ETV Bharat / state

চিটফান্ড-কাণ্ডে নিউ আলিপুর ও জোকায় ইডির তল্লাশি অভিযান - PRAYAG CHIT FUND CASE

নিউ আলিপুরের বহুতলের ফ্ল্যাটে ইডির তল্লাশি ৷ প্রয়াগ চিটফান্ডে ধৃত সংস্থার সিএমডি বাসুদেব বাগচীর ফ্ল্যাটে তল্লাশি৷ জোকায় প্রয়াগ গ্রুপের রিসর্টেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি ৷

PRAYAG CHIT FUND CASE
প্রয়াগ চিটফান্ড-কাণ্ডে নিউ আলিপুর ও জোকায় ইডির তল্লাশি অভিযান ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 2:35 PM IST

কলকাতা, 26 নভেম্বর: প্রয়াগ চিটফান্ড-কাণ্ডের তদন্তে কলকাতার একাধিক জায়গায় অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৷ কলকাতার নিউ আলিপুর ও শহরতলি জোকা এলাকায় প্রয়াগ গ্রুপের একটি রিসর্টে ইডির তল্লাশি অভিযান চলছে ৷ কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ-এর উপস্থিতিতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা ৷

পূর্ব ও উত্তর-পূর্ব ভারত জুড়ে বেআইনি চিটফান্ড খুলে বিপুল সম্পত্তি তৈরি করা ও প্রতারণার অভিযোগ রয়েছে প্রয়াগ সংস্থার বিরুদ্ধে ৷ এই মামলায় ওড়িশায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু করে ৷ সিবিআই 2017 সালে প্রয়াগ গ্রুপের সিএমডি বাসুদেব বাগচী এবং তাঁর ছেলে অভীক বাগচীকে গ্রেফতার করেছে ৷

সেই ঘটনার প্রায় 7 বছর পর এবার সেই বাগচীদের নিউ আলিপুরের বহুতলের ফ্ল্যাটে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জানা গিয়েছে, আজ সকালে কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ নিয়ে অভিযান চালায় ইডি ৷ তদন্তকারীদের দু’টি দল সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ৷ যার একটি যায় নিউ আলিপুরে ৷ সেখানে সিএপিএফের মহিলা জওয়ানরাও ছিলেন ৷ বাহিনীর নিরাপত্তায় ভিতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরেকটি দল যায় জোকায় প্রয়াগ গ্রুপের একটি রিসর্টে ৷ জোকার এলাহি রিসর্টের ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন ৷ রিসর্টের বিশাল বড় গেট বন্ধ করে রাখা হয়েছে ৷ গেটের সামনেও সিএপিএফের জওয়ানরা প্রহরায় রয়েছেন ৷ জানা গিয়েছে, 1997 সালে রেজিস্টার্ড প্রয়াগ গ্রুপ দিল্লিতে কাজ শুরু করে ৷ তাদেরই বিরুদ্ধে আর্থিক তছরুপ ও আমানতকারীদের টাকা নয়ছয় করার অভিযোগ-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ৷

অভিযোগ, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশায় প্রয়াগ সংস্থা তাদের বেআইনি চিটফান্ড ব্যবসা শুরু করে ৷ এই চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের থেকে 1900 কোটিরো বেশি টাকা তুলেছিল ৷ সেই বিপুল পরিমাণ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে সংস্থার তরফে ৷

কলকাতা, 26 নভেম্বর: প্রয়াগ চিটফান্ড-কাণ্ডের তদন্তে কলকাতার একাধিক জায়গায় অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৷ কলকাতার নিউ আলিপুর ও শহরতলি জোকা এলাকায় প্রয়াগ গ্রুপের একটি রিসর্টে ইডির তল্লাশি অভিযান চলছে ৷ কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ-এর উপস্থিতিতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা ৷

পূর্ব ও উত্তর-পূর্ব ভারত জুড়ে বেআইনি চিটফান্ড খুলে বিপুল সম্পত্তি তৈরি করা ও প্রতারণার অভিযোগ রয়েছে প্রয়াগ সংস্থার বিরুদ্ধে ৷ এই মামলায় ওড়িশায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু করে ৷ সিবিআই 2017 সালে প্রয়াগ গ্রুপের সিএমডি বাসুদেব বাগচী এবং তাঁর ছেলে অভীক বাগচীকে গ্রেফতার করেছে ৷

সেই ঘটনার প্রায় 7 বছর পর এবার সেই বাগচীদের নিউ আলিপুরের বহুতলের ফ্ল্যাটে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জানা গিয়েছে, আজ সকালে কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ নিয়ে অভিযান চালায় ইডি ৷ তদন্তকারীদের দু’টি দল সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ৷ যার একটি যায় নিউ আলিপুরে ৷ সেখানে সিএপিএফের মহিলা জওয়ানরাও ছিলেন ৷ বাহিনীর নিরাপত্তায় ভিতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরেকটি দল যায় জোকায় প্রয়াগ গ্রুপের একটি রিসর্টে ৷ জোকার এলাহি রিসর্টের ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন ৷ রিসর্টের বিশাল বড় গেট বন্ধ করে রাখা হয়েছে ৷ গেটের সামনেও সিএপিএফের জওয়ানরা প্রহরায় রয়েছেন ৷ জানা গিয়েছে, 1997 সালে রেজিস্টার্ড প্রয়াগ গ্রুপ দিল্লিতে কাজ শুরু করে ৷ তাদেরই বিরুদ্ধে আর্থিক তছরুপ ও আমানতকারীদের টাকা নয়ছয় করার অভিযোগ-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ৷

অভিযোগ, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশায় প্রয়াগ সংস্থা তাদের বেআইনি চিটফান্ড ব্যবসা শুরু করে ৷ এই চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের থেকে 1900 কোটিরো বেশি টাকা তুলেছিল ৷ সেই বিপুল পরিমাণ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে সংস্থার তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.