়ের একই বিধানসভার সদস্য হওয়া বা মন্ত্রিসভার অংশীদার নজির রয়েছে ৷ সেই দুই ভাই হলেন তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদব ৷ লালুপ্রসাদের দুই পুত্র এখনও বিহার বিধানসভার বিধায়ক ৷ বাংলাতেও দুই ভাইয়ের রাজনীতিতে থাকার নজির রয়েছে ৷ একই দলে যেমন অনেকে রয়েছেন ৷ আবার সৌগত রায় (তৃণমূল)-তথাগত রায় (বিজেপি)-এর মতো ভিন্ন দলে থাকার নজিরও রয়েছে ৷

দক্ষিণ ভারতের রাজনীতিতে করুণানিধির পরিবার থেকে অনেকেই রাজনীতিতে অংশীদার হয়েছেন ৷ সেই তালিকায় এমকে স্ট্যালিন, কানিমোঝির মতো নাম রয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডি ও তাঁর বোন শর্মিলা রেড্ডি, যাঁরা দু’টি ভিন্ন রাজনৈতিক দলের সদস্য৷ মহারাষ্ট্রে খুড়তুতো ভাইবোন অজিত পাওয়ার-সুপ্রিয়া সুলে এবং বিজেপিতে পঙ্কজা মুণ্ডে ও সুমন মুণ্ডের উদাহরণ রয়েছে ৷ তবে এঁরা সম্ভবত কেউ একসঙ্গে লোকসভায় বসেননি ৷

যে নজির হয়তো গড়বেন রাহুল ও প্রিয়াঙ্কা ৷ যদিও নজির গড়ার থেকেও সংসদের নিম্নকক্ষে তাঁর পারফরম্যান্স কেমন, সেদিকেই তাকিয়ে থাকবে সারা দেশ ৷ তার উপর, তিনি রাহুল গান্ধির থেকেও বেশি মার্জিনে জিতে ওয়েনাড়ের সাংসদ হয়েছেন ৷ তিনি পেয়েছেন 6 লক্ষ 22 হাজার 338 ভোট ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই-এর সত্যয়ন মোকেরি পেয়েছেন 2 লক্ষ 11 হাজার 407 ভোট ৷ প্রিয়াঙ্কা জিতেছেন 4 লক্ষ 10 হাজার 931 ভোটে ৷

ফলে এত বেশি মানুষের সমর্থন যাঁর পক্ষে রয়েছে, তাঁর প্রতি প্রত্যাশা যে বেশি থাকবে, সেটাই স্বাভাবিক ৷ তাছাড়া বিজেপি সাংসদরা প্রায়শই রাহুল গান্ধিকে লোকসভার অন্দরে নাস্তানাবুদ করেন ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একাধিকবার রাহুলকে কটাক্ষ করতে দেখা গিয়েছে ৷ তাই প্রিয়াঙ্কা গান্ধি বঢরা কীভাবে বিজেপির ‘বাউন্সার’ সামলান, সেদিকেই নজর থাকবে সকলের ৷

কলকাতা, 23 নভেম্বর: সংসদীয় রাজনীতিতে অভিষেক হল প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ৷ কেরালার ওয়েনাড় লোকসভা আসন থেকে জিতে প্রথমবারের জন্য সাংসদ হলেন তিনি ৷ যা ভারতীয় রাজনীতির ইতিহাসে তৈরি করতে চলেছে এক নতুন ইতিহাস ৷ লোকসভায় সম্ভবত প্রথমবার একই দলে কোনও ভাই-বোনের জুটি দেখা যেতে চলেছে ৷

এর আগে অবশ্য মাধবরাও সিন্ধিয়া ও বসুন্ধরা রাজে ভাই-বোন হিসেবে একই সঙ্গে লোকসভায় ছিলেন ৷ তবে তাঁরা একই দলের সদস্য ছিলেন না ৷ মাধবরাও কংগ্রেসের আর বসন্ধুরা বিজেপির সাংসদ হিসেবে লোকসভার সদস্য হয়েছিলেন ৷

ভাই-বোন বা দুই ভাই বা দুই বোন, যাঁরা কোনও দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা একসঙ্গে লোকসভার সদস্য হয়েছেন, এমন নজির নিশ্চিতভাবেই নেই ৷ সেদিক থেকে দিনকয়েক পর শুরু হতে চলা শীতকালীন অধিবেশনেই এই চিত্র ধরা পড়তে চলেছে ৷

