হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: আট বছর পর ফিরছে চ্য়াম্পিয়ন্স ট্রফি ৷ 19 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্য়াচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি'র এই ইভেন্ট ৷ যাকে কেন্দ্র করে উত্তেজনার পারদটা চড়ছে একটু একটু করে ৷ 1996 সালের পর আইসিসি'র কোনও ইভেন্ট আয়োজিত হচ্ছে পাকিস্তানে ৷ যদি নিরাপত্তাজনিত কারণে ভারত সেদেশে খেলতে না-চাওয়ায় হাইব্রিড মডেলে টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার ম্য়াচগুলি এবং একটি সেমিফাইনালের আয়োজক দুবাই ৷ সেখানে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ হেড টু হেড: আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত মাত্র একবারই মুখোমুখি হয়েছে ভারত বনাম বাংলাদেশ ৷ 2017 অর্থাৎ, গত সংস্করণে বার্মিংহ্য়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে নয় উইকেটে বাংলাদেশকে মাটি ধরিয়েছিল ভারতীয় দল ৷ রোহিত শর্মার অপরাজিত 123 রান এবং তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত 96 রানের সৌজন্য়ে সহজেই 265 রান তাড়া করে টিম ইন্ডিয়া ৷
আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি সাক্ষাৎ: আইসিসি ইভেন্টে এখনও পর্যন্ত পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল ৷ সেখানে একবার বাংলাদেশ ভারতকে হারলেও বাকি চারটি ক্ষেত্রে জিতেছে ভারতীয় দল ৷ ফলত আইসিসি ইভেন্টে হেড টু হেডে 'টাইগার্সে'র তুলনায় অনেকটাই এগিয়ে 'মেন ইন ব্লু' ৷
The ICC Champions Trophy 2025, Dubai games are set to bring incredible excitement and thrill!
— UAE Cricket Official (@EmiratesCricket) February 16, 2025
Venue: Dubai International Stadium
Limited tickets still up for grabs for Bangladesh vs India - Thursday, 20 February, get yours NOW!
Tickets available here: https://t.co/ILfoibrQWz pic.twitter.com/kvl8DTx2h2
কখন অনুষ্ঠিত হবে ম্য়াচ: আগামী বৃহস্পতিবার অর্থাৎ 20 ফেব্রুয়ারি ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শুরু দুপুর 2টো 30 মিনিটে ৷
কোথায় হবে ভারত বনাম বাংলাদেশ দ্বৈরথ: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই পড়শি দেশের লড়াই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (সংযুক্ত আরব আমিরশাহী) ৷
কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে টেলিভিশনে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্য়াচ দেখা যাবে স্টার স্পোর্টস এবং স্পোর্টস 18 নেটওয়ার্কে ৷
কোথায় দেখাবে লাইভ স্ট্রিমিং: টেলিভিশনের পাশাপাশি এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং এদেশের অনুরাগীরা দেখতে পাবেন জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে ৷