যদিও ভারতীয় রাজনীতিতে একই পরিবারের দুই ভাই বা দুই বোন কিংবা ভাই-বোনের সংখ্যা কিন্তু কম নয় ৷ বিভিন্ন রাজনৈতিক দলেই এই ধরনের উদাহরণ হয়েছে ৷ কংগ্রেসের কথাই যদি ধরা যায়, তাহলে জওহরলাল নেহরুর পর উত্তর প্রদেশের ফুলপুর কেন্দ্র থেকে জয়ী হন তাঁর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত ৷ কিন্তু একসঙ্গে তাঁরা লোকসভায় ছিলেন না ৷ রাজীব গান্ধি যে সময় প্রধানমন্ত্রী পদে বসেন, তার অনেক আগেই প্রয়াত হন তাঁর ভাই সঞ্জয় গান্ধি ৷

2004 থেকে 2024 সাল পর্যন্ত লোকসভায় একই সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷ সেই সময় লোকসভায় মা-ছেলের আরও একটি জুটি ছিল ৷ তাঁরাও গান্ধি পরিবারের অংশ ৷ তাঁরা হলেন মানেকা গান্ধি ও তাঁর ছেলে বরুণ গান্ধি ৷ তাঁরা অবশ্য রাহুল-সোনিয়ার প্রতিপক্ষ শিবির বিজেপির সাংসদ ছিলেন ৷

বিহারে অবশ্য দুই ভাইয়ের একই বিধানসভার সদস্য হওয়া বা মন্ত্রিসভার অংশীদার নজির রয়েছে ৷ সেই দুই ভাই হলেন তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদব ৷ লালুপ্রসাদের দুই পুত্র এখনও বিহার বিধানসভার বিধায়ক ৷ বাংলাতেও দুই ভাইয়ের রাজনীতিতে থাকার নজির রয়েছে ৷ একই দলে যেমন অনেকে রয়েছেন ৷ আবার সৌগত রায় (তৃণমূল)-তথাগত রায় (বিজেপি)-এর মতো ভিন্ন দলে থাকার নজিরও রয়েছে ৷

দক্ষিণ ভারতের রাজনীতিতে করুণানিধির পরিবার থেকে অনেকেই রাজনীতিতে অংশীদার হয়েছেন ৷ সেই তালিকায় এমকে স্ট্যালিন, কানিমোঝির মতো নাম রয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডি ও তাঁর বোন শর্মিলা রেড্ডি, যাঁরা দু’টি ভিন্ন রাজনৈতিক দলের সদস্য৷ মহারাষ্ট্রে খুড়তুতো ভাইবোন অজিত পাওয়ার-সুপ্রিয়া সুলে এবং বিজেপিতে পঙ্কজা মুণ্ডে ও সুমন মুণ্ডের উদাহরণ রয়েছে ৷ তবে এঁরা সম্ভবত কেউ একসঙ্গে লোকসভায় বসেননি ৷

যে নজির হয়তো গড়বেন রাহুল ও প্রিয়াঙ্কা ৷ যদিও নজির গড়ার থেকেও সংসদের নিম্নকক্ষে তাঁর পারফরম্যান্স কেমন, সেদিকেই তাকিয়ে থাকবে সারা দেশ ৷ তার উপর, তিনি রাহুল গান্ধির থেকেও বেশি মার্জিনে জিতে ওয়েনাড়ের সাংসদ হয়েছেন ৷ তিনি পেয়েছেন 6 লক্ষ 22 হাজার 338 ভোট ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই-এর সত্যয়ন মোকেরি পেয়েছেন 2 লক্ষ 11 হাজার 407 ভোট ৷ প্রিয়াঙ্কা জিতেছেন 4 লক্ষ 10 হাজার 931 ভোটে ৷

ফলে এত বেশি মানুষের সমর্থন যাঁর পক্ষে রয়েছে, তাঁর প্রতি প্রত্যাশা যে বেশি থাকবে, সেটাই স্বাভাবিক ৷ তাছাড়া বিজেপি সাংসদরা প্রায়শই রাহুল গান্ধিকে লোকসভার অন্দরে নাস্তানাবুদ করেন ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একাধিকবার রাহুলকে কটাক্ষ করতে দেখা গিয়েছে ৷ তাই প্রিয়াঙ্কা গান্ধি বঢরা কীভাবে বিজেপির ‘বাউন্সার’ সামলান, সেদিকেই নজর থাকবে সকলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